এই ছবিটি দেখতে পাচ্ছেন এইটা আসলে রোস্তেরার ভিতরের দেইয়ালে বার্গার এর ছবি দিয়ে খুব সুন্দর করে লাগানো।ভাবলাম একটা ছবি তুলে নেই।আমার দেখে অনেকটা বাস্তব বার্গার মনে হচ্ছিলো।সেই সাথে আবার রোস্তেরার নাম লেখা সুন্দর করে।
আমরা যাওয়ার পরেই দুইজন মিলে একটা ছবি তুলে নিলাম।আসলে ঢাকায় থাকলে আমি রাজু সব সময় বাহিরের খাবার একটু বেশি খাই।এরপর আমরা খাবারের দিকে নজর দিলাম।
এইটা হচ্ছে মেনু।আমি মূলত বার্গার খাওয়ার জন্য গিয়েছিলাম।তবে রাজু আবার বার্গার খায় না।আমি একটা হ্যাপি বার্গার নিয়ে নিলাম এবং রাজু একটা সাব নিয়ে নিল।আমার বার্গার এর দাম ছিল ১০০ এবং রাজুর সাব এর দাম ছিল ৯০ টাকা।
অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করে দিলো।আসলে আমি যে সাইজ ভাবছিলাম তার চেয়ে বেশ বড় ছিল।এবার খাওয়ার দিকে নজর দেওয়া যাক।
আমি আবার খাবার সামনে নিয়ে একটা সেলফি তুলে নিলাম দুইজন মিলে।এরপর ভাবলাম যে অনেক ছবি তুলেছি এইবার খাওয়া যাক।কারন খাবার নিয়ে সামনে বসে থাকা ঠিক হবে না।
খাবার নিয়ে আমি মুখে নিয়ে একটা কামর দিয়ে দিলাম।আসলে আমার কাছে ১০০ টাকার বার্গার হিসেবে অনেক ভালো লেগেছে।আমি মনে করি যে স্বাদ ঠিক ছিল।রাজুকে বললাম যে খাবার কেমন ও বললো যে সব ঠিক ঠাক।এরপর আমরা খাওয়া শেষ করলাম।
খাওয়া শেষ করে আমি আবার একটা সেলফি তুলে নিলাম।জানি কেন জানি মনে হচ্ছিলো একটা সেলফি তুলতে।এরপর আম্রা বিল দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলা।
আর এভাবেই আমি শেষ করলাম আমাদের মিঃ সাব এ বার্গার এবং সাব খাওয়ার অভিজ্ঞতা।যানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে অতি শীঘ্রই।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বন্ধুদের সাথে রেস্তোরায় দারুন সময় অতিবাহিত করেছেন। আসলে এইভাবে বন্ধুদের সাথে খাবার উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনার অভিজ্ঞতার গল্প পড়ে ভাল লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধুর সাথে রেস্টুরেন্টে খাওয়ার কিছুটা সময়ের অনুভূতি এখানে শেয়ার করেছেন । যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে বন্ধুবান্ধব নিয়ে একটু ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে। আর আপনার মাধ্যমে রেস্টুরেন্ট এর সমস্ত তথ্য জানতে পারলাম ও দেখতে পারলাম। অনেক ধন্যবাদ আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপু বাহিরে খাওয়া দাওয়া বন্ধুবান্ধবের সাথে ঘোরা এগুলো করলে মনটা খুব ভালো থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ একা কখনো চলতে পারে না জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই বন্ধু প্রয়োজন আর বন্ধু মানেই যেন প্রতিটা মুহূর্ত রোমাঞ্চকর। বন্ধুর সাথে চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ।রেস্টুরেন্টের সুন্দর এই মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এত সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit