রোযার যেহেতু আর মাত্র ৩ টা আছে তাই হাতে সময় খুব কম। নিজেদের কতটুকু আত্নশুদ্ধি করতে পারলাম, কতটুকু গুনাহ মাফ করাতে পারলাম এই বিষয়গুলো বেশি জোর দেওয়া উচিত। আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল। তার কাছে মন থেকে চাইলে বা তওবা করলে তিনি এই পবিত্র রহমতের মাসে আমাদের ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ
ভাবি আপনার এই কথাগুলো আমার অনেকভালো লেগেছে।
আর মেয়েদের ক্ষেত্রে একটু জীবনটা অন্যরকম ভাবি। বিয়ের পর জীবনটা একটু পাল্টে যায়। সান স্বামীর বাড়ি নতুন মানুষজন। তবে ধীরে ধীরে দেখবেন যে সব নিজের বাড়ির মত হয়ে গেছে। আগাম ঈদের শুভেচ্ছা রইল আপনার জন্য।