|| 😋মেসের সবাইকে নিয়ে ঝাঁল মুড়ি খাওয়ার অনূভুতি😋 || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে 😋মেসের সবাইকে নিয়ে ঝাঁল মুড়ি খাওয়ার অনূভুতি😋 সম্পর্কে উপস্থাপনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220313_131259.jpg

চলুন শুরু করা

মেস লাইফ মানেই পরিবার থেকে মাইলের পর মাইল দুরে থাকা। সকল বন্ধুদেরকে খুব মিস করা। যখন মেসে অনেক গুলো মেস মেট হয় বিভিন্ন জায়গা থেকে, তখন বিভিন্ন জনের প্রতি বিভিন্ন ধরনের অনূভুতি কাজ করে। এই সকল অনূভুতি গুলোই হয়তো পরিবার, প্রিয় বন্ধুদেরকে সাময়িক ভাবে ভুলে থাকতে সেখায়। এই মায়ার বন্ধনে যারা একবার পরেছে তারা মরেছে😥। তার মধ্যে থেকে বেরিয়ে আসা সত‍্যি অনেক কষ্টকর। গতকাল এক বড় ভাইয়া মেস থেকে বিদায় নিবে ( তাকে অনেক আগেই আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়েছিলো) সে আবার ঝাঁল মুড়ি খুব পছন্দ করে সেটা আমরা সবাই জানতাম। মেসে থাকলে ঝাঁল মুড়ি খায়নি তাদেরকে আর কী বলবো। সব সময় মেসে থাকার কমন খাবার ঝাঁল মুড়ি,নুডুলস,খিচুড়ি ডিম ভাজি এটা মানতেই হবে💯। তো আমরা সবাই প্রায় সময়ই এই ধরনের খাবারের আয়োজন করে থাকি তবে আজকের রেসিপির আইটেম একইই ছিলো কিন্তু কারনটা ছিলো স্পেশাল।


IMG_20220312_235936.jpg


Device : Redmi 10 prime
What's 3 Word Location :https://w3w.co/recaptures.lacing.waking

ঐ বড় ভাইয়াই বললো কাল আমি চলে যাবো আজকে রাতে একটু ঝাঁল মুড়ি খাওয়া হলে কেমন হয়? আমরা সবাই তার কথার সাথে সহমত প্রকাশ করলাম। আর দেরি না করে এক ছোট ভাইয়ার কাছে সকল প্রয়োজনীয় জিনিস কেনার জন‍্য টাকা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে ঐ ছোট ভাইয়াটা আনুষঙ্গিক সব কিছু নিয়ে চলে আসলো। একটি রুমে মেসের সকল বর্ডার একত্রহয়ে বসে পরলাম। কোন এক সময় ঐ বড় ভাইয়াটা এক পর্যায়ে সালাম বিনিময়ের মধ্যে দিয়ে বিদায় নিলেন। এখন শুধু ঝাঁল মুড়ি খাওয়ার পালা। প্রতিটি মেসে এমন কিছু ছেলে থাকে যে মেয়েদের সকল রান্নার কাজ পারে। একটা ছোট ভাইয়া আছে সে আবার এই ধরনের কাজে খুব পারদর্শিতা। তাকেই সব কিছু বুঝিয়ে দেওয়া হলো।

ঝাঁল-মুড়ির জন‍্য প্রয়োজনীয় উপকরন


  • মুড়ি
  • চানাচুর
  • মুড়ি মাখানোর মসলা
  • ছোলা
  • পেঁয়াজ
  • মরিচ
  • ধুনেপাতা
  • সরিষা তেল

কাজের ধারা


IMG_20220313_000022.jpg

IMG_20220313_000033.jpg

IMG_20220313_000009.jpg

  • ধাঁপ-০১ঃ
  • প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিয়েছি। এরপর পেঁয়াজ এবং কাচা মরিচ কুচি করে কেটে নিয়েছি সঙ্গে ধুনেপাতা কেটে আলাদা পাত্রে রেখে দিয়েছি। তারপর...

IMG_20220313_000106.jpg

IMG_20220313_000139.jpg

  • ধাঁপ-০২ঃ
  • পেঁয়াজ,কাচা মরিচ,ধুনেপাতা কেটে নেওয়া সকল কিছু একটি পাত্রে রেখে পরিমানমতো সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি হবে। তারপর...

IMG_20220313_000159.jpg

IMG_20220313_000248.jpg

IMG_20220313_000221.jpg

  • ধাঁপ-০৩ঃ
  • সরিষা তেল দিয়ে মাখানো পেঁয়াজ,মরিচ,ধুনেপাতার মধ্যে চানাচুর ঠেলে দিয়ে আরেকটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর...

IMG_20220313_000311.jpg

IMG_20220313_000326.jpg

IMG_20220313_000357.jpg

  • ধাঁপ-০৪ঃ
  • এবার ঝাঁল-মুড়ির মধ্যে পরিমান মতো ছোলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর...

IMG_20220313_000439.jpg

IMG_20220313_000549.jpg

IMG_20220313_000506.jpg

  • শেষধাঁপ
  • সকল মাখিয়ে নেওয়া মসলার মধ্যে মুড়ি ঠেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার প‍্যাকের মসলা দিয়ে আবারো ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

এভাবেই তৈরি হয়ে গেলো আমাদের সুস্বাদু ঝাঁল-মুড়ি।

  • তো এই ছিলো আমার মেসের সবাইকে নিয়ে ঝাঁল মুড়ি খাওয়ার অনূভুতি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার অনূভুতি শেয়ার করবেন। ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেসের সবাইকে নিয়ে ঝাঁল মুড়ি খাওয়ার অনূভুতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে আপনার এই অনুভূতি দেখে আমারও ম্যাচ লাইফের কথা মনে পড়ে গেল। আমরাও সবাই মিলে অনেক মজা করতাম। সবার সাথে ভাগাভাগি করে খাবার খাওয়ার মজাই আলাদা। সেই দিন গুলো অনেক সুন্দর ছিল। আপনার সেই সুন্দর মুহূর্ত গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন‍্য

ভাইয়া মেসের সবাইকে নিলে মুড়ি মাখা খাইলেন আমাদেরও ডাকতেন। ভাইয়া মনে পড়ে গেল সেই মুড়ি মাখার কথা। ঘটে যাওয়া কথা না বলি। তবে আপনার মুড়ি মাখার প্রক্রিয়াগুলো অনেক ভালো লাগলো। পানি চলে আসলো জীবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

সুগঠিত মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য ধন্যবাদ

সবাই একসাথে মিলে কোন কিছু খাওয়ার মজাই আলাদা। মনে এক ধরনের আলাদা অনুভূতি জাগে। আপনার মুড়ি মাখা দেখে আমার খেতে অনেক ইচ্ছে করতেছে। আপনি আপনার মেসের সবাইকে নিয়ে যেভাবে মুড়ি মাখা খাওয়ার আয়োজন করেছেন তা দেখে আমারও ইচ্ছে করছে আপনাদের সাথে জয়েন হওয়ার। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

ধন্যবাদ আপনাকে

মুড়ি মাখা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি যেভাবে যত্ন করে মুরগিগুলোকে মাখালেন দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মুড়ি মাখায় ধনিয়া পাতা কুচি দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুন হয়েছে বলে মনে হচ্ছে। আপনি আপনার মেসের সকল সদস্যকে নিয়ে মুড়ি মাখা গুলো খেয়ে আনন্দ উপভোগ করেছেন, তা আপনার পোষ্টের মাধ্যমে বুঝতে পারছি। আর এই ঝাল মুড়ি খাওয়ার অনুভূতিটুকু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্যটি একবার দেখে নিবেন প্লিজ। ধন্যবাদ

আসলে সবাই মিলে কোন কিছু খাওয়া মজাই আলাদা।আর যদি হয় মেসের মানুষ অথাৎ বন্ধু তাহলে তো কোন কথাই নাই। মুড়ি মাখাটা মনে হচ্ছে অনেক মজার হয়েছে।আমি মুড়ি মাখলে পেয়াজ ছাড়া বানাই। যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

দিলেন তো মনে করে দেই অতীত। আমার জীবনেও ঠিক এইরকম বহু অভিজ্ঞতা আছে ভাই ।

জ্বী ভাইয়া এ রকমের অভিজ্ঞতা আমাদের প্রায় সবার জীবনেই আছে বলতে গেলে। ধন্যবাদ আপনাকে আপনার অনূভুতি কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য। ভালোবাসা অবিরাম ভাইয়া💯🥰।

মেসের সবাইকে নিয়ে আপনি দারুন একটি সময় উপভোগ করেছেন। আসলে এভাবে সবাই একসাথে কোন কিছু খেলে খুব ভালো লাগে মনে হয়। আর মুড়ি মাখা এভাবে একসাথে খেলে কি মজাটাই না হয় সেটা আমি হয়তো বুঝতে পারছি না তবে দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব আনন্দ করেছেন। মুড়ি পার্টি উপলক্ষে আপনি আপনার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভালো মন্তব্যের জন‍্য

ভাই মুড়ি মাখানো দেখে তো লোভ লেগে গেলো মন চাচ্ছে এখনই আপনাদের মাঝে হাজির হয়ে যাই। তবে বেশ ভালো আপনারা সবাই একসাথে মিলে মুড়ি মাখানো খেয়েছেন, একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। খুবই চমৎকার এবং অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন দেখে বুঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনাদের এই আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

জ্বী আপনি ঠিকই বলেছেন অনেক মজা করেছিলাম।

সত্যি কথা বলতে ভাইয়া একসাথে সবাইকে নিয়ে কিছু খাওয়ার মজাই আলাদা। মুড়ি মাখা আমারও খেতে অনেক ভালো লাগে। আপনি আপনার মেসের সবাই কে নিয়ে মুড়ি মাখা গুলো অনেক আনন্দের সাথে খেয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন‍্য

ছোট বেলার অনুভূতি গুলো আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপনি ঠিকই বলেছেন ভাই মেচে থাকলে গ্রামের বাড়ি ছেলেবেলার বন্ধু বান্ধব এদের কে খুব বেশি মিস হয় এবং ম্যাচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ আসে এবং একেকজনের মন মানসিকতা একেক রকম। এবং কি মনের মত বন্ধু পাওয়াটা খুব কষ্টকর হয়। তবে সবাই যখন আনন্দঘন মুহূর্ত কোনো কিছু খাওয়ার উদ্যোগ নেয় তখন আনন্দটা আরো বেশি বেড়ে যায়। আপনার ঝাল মুড়ি খাওয়ার মুহূর্তটি অসাধারণ ছিল, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনি আমার পোস্টটি পরে সুন্দর মন্তব্য করেছেন এজন্য অনেক ভালো লাগছে। ধন্যবাদ

ঝাঁল মুড়ি খেতে আমার অসাধারণ লাগে।আপনারা দারুণ সময় কাটিয়েছেন ভাইয়া।ঝাল মুড়ি দেখেই লোভ লেগে গেল, যদিও আমি কখনো এই লাইফে থাকি নি।যাইহোক আপনাদের অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

ভাই আপনার অনুভূতি গুলো জেনে খুবই ভালো লাগলো। আসলে মেসে থাকার ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে বলে আমি মনে করি। তবে একটা জিনিস বন্ধুদের সাথে যদি আলাদা সময় কাটানো যায় সেটা সত্যি অনেক ভালো লাগে। আর ব্যাচেলর দের কমন খাবারগুলোই আজকে আপনি উল্লেখ করেছেন। আপনাদের ঝাল মুড়ি খাওয়ার অভিজ্ঞতা এটি বেশ ভালো লাগলো।
শুভকামনা রইল আপনার জন্য প্রিয় ভাই আমার।

ধন্যবাদ ভাইয়া অনেক ভালো মন্তব্য করার জন‍্য। শুভকামনা আপনার জন‍্যেও

এক সাথে অনেকজন মিলে কিছু খাওয়ার মজাই আলাদা। অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আর এক সাথে খাইতে বসলে খাবার এর টেস্ট ও মনে হয় অনেক গুনে বেড়ে যায়। খুব ভালো লাগে আমার কাছে। আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো। সত্যি অসাধারন। শুভেচ্ছা রইলো।

আপনার কথার সাথে সহমত প্রকাশ করছি ভাইয়া। ধন্যবাদ

মেসের সবাই মিলে আপনারা যেভাবে ঝাল মুড়ি রেসিপি তৈরি করে খেলেন এই মুহূর্তটি সত্যি দারুন ছিল এবং এই রেসিপিটা দেখে লোভ সামলানো মুশকিল ছিল। এই রেসিপিটা সত্যি অনেক চমৎকার মাঝে মধ্যেই আমরা বন্ধুরা মিলে এই রেসিপিটা খেয়ে থাকি। সব মিলিয়ে আপনি দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঝাঁল মুড়ি এমন একটা খাবার যেটা যত মানুষ বেশি হবে ততই মজা হয়। কারণ একসাথে অনেক জন ঝাঁল মুড়ি খেতে বসে তখন মজাটাই একটু বেশি পাওয়া যায়। অনেক ধন্যবাদ ঝাঁল মুড়ি খাওয়ার অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের সাথে তুলে ধরার জন্য।

আপনাকে ধন্যবাদ

তেতুলের মতোই ও জালমুরি দেখলেই মুখে পানি চলে আসে। আসলে জালমুরি আমার খুবই প্রিয়। এটা সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আজকে আপনার জাল মুড়ি খাওয়ার মুহূর্ত আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই মজার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বানানের প্রতি একটু নজর রাখবেন। ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

এই মূহুর্তটা একদাম বেস্ট, সবাই মিলে মুড়ি মাখা খাওয়ার যে আনন্দ এই মূহুর্তের কোনো তুলনা হয় না, আমরা বন্ধুরা মিলে প্রায় এমন মুড়ি পার্টি দেই, অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মুড়ি মাখা খাওয়ার অনুভূতি, অনেক সুন্দর করে পোস্টি গুছিয়ে উপস্থাপনা করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনাকে

দিলেনতো মেসের কথা মনে করিয়ে। যখন ম্যাচ লাইফ এ ছিলাম তখন এভাবে আমরা অনেক খেয়েছি। অনেক মজা লাগতো আপনার পোস্টটা দেখে আবার সে অতীতের কথা মনে পড়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য

কিচ্ছু করার নাই কাকা🤪। ধন্যবাদ সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

সবাই মিলে একসাথে ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা বিশেষ করে আমরা যখন মেসে ঝাল মুড়ি খেতাম তখন শেষ পর্যায়ে ঝাল মুড়ির শেষের অংশে ভাজা এবং মসলা বেশি থাকত আর সেটা খাওয়া নিয়ে প্রতিযোগিতা হতো। আপনার পোস্ট দেখে আমার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। আপনার কাটানো সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার কথার সাথে আমি ১০০% সহমত প্রকাশ করছি। এই লাষ্টের টুকু খাওয়ার লোকের অভাব হতো নাহ। ধন্যবাদ আপনাকে

আজকে আপনি আমার মেসের জীবনের কথা মনে করিয়ে দিলেন ভাইয়া। যখন আমি মেসে থাকতাম তখন এই ভাবে বন্ধুদের সাথে একসাথে মুড়ি মাখিয়ে খেতাম সত্যি অনুভূতিটা অন্য রকম ছিল। আর আপনার মুড়ি মাখানো দেখে তো আমার অনেক লোভ লেগে গিয়েছিল যদি এটা খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো হয়তো বা।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমরাতো পরিবারের সবাই মিলে একসাথে বসে জাল মুড়ি খাই। কিন্তু আপনি তো মেসে সবার সাথে খুবই মজা করে ঝাল মুড়ি খাওয়ার অনুভূতিটা আমাদের সাথে ভাগ করে নিলেন। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে এত সুন্দর ভাবে মুড়ি খেলেন। আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগলো। সবার সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

আসলে মেসে যারা থাকে তারাই এর মজা বা আনন্দ বুঝতে পারবে। তবে এই আনন্দের সাথে সাথেই কিছুটা কষ্ট তাদের উপভোগ করতে হয়। সব সময় একঘেয়ে খাবার খেতে কারোও ভালো লাগেনা।তবে ঝাল মুড়ি খেতে খারাপ লাগবে এটা মানা যায় না ।কারণ এটি অনেক মুখরোচক আর মজাদার ।আপনার আজকের এই পোস্টে সবাই মিলে একসাথে ঝাল মুড়ি খাওয়ার বিষয় টা পড়ে আমার খুবই ভালো লেগেছে ।সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।

জ্বী সত‍্যি অনেক মুখরোচক খাবার। ধন্যবাদ