DIY-"এসো নিজে করি" ||" রঙিন পেপারস্ দিয়ে ওয়ালমেট তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১৩ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211030_155338.jpg


ওয়ালমেট
Device : Realme 7


চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পেন্সিল

কাজের ধারা


20211030_215833.jpg

20211030_215905.jpg

20211030_220007.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে।তারপর একটি রঙিন পেপারস্ কেটে নিতে হবে এবং কাটা পেপারস্ থেকে একটি করে ঠুংআ করে নিতে হবে(তৃতীয় ছবি)। এভাবে ধাপে ধাপে প্রয়োজনমতো করে নিতে হবে। তারপর...

20211030_220026.jpg

20211030_220041.jpg

20211030_220129.jpg

  • ধাপ-০২ঃ
    প্রতিটা ঠুংআ আঠা দিয়ে লাগানো হয়ে গেলে এরপর একটা ঠুংআ আরেকটার সাথে জোড়া করতে হবে। এভাবে প্রতিটা ধাপ সম্পূর্ণ করা হলে এবার সবগুলো একসঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর...

20211030_220225.jpg

20211030_220256.jpg

20211030_220357.jpg

  • ধাপ-০৩ঃ
    এবার অন‍্য একটা রঙের কাগজ কেটে নিয়ে দুইটি ঠুংআ তৈরি করে দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর...

20211030_220448.jpg

20211030_220506.jpg

  • ধাপ-০৪ঃ
    এবার হলুদ রঙের একটি কাগজ কেটে আরেকটি ঠুংআ তৈরি করে নীল রঙের ঠুংআর সাথে আঠা দিয়ে লাগাতে হবে। তারপর...

20211030_220522.jpg

20211030_220536.jpg

  • ধাপ-০৫ঃ
    আরেকটা কালো রঙের ঠুংআ বানিয়ে মাঝখানের হলুদ রঙের ঠুংআর সাথে আঠা দিয়ে লাগাতে হবে।তারপর...

20211030_220555.jpg

20211030_220615.jpg

20211030_220650.jpg

  • ধাপ-০৬ঃ
    ওয়ালমেটটির মাঝের ফাকা অংশে তিন রঙের পেপারস্ গোল করে কেটে আঠা লাগিয়ে বসিয়ে দিতে হবে।

20211030_215814.jpg

20211030_215756.jpg

অবশেষে তৈরি হয়ে গেলো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ালমেট

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন একটি ওয়ালমেট বানাইছেন ভাই। অসাধারণ হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি। সাথে উপস্থাপনাও খুব সুন্দর হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ আপনাকে

খুবই সুন্দর হয়েছে।সেই সাথে বর্ণনা গুলোও খুব সুন্দর করে দিয়েছেন।জে কেউ চাইলে আপনার পোস্ট এর সহযোগিতা নিয়ে এ রকম প্রজেক্ট বানাতে পারে।🤟

ধন্যবাদ আপনাকে

ওয়ালম্যাট এর কালার কম্বিনেশন টা ছিল অসাধারণ ভাই। খুব সুন্দর হয়েছে। ঘরের দেয়াল সাদা হলে আপনার এই ওয়ালম্যাট টা খুব সুন্দর লাগবে।🙏🙏🙏🥰🥰🥰🥰❣️❣️❣️

ধন্যবাদ ভাইয়া

চমৎকার একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দিয়েছেন। যা কাগজ দিয়ে খুব সহজে তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে অসাধারণ এককথায় সিম্পল এর ওপর গর্জিয়াস। যার কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন‍্য

রঙিন পেপারস্ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ওয়ালমেট। দেখেই বুঝা যাচ্ছে আপনার ওয়ালমেট তৈরির দক্ষতা অনেক ভালো। নিত্য নতুন ওয়ালমেট দেখে আমি মুগ্ধ। উপস্থাপন গুলো চমৎকার ছিল।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন‍্য

রঙিন কাগজ দিয়ে অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই দেখতে খুবই ভাল লাগছে।দেয়ালে টানালে অনেক সুন্দর দেখাবে।ধাপ গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

অসাধারণ প্রতিভা, রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি নিখুঁত ভাবে ওয়ালমেট তৈরি করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন‍্য

বাহ আপনি রঙিন পেপার দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আর এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন‍্য

আপনার ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সময় নিয়ে কাজটি করেছেন৷ আপনার প্যারা লাইনগুলো ও মার্কডাউন ভালো হয়েছে। আপনার সব কিছুই ভালো হয়েছে। আপনার ফটোগ্রাফি ভালো হয়েছে।

আমিও একদিন বানানোর চেষ্টা করবো। আপনার পোস্টটি পড়ে ও ছবি দেখে শিখে নিয়েছি৷ আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশ করার জন‍্য

আপনি রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে ভাই। অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া

আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেট কিন্তু অসাধারণ হয়েছে । প্রতিটি ধাপ আপনি সুন্দর করে সম্পূর্ণ করেছেন। আপনার সৃজনশীলতা দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে ভালো লাগার জন‍্য

ভাইয়া আপনার তৈরীকৃত ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর হয়েছে। ওয়ালমেট তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কামনা রইল আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া

রঙিন পেপার দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন খুবই ভাল লাগল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ

অনেক সুন্দর ওয়ালম্যাট বানিয়েছেন ভাই। বেশ সহজ ভাবেই সুন্দর করে ওয়ালম্যাটটি বানানোর প্রক্রিয়াটি তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন‍্য ধন্যবাদ

বাহ! খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছেন দেখতে খুব সুন্দর লাগছে। আমার বাংলা ব্লগে সবাই সৃজনশীল আর্টিস্ট এ পরিণত হচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি ওয়ালমেট তৈরি করতে প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। ওয়ালমেট এর সাথে আপনার একটি সেলফি থাকলে আরো বেশি সুন্দর দেখাতো। আপনার জন্য শুভকামনা রইল অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

ওয়ালমেটের সুন্দর দেখার সাথে সেলফির কী সম্পর্ক। ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

ধন্যবাদ আপনাকে

এক কথায় জমকালো। আসলে আমার মন হচ্ছে আমার কাছে জটিল প্রসেস। প্রতিটা ধাপ দেখে সহজ লেগেছে। দেয়ালের সৌন্দর্য বর্ধনে অবশ্যই বেস্ট একটি উপাই এটি। আপনি আসলেই দারুন বানিয়েছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন‍্য

ভাইয়া আপনার ওয়ালমেট টি খুবি সুন্দর হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে এটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হবেন ধন্যবাদ।

ধন্যবাদ

আপনার আজকের তৈরি করা ওয়ালমেটটি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে যে জিনিষটা ভালো লেগেছে তা হলো আপনি রঙ্গীন কাগজ নির্বাচনে অনেক বেশি সচেতন যার কারণে ওয়ালমেটটি দেখতেই খুব ভালো লাগছে।

ধন্যবাদ নুসু আপু😀

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরিটি খূব চমৎকার হয়েছে।অীত সাধঅরন ভঅবে উপস্থাপনা করছেন ।সবে মিলে অনেক সুন্দর হয়েছে ।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

ভাইয়া,রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সবুজ রঙে কাগজের মধ্যে হলুদ কালার খুবই ভালো লাগছে।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল

ধন্যবাদ আপনাকে

চমৎকার হয়েছে ওয়ালমেট তৈরিটি।আপনি ধাপে ধাপে সব বর্ণনা করেছেন যা দেখে সহজেই শিখতে পারা যাবে। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি ওয়ালমেট টা। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন‍্য

এক কথায় অসম্ভব সুন্দর একটা ওয়ালমার্টে।আপনার নতুন ওয়ালমেট দেখে আমি মুগ্ধ। আপনি সৃজনশীলতা কাজ করেছে ভাইয়া। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ❤️

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মতামত প্রকাশ করার জন‍্য

ভাইয়া অসাধারন ভাবে তৈরি করেছেন আপনার ওয়ালমেটি। আপনার প্রতিটি ধাপের ফটোগ্রাফি এবং বর্ণনা সত্যি অসাধারণ হয়েছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার উপস্থাপন অসাধারণ ছিলো এক কথায় সব মিলিয়ে দারুণ। আপনার জন্য শুভ কামনা রইলো

জ্বী ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন‍্য

আপনারা ওয়ালমেটটা অসাধারণ হয়েছে ভাইয়া, আমার প্রতিটা স্টেপ খুব সুন্দর ভাবে করেছেন অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যান ভাইয়া।

ধন্যবাদ আপনাকে