DIY- এসো নিজে করি || রঙিন পেপারস্ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৪ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বসন্তকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন পেপারস্ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220309_185838.jpg


সুন্দর ওয়ালমেট
Device : Redmi 10 prime.

চলুন শুরু করা

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু-গান
  • কাঁচি

কাজের ধারা


IMG_20220309_185810.jpg

IMG_20220309_185758.jpg

IMG_20220309_185742.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। একটি পছন্দমতো রঙিন কাগজ নিয়ে তা কেটে নিতে হবে এবং তা মাইকের মতো করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।তারপর...

IMG_20220309_185732.jpg

IMG_20220309_185716.jpg

IMG_20220309_185705.jpg

  • ধাপ-০২ঃ
    একটি কাগজের তৈরি মাইকের সাথে আঠার সাহায্যে অন‍্যটি মাইক লাগিয়ে দিতে হবে। এভাবে ধাপে সম্পূর্ণ করে নিতে হবে।তারপর...

IMG_20220309_185648.jpg

IMG_20220309_185632.jpg

IMG_20220309_185620.jpg

  • ধাপ-০৩ঃ
    এবার অন‍্য একটি রঙিন কাগজ কেটে নিতে হবে এবং তা মাইকের মতো তৈরি করে নিতে হবে আঠার সাহায্যে।তারপর...

IMG_20220309_185603.jpg

IMG_20220309_191050.jpg

IMG_20220309_185536.jpg

  • ধাপ-০৪ঃ
    এরপর মাইকের সাথে একটু আঠা লাগিয়ে ওয়ালমেট করা যে কোন একটি মাইকের সাথে আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে দুই পাশে দুইটা এবং মাঝখানে একটি। তারপর...

IMG_20220309_185520.jpg

IMG_20220309_185510.jpg

IMG_20220309_185457.jpg

  • ধাপ-০৫ঃ
    এরকম আরেক টি মাইক তৈরি করে হালকা আঠার সাহায্যে মাঝখানের টার সাথে লাগিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220309_185446.jpg

IMG_20220309_185429.jpg

IMG_20220309_185353.jpg

IMG_20220309_185413.jpg

  • ধাপ-০৬ঃ
    একটি রঙিন কাগজ গোল করে কেটে নিয়ে আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে। গোল করা অংশ এবার ওয়ালমেটের মাঝখানে লাগিয়ে দিতে হবে।

  • অবশেষে তৈরি হয়ে গেল সুন্দর একটি ওয়ালমেট।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করছেন।ওয়ালমেটটি কালার কাগজ কমিনিকেশন অনেক সুন্দর।তৈরি করার ধাপ গুলো অনেক চমৎকার ভাবে তুলে ধরছেন।অনেক শুভ কামনা রইল।

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আপনার উপস্থাপন থেকে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

ভালো লেগেছে জেনে সত‍্যি অনেক খুশি আমি। আপনার জন‍্য শুভেচ্ছা রইল

রঙিন পেপার ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য ধন্যবাদ

ওয়াও ভাইয়া খুব দারুণ একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। দেখতে খুব কালারফুল লাগছে।খুব ধৈর্যের সঙ্গে আপনি অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে তৈরি এই ফুল টা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার কাছে খুবই ভালো লাগে । আপনি খুবই সুন্দর ভাবে এই ফুলটা তৈরি করেছেন। আর খুবই সুন্দর ভাবে তার উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন ভাই।আপনার বানানো এই ওয়ালম্যাট দারুন লেগেছে।এটি বানানোর পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আমার তৈরী ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপনি রঙ্গিন পেপার ব্যবহার করে আমাদের মাঝে সত্যিই দারুন একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার ওয়ালমেট টিতে রঙিন কাগজ ব্যবহার করায় দেখতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে এবং রঙিন কাগজ গুলোর গোলাকৃতির ভাজ দেওয়াতে ব্যাপারটি বেশ মানিয়েছে। সবমিলিয়ে চমৎকার একটা পোস্ট ছিল। ধন্যবাদ আপনাকে এমন কোয়ালিটিফুল একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন‍্য

এক কথায় অসাধারণ রংবে রঙের কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি যা ছিল বেশ চমৎকার, এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে আরও কয়েকগুণ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ব্যাপারটিকে বর্ণনা করার জন্য।

ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দেওয়ার কারনে বেশি ফুটেছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

ধন্যবাদ আপনাকে

বাহারি রঙের খুব সুন্দর একটি ওয়ালমেট দেখতেই অনেক ভালো। সত্যিই ভাই বেশ সৌখিন মানুষ আপনি। রঙিন কাগজ গুলো কে কিভাবে মিলিয়েছেন এবং আবার খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই এভাবেই চালিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

মাঝে মধ্যে একটু ট্রাই করি আর কী। ধন্যবাদ আপনাকে

এক কথায় অসাধারণ ভাই। আপনার ওয়ালমেট কি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটের প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন‍্য

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার করে একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেকগুলো সুন্দর সুন্দর রঙের কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করাতে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ওয়ালমেট তৈরির সবগুলি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

সুগঠিত মন্তব্যের জন‍্য ধন্যবাদ

বাহ,নানা রঙের কাগজ দিয়ে তৈরি diy টি খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ ভালোভাবে উপস্থাপন করেছেন।ভালো লাগলো দেখে ওয়ালমেটটি।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আমিও কয়েকদিন হলো শুরু করেছি এইরকম ওয়ালমেট তৈরি করা। অনেক সময় এবং ধৈর্য কাজ এগুলো। আপনি আপনার দক্ষতা দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন‍্য ধন্যবাদ