|| ইউটিউব ভিলেজে আমার প্রথমবার যাওয়ার অনুভূতি || ১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন‍্য।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১১ আশ্বিন | ১৪২৯ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ইউটিউব ভিলেজে আমার প্রথমবার যাওয়ার অনুভূতি সম্পর্কে উপস্থাপনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এবং ৫% @abb-school এর জন‍্য।


IMG_20220916_164247-01.jpeg


GridArt_20220921_135715699.jpg


চলুন শুরু করা



IMG_20220916_171451-01.jpeg

IMG_20220916_171435-01.jpeg


মেইন গেইট
Device : Redmi 10 prime.
What's 3 Word Location:
https://w3w.co/smart.finely.wardens

ঘুরতে প্রিয় মানুষ কখনও এক জায়গাতেই স্থির থাকতে পারে না। আমি সময় সুযোগ পেলেই বাইক নিয়ে ঘুরতে বেরোই। পড়াশুনার কারনে গ্রামের বাইরে থাকার কারনে আমার তেমণ একটা ঘোরা হয়ে ওঠেনি। তো অনেক দিন হলো তেমন একটা ভ্রমন করা হয় না। আমাদের দুই গ্রাম পরেই একটি গ্রাম আছে সেখানে অনেক মানুষ ঘুরতে আসে দুর দুরান্ত থেকে শুনেছি অনেক বার গ্রামটার নাম। তো কিছুদিন আগে একটু ঘুরতে মন চাচ্ছিলো তাই মোটরবাইক নিয়ে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পরলাম কাঙ্ক্ষিত সেই ইউটিউব ভিলেজ দেখতে। ইউটিউব ভিলেজ নামটি সম্ভবত সেই গ্রামের একজন শিক্ষক আছেন যিনি একটি চ‍্যানেল খুলে ওই গ্রামের হারিয়ে যাওয়া সব কিছু রিভিউ দিয়ে থাকেন ইউটিউবে। স্থানটির নাম : শিমুলিয়া। শুনেছিলাম শুক্রবারে অনেক দুরদুরান্ত থেকে পর্যটকদের আগমণ ঘটে থাকে তাই আমিও শুক্রবারে পার্কটিতে ভ্রমণকারী হিসেবে প্রথম অবস্থান করি। সেখানে যেতে না যেতেই দেখতে পাই বিশাল এক গাড়ির গ‍্যারেজ দেখেই বুঝতে পারলাম আমি সঠিক সময়ই এসেছি। তো আমি আমার গাড়িটি মোটর গ‍্যারেজে রেখে দুইটি টিকিট ক্রয় করি। মুলত অনেক আগে পার্কটির ভিতরে প্রবেশ করতে টিকিট সংগ্রহ করা লাগতো না তবে টেলিভিশনে নিউজ হওয়ার পরেই প্রচুর লোকের সমাগম ঘটে দিনকে দিন ঠীক তখনই টিকিটের সিস্টেম করে থাকে তারা।


IMG_20220916_163907-01.jpeg

IMG_20220916_163939-01.jpeg


Device : Redmi 10 prime.
What's 3 Word Location:
https://w3w.co/smart.finely.wardens

প্রথমত ১০ টাকা টিকিট বিক্রি করার পর ধীরে ধীরে এখন ৩০ টাকাতে টিকিটের মূল্য পৌছায়। যাইহোক টিকিট ক্রয় করার শেষে ভিতরে প্রবেশ করেই দেখতে পাই খুবই সুন্দর একটি জায়গা বা পার্কটি পরিবারের সাথে সময় দেওয়ার খুব ভালো একটি পার্ক। গেইট অতিক্রম করেই দেখতে পাওয়া যায় একটি কৃত্রিম ঝর্না। ঝর্নাটি দেখতে ভীষণ সুন্দর এবং ঝর্নার চারিদিকে মাছের মুখ থেকে পানি পরার দৃশ‍্যটি বেশ ভালো লেগেছে আমার কাছে। একটু দুরেই প্রবেশ করতে পার্কটির ভিতরে সুন্দর করে ইউটিউব ভিলেজ লিখে রেখেছে। চারিদিকে সবুজ ঘাস এবং ফুলের সৌন্দর্যতা খুব আকৃষ্ট করে রিতিমতো। পার্কটির ভিতরে দেখার মতো ছোটদের হরেক রকমের খেললা এবং সুন্দর সময় কাটানোর জায়গা করে রেখেছে। বিভিন্ন ধরনের মাছের উপস্থিতি দেখতে পাওয়া যায় এবং কচ্ছপ ও কুচে পর্যটকদের আকৃষ্ট করার জন‍্য রেখে দিয়েছে।


IMG_20220916_164326-01.jpeg

IMG_20220916_164618-01.jpeg

IMG_20220916_165157-01.jpeg

IMG_20220916_164528-01.jpeg

IMG_20220916_164453-01.jpeg

IMG_20220916_164432-01.jpeg


Device : Redmi 10 prime.
What's 3 Word Location:
https://w3w.co/smart.finely.wardens

ছোটবাচ্চাদের খুব সুন্দর সময় উপভোগ করার জন‍্য পার্কটির ভিতরে সুন্দর সুন্দর কিছু পশু-পাখির কৃত্রিমতা ফুটিয়ে রেখেছে। ট্রেনে করে ঘুরে বেড়ানোর জন‍্য রেললাইন করে রেখেছে এবং দোলনায় দোল খাওয়া ও আড্ডা দেওয়ার জায়গাটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে পার্কটিতে।


IMG_20220916_165304-01.jpeg

IMG_20220916_165236-01.jpeg

IMG_20220916_165006-01.jpeg

IMG_20220916_164744-01.jpeg

IMG_20220916_164901-01.jpeg


Device : Redmi 10 prime.
What's 3 Word Location:
https://w3w.co/smart.finely.wardens

সুন্দর সবুজে ঘেরা পুকুর এবং পুকুরের মধ্যে বৈঠক যা আমাকে খুব আকৃষ্ট করেছে।


IMG_20220916_164804-01.jpeg

IMG_20220916_164733-01.jpeg


Device : Redmi 10 prime.
What's 3 Word Location:
https://w3w.co/smart.finely.wardens

এ পাশে অনেক বড় একটি পুকুর এবং পুকুরের ও পারে ইউটিউব ভিলেজ কে ফুটিয়ে তুলতে ছোট ছোট গাছের চারা লাগিয়ে সুন্দর ভাবে দৃশ্যমান করে রেখেছে যা অনেক সুন্দর ছিলো। তবে এখনো পার্ক কার্যক্রম চলমান রয়েছে। সম্পূর্ণ ভাবে অন‍্য একদিন আপনাদের মাঝে পুরো ইউটিউব ভিলেজ পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজ এ পর্যন্তই।


ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ইউটিউব ভিলেজ সম্পর্কে টিভিতে দেখেছি। এছাড়া তাদের youtube চ্যানেলে এর ভিডিও দেখেছি। এই ভিলেজটা সত্যি অনেক ভালো লেগেছে। জানিনা কখনো সেখানে যাওয়ার সুযোগ হবে কিনা। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখতে পেলাম। আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া।

ইউটিউব ভিলেজের নাম খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে চারিদিকে। যাইহোক ভাই ভালো ছিল আপনার ভ্রমণটি। আমি এখন পযর্ন্ত যায়নি তবে আপনাদের পোস্ট থেকে দেখতে পেলাম নতুন আঙ্গিকে সাজানো হয়েছে জায়গাটিকে। বেশ চমৎকার লাগছে। অনেক সুন্দর ভ্রমণ করেছেন জায়গাটাই।। একটা ইউটিউব চ‍্যানেলকে কেন্দ্র করে গ্রামের চেহারা টাই পাল্টে গেছে।।

ভাইয়া আমি এর আগে ইউটিউব ভিলেজ সম্পর্কে কোথাও দেখিনি। এত চমৎকার পার্ক দেখে ইচ্ছে করছে আমিও যাই সেখানে। এখানকার পরিবেশ নিশ্চয় অনেক সুন্দর তাই ১০ টাকা টিকিট এখন ৩০ টাকায় পৌঁছেছে। আপনি বাইকে করে গিয়ে সেখানে বেশ খানিকটা সময় আনন্দে কাটিয়েছেন বুঝাই যাচ্ছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

ইউটিউব ভিলেজ নামটা খুবই পরিচিত এটা দেখতেও বেস সুন্দর নাম করা একটি গ্রাম অনেক আগে গিয়েছিলাম ভালো লেগেছিল আবার যাব।

ইউটিউব ভিলেজে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আপনি। আসলে ইউটিউব ভিলেজে ভিতরে যায়গা গুলো দেখতে বেশ সুন্দর । আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দ উপভোগ করছেন আপনি। ধন্যবাদ শেয়ার করার জন্য।