কোভিড ১৯ এর মধ্যে অনলাইন ক্লাস:(Online class in Covid 19).

in hive-129948 •  3 years ago 

আজ - ২৫শে শ্রাবণ| ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |



আসসালামু আলাইকুম,আমি রফিকুল ইসলাম, আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কোভিড ১৯ এর মধ্যে অনলাইন ক্লাস এর বিষয়ে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করা যাক

ক্লাস আমাদের অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তুু করোনাভাইরাস এর জন‍্য কলেজে ক্লাস করা বন্ধ হয়ে যায়,শুধু আমাদেরই না দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।প্রায় ২থেকে ৩ বছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও যখন করোনাভাইরাস মহামারি আগের থেকে আরো বাড়তে থাকে তখন আমাদের কারিগরি শিক্ষাবোর্ড এবং শিক্ষামন্ত্রণালয়ের থেকে নোটিশ আসে অনলাইনে ক্লাস নেওয়ার জন‍্য। অবশেষে ক্লাস শুরু হয়।



20210809_090336.jpg



20210809_090444.jpg

ক্লাস করার দৃশ্য

শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই ক্লাস হয়।প্রতিদিন ক্লাস হয় ২টা বিষয়ের উপরে,প্রতিদিন ক্লাসের সময় ৩টা থেকে ৫টা পযর্ন্ত।সপ্তাহে মোট ৭টা বিষয়ের উপর ক্লাস হয়।



20210809_144402.jpg



20210809_145034.jpg
বিষয় সমুহ

প্রতিটি বিষয়ে কলেজ শিক্ষক-শিক্ষিকা যার যার বিষয়ের উপরে পড়া এবং লেখা জারি করে।আবার পরবর্তী ক্লাসে সেই বিষয়ে পড়া এবং লেখা দেখাতে হয়।পড়া ও লেখা অনলাইন ভাবে জমা নেওয়ার পর, নাম পেজেন্ট(উপস্থিত লিপিবদ্ধ )করা হয়।তারপর আবার পরবর্তী দিনের জন‍্য পড়া এবং লেখা জারি করা হয়।



20210809_143728.jpg
অনলাইনের জন‍্য লেখা

অতঃপর ক্লাস শেষ করা হয়। এভাবেই প্রতিদিন ক্লাস শুরু ও শেষ হয়।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনলাইন ক্লাস করা বেশ কষ্ট কর একটা বিষয়। আমি নিজেও প্রতিদিন তিন ঘন্টা করে অনলাইনে ক্লাস করি।
ভালো লিখেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপনাকে,সত‍্যিই খুব কষ্টকর।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমরা বাইরে যেতে পারি না। এজন্য সবাইকে সর্তকতা অবলম্বন করে চলতে হচ্ছে। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে।

ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে।