আমার আজকের ব‍্যস্তদিনের গল্প:(The story of my busy day today)||10% beneficiaries @shy-fox. ||♥

in hive-129948 •  3 years ago 

আজ - ১১ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ।বৃহস্পতিবার | শরৎকাল |



আসসালামু আলাইকুম,আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার একটি ব‍্যস্তদিনের গল্প বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করি

আমি ভোর সকালে ঘুম থেকে জেগে উঠি এবং ব্রাশ করে হাতমুখ ধৌত করে খাবার শেষ করে রেডি হই কুষ্টিয়াতে যাওয়ার জন‍্য।অতঃপর আমি বাসা থেকে রওনা দেই এবং আমাদের বাজারে গিয়ে পৌঁছলাম।হঠাৎ আমার বন্ধুরা সবাই কেরাম খেলতে বলে।



20210825_233248.jpg



20210825_233550.jpg


কেরাম বোর্ড খেলা.
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/myth.declared.violist

বাজারে আমরা কেরাম বোর্ড খেলি।আমি এবং আকাশ,রাসেল,রাজু একসঙ্গে খেরাম বোর্ড খেলা শুরু করি।আমি দুই গেমস কেরাম খেলা শেষ করে অটোতে উঠি কুষ্টিয়ায় যাওয়ার জন‍্য।প্রায় আধা ঘন্টা অটোতে বসে থাকার পর অটোর সিট পূর্ণ হয় তখন অটোআলা মামা আমাদের নিয়ে পারি জমায় কুমারখালীর উদ্দেশ্যে।তারপর...



20210826_004513.jpg



20210826_000559.jpg


সিএনজিতে যাওয়ার দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/deerskin.windproof.bonfire

কুমারখালীতে যাওয়ার পর আমি সিএনজিতে চড়ে বসি আমার গন্তব্যস্থলে পৌছানোর উদ্দেশ্যে।সিএনজি আর অটোর মতো সময় নিল না সঙ্গে সঙ্গে গাড়িচালক আপন গতিতে তার সিএনজি চালাচ্ছিল।প্রায় ২০মিনিট পর আমি মোল্লাতেঘরিয়া পৌছালাম।তারপর...



20210825_234434.jpg



20210825_234234.jpg


শহর
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/precluding.pleasuring.truckload

দীর্ঘপ্রতিক্ষার পর আমি কুষ্টিয়ার থানা মোড় বা বক চত্তর আসলাম। থানা মোড়ের ফুলের দোকানিতে গিয়ে কিছু ফুল ক্রয় করলাম।এবং লোকডাউন এর মধ্যে সকল দোকান ও দোকানদারদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না।জনমানব শুন‍্য এই রাস্তা দেখা এইটাই উপলব্দি করা যাচ্ছে।



20210825_234152.jpg


হযরত শাহ্ জালাল ইসলামী ব‍্যাংকের দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/grimacing.scanning.foliage

তারপর আমি হযরত শাহ্জালাল ইসলামী ব‍্যাংক এ প্রবেশ করলাম।ব‍্যাংকে প্রবেশ করার পর দেখি সবাই টাকা তোলার জন‍্য দাঁড়িয়ে আছে।
আমার সিরিয়াল আসার পর....

  • ব‍্যাংক কর্মকর্তার সাথে কথোপকথন

আমি:স‍্যার,আমার চেকটা যদি শো করতেন?
স‍্যার:আপনি কী টিটিসি(টেকনিক‍্যাল ট্রেনিং সেন্টার)থেকে আসছেন?
আমি:জ্বী স‍্যার.
স‍্যার:আপনার টাকার সংখ‍্যাটা বসাবেন,সই করবেন,আমি সই দিবো তারপর "নগদ প্রদান"ওইখান চেকটা শো করলে টাকা পেয়ে যাবেন।
আমি:জ্বী,স‍্যার।ধন‍্যবাদ আপনাকে।



20210825_234312.jpg



20210825_234212.jpg


রাস্তার পাশের দোকান ও ভ‍্যানে গাছ
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/honking.fatherland.objection

রাস্তার পাশে দোকান দিয়ে বসা মামাদের কাছ থেকে আমার ভাগ্নের জন‍্য কিছু কাপর কিনি।ওই খান থেকে একটি ছবি তুলি।
তারপর ব‍্যাংকের কাজ শেষ করার পর আমি বাইরে একটি চারা গাছ ভ‍্যানে করে বসে আছে এক মামা।মামার কাছে যাই এবং ঔইখান থেকে একটি চারা গাছ ক্রয় করি।



20210825_234256.jpg



20210825_234331.jpg



20210825_234350.jpg


ফুচকা,চপ,সিঙ্গারা,আখের রস্ স্ট্রীটফুড
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/spooky.worthy.checking

তারপর আমি রাস্তার পাশের দোকান থেকে ফুচকা, আলুর চপ,আলুর সিঙ্গারা স্ট্রীটফুড খাবার খাই।রাস্তার পাশে দোকান খোলামেলা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবুও আমার কাছে কেন জানি ভাল লাগে। আখের রস ক্ষেতে খুব মজা লাগে এটি মেশিনের মধ্যে দিয়ে মারাই করে তরল রস্ আকারে বেরিয়ে আসে।যা খেতে খুবই সুস্বাদু। অতঃপর আমি আমার খাবার খাওয়া শেষ করি।



20210825_233913.jpg



20210825_234023.jpg


গরুর বাজারের ক্রেতা.
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/emancipate.retrial.classwork

আমি বাড়ির পথে রওনা দিলাম আবার সিএনজি করে কিছু দুর এসে আমি দেখতে পাই গরুর হাটবাজার বসেছে রাস্তার কোল ঘেসে।ক্রেতা সবাই গরু দামদর করছে।প্রথম ছবিতে একজন গরু ক্রেতা গরু পছন্দ করে অভিভাবক এর কাছে ফোন দিয়ে শুনছে কেমন কি করবে।



20210825_234000.jpg



20210825_233936.jpg


গরু নছিমন গাড়িতে উঠানো হচ্ছে
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/strongly.chariot.agreeing

গরু কেনার পর একটা নছিমন গাড়িতে উঠানো হয়।নছিমনে করে বাড়িতে রওনা দিবে এবং গরু বিক্রেতা গরু বিক্রি করে নিজেই গাড়িতে উঠিয়ে দেয়।এবং গরু সব কিছু ঠিক থাকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।



20210825_234107.jpg



20210825_234128.jpg


সেতু এবং রেললাইন
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/juxtaposes.rewarding.horticultural

তারপর আমি সিএনজি করে মীর মোশারফ হোসেন সেতুের উপরে যাই এবং পাশ দিয়ে আরেকটা রেল লাইনের একটি সুন্দর ছবি তুলি। রেল লাইনে প্রায় সময়ই ট্রেন চলতে দেখা যায়। তারপর আমি বাসায় উদ্দেশ্য রওনা দিলাম।



20210825_234454.jpg



20210826_093619.jpg


কফিও রাতের চাঁদ
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/joined.dreading.healthier

অতঃপর আমি বাসায় ফিরে আসি এবং একটু রেস্ট নিয়ে গসল খাওয়া দাওয়া শেষ করে আমি বাহাদুরপুর আবু হেনা পার্ক এ যাই এবং কফি মামার দোকান থেকে কফি মামা নিয়ে খাওয়া শেষ করি এবং সুন্দর একটি চাঁদ দেখার অনূভুতিটাই আলাদা তার সঙ্গে যদি কফি থাকে মজাটাই আলাদা।
তারপর আমি বাসায় ফিরে আসি।

  • ব‍্যস্তদিন থেকে নিজের অভিজ্ঞতা

আমি আমার ব‍্যস্তদিনে অনেক কিছুর সম্মুখীন হই এবং অনেক অভিজ্ঞতা অর্জন করি।জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই এবং বাধা থেকে কি ভাবে বের হতে হয় তা বাস্তব জীবন শিখিয়ে দেয়।

স্পেশালি ধন্যবাদ জানাতে চাই.

সুন্দর একটি কমিউনিটি তৈরি করার জন্য @rme দাদাকে এবং তার সাথে সুন্দর একটি দাতা হিসেবে @shy-fox কে তৈরি করার জন্য। তারপরেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই @amarbanglablog @photoman @blacks @royalmacro এবং সকল মডারেটর এডমিন এবং অ্যাক্টিভ মেম্বারদের কে।।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!