প্রতিটি ঋতুতে সহজাত ভাবে প্রকৃতি যে সমস্ত শাক সবজি, ফল আমাদের উপহার দেয় সেগুলি প্রত্যেকটি স্বাস্থ্যসম্মত ভাবে তৈরী হয়। নির্দিষ্ট ঋতুতে উৎপাদিত ফসলের স্বাদ যেমন ভালো হয় তেমনি সেই সময়ে শরীরে জন্য প্রয়োজনীয় উপাদানগুলি সেগুলিতে থাকতে পারে। তাই রোগমুক্ত এবং তরতাজা থাকতে মরশুমি ফল এবং শাকসবজি আমাদের খাদ্যতালিকাতে অপরিহার্য।
শীতকালে আমাদের শরীরে ভিটামিন ‘সি’ যুক্ত খাবারের চাহিদা বেশী হয়। আসুন নিম্নের শীতকালীন সবজি গুলির একটি তালিকা থেকে তার খাদ্যগুণ সম্বন্ধে জেনে নিই।
গাজর
গাজর ভিটামিন এ, বি, বি 2, বি 3, সি, ডি, ই এবং কে ভিটামিন এবং পুষ্টির অন্যতম উৎস গাজর। অন্য ফল ও সব্জির তুলনায় গাজরে ক্যারোটিনের পরিমাণ সবচেয়ে বেশী।
গাজরের উপকারিতা
ত্বকের ঔজ্জ্বল্য ও মসৃণতা বজায় রাখে, চুলের স্বাস্থ্য ও নখ ভাল রাখে।
গাজরের ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করে, রাতকানা রোগ প্রতিরোধ করে।
ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে গাজর।
শরীরের বাড়তি মেদ রাতে গাজরের ভূমিকা অনবদ্য
Bangla Blog
লাইফ স্টাইল
শীতকাল!! মরশুমি সবজি এবং ফলে কিভাবে তরতাজা, রোগমুক্ত রাখবেন নিজেকে?
বাংলাব্লগ.ইন নিজস্ব প্রতিবেদন · NOVEMBER 17, 2018
FacebookTwitterShare
প্রতিটি ঋতুতে সহজাত ভাবে প্রকৃতি যে সমস্ত শাক সবজি, ফল আমাদের উপহার দেয় সেগুলি প্রত্যেকটি স্বাস্থ্যসম্মত ভাবে তৈরী হয়। নির্দিষ্ট ঋতুতে উৎপাদিত ফসলের স্বাদ যেমন ভালো হয় তেমনি সেই সময়ে শরীরে জন্য প্রয়োজনীয় উপাদানগুলি সেগুলিতে থাকতে পারে। তাই রোগমুক্ত এবং তরতাজা থাকতে মরশুমি ফল এবং শাকসবজি আমাদের খাদ্যতালিকাতে অপরিহার্য।
প্রতীকী চিত্র
শীতকালে আমাদের শরীরে ভিটামিন ‘সি’ যুক্ত খাবারের চাহিদা বেশী হয়। আসুন নিম্নের শীতকালীন সবজি গুলির একটি তালিকা থেকে তার খাদ্যগুণ সম্বন্ধে জেনে নিই।
গাজর
গাজর ভিটামিন এ, বি, বি 2, বি 3, সি, ডি, ই এবং কে ভিটামিন এবং পুষ্টির অন্যতম উৎস গাজর। অন্য ফল ও সব্জির তুলনায় গাজরে ক্যারোটিনের পরিমাণ সবচেয়ে বেশী।
গাজরের উপকারিতা
ত্বকের ঔজ্জ্বল্য ও মসৃণতা বজায় রাখে, চুলের স্বাস্থ্য ও নখ ভাল রাখে।
গাজরের ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করে, রাতকানা রোগ প্রতিরোধ করে।
ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে গাজর।
শরীরের বাড়তি মেদ ঝরাতে গাজরের ভূমিকা অনবদ্য।
ওলকপি / শালগম
এটি শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি স্বাদে মিষ্ট শ্বেতসার(starch) সমৃদ্ধ। এটি প্রচুর ফাইবার,কে, এ, সি, ই, বি , বি 3, বি 5, বি 6, বি 2, ফোলেট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ।
ওলকপি/শালগমের উপকারিতা
এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে। দৈনন্দিন খাদ্য তালিকাতে শালগমের বা ওলকপির উপস্থিতি স্তন ক্যান্সার, কোলন এবং রেকটাল টিউমারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এর প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ সমৃদ্ধ যা হার্ট অ্যাটাক, বিভিন্ন প্রকার হৃদ রোগ।
কার্ডিওভাসকুলার সিস্টেমকে আরও শক্তিশালী করতে সহায়তা করে।
ফুসফুস সুস্থ রাখে।
খাদ্যতালিকাতে ওলকপির উপস্থিতি অস্টিওপরোসিসের এবং রিমোটয়েড আর্থ্রাইটিস প্রতিহত করে।
এতে উপস্থিত প্রচুর ফাইবার পাচনতন্ত্র কে ভালো রাখে।
সরিষা শাক
সরিষা শাকে ক্যালোরি কম এবং ভিটামিন বি 1, বি 2, বি 6, সি, ই, কে, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম, ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, তামা, ম্যাগনেসিয়াম, প্রোটিন, পটাসিয়াম এবং লোহা প্রভৃতি মিনারেল থাকে।
সরিষা শাকের উপকারিতা
এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক্যান্সার প্রতিহত করতে সহায়তা করে।
হৃদরোগ প্রতিহত করে।
হাড়ের স্বাস্থ্য ভাল রাখে।
এটি ফাইবার সমৃদ্ধ, তাই কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ প্রতিরোধ করে।
আর্থ্রাইটিস,অস্টিওপরোসিস এবং অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে।
গর্ভবতী মায়েদের জন্য সরিষা শাক অত্যন্ত উপকারী।
মেথি শাক
মেথি শাকের খাদ্যগুণ অপরিসীম। এতে প্রোটিন, পটাসিয়াম, ভিটামিন এ, বি, বি 3, সি, এবং ই, এবং ফাইটোস্ট্রোজেন রয়েছে।
মেথি শাকের উপকারিতা
এটি রক্তে কোলেস্টেরল, শর্করার পরিমাণ কমায় বলে ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিহত করতে সহায়তা করে।
স্তন বৃদ্ধিতে সহায়তা করে।
এটি হাঁপানি, ব্রঙ্কাইটিস, আর্থ্রাইর্টিস, ত্বকের সমস্যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল প্রদাহের জন্যও ব্যবহৃত হয়।
মাসিকের সময়কালীন ব্যাথা প্রশমন করে, হরমোন এবং প্রজনন ব্যাধির চিকিৎসায় সাহায্য করে।
@rahatmahmud
পরিচিতি মূলক পোস্টের এর আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি,, কোনো মেম্বারদের অন্য কোনো পোস্ট গ্রহণ করে না। আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
কমিউনিটি সকল নিয়ম জানতে হলে
নিচের লিঙ্ক টি ফলো করুন -
👉https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। আপনার তথ্য পেয়ে উপকৃত হলাম। তবে আপনাকে আগে একটি পরিচয় মূলক পোস্ট করতে হবে। এর পত জেনারেল পোস্ট করতে পারবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে সবজি এবং ফলে কিভাবে তরতাজা, রোগমুক্ত রাখবেন নিজেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করার মাধ্যমে কমিউনিটির যাবতীয় নিয়ম কানুন মানে পোস্ট করার চেষ্টা করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে স্বাগতম আমাদের কমিউনিটি তে পোস্ট করার জন্য, তবে এখানে পোস্ট করার পূর্বে আপনাকে কিছু নিয়ম কারণ মেনে আমাদের এই কমিউনিটির একজন নিয়মিত ব্লগার হতে হবে, আমাদের সম্মানিত মডারেটরগণ আপনাকে গাইডলাইন দিবে আপনি সেই মোতাবেক সামনের দিকে এগিয়ে যাবেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের ডিসকর্ডে যুক্ত হন। তাহলে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন। ডিসকর্ড লিংক-
https://discord.gg/akfsEbTE
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম আপনার কাছে, যদিও এখন শীতকাল নেই হাহা😑। তবে এই কমিউনিটিতে পোস্ট করতে হলে অবশ্যই আপনার পরিচিত মুলক একটি পোস্ট করতে হবে আগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সম্পূর্ণ কন্টেন্টটি প্ল্যাগারাইজ। এছাড়া আপনি কপিরাইটেড ফটো ব্যবহার করেছেন আপনার পোস্টে। আপনি নতুন মেম্বার হওয়ায় আপনাকে ব্যান করা হচ্ছে না। শুধুমাত্র আপনার পোস্ট মিউট করা হচ্ছে। পরবর্তীতে এমন কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
http://banglablog.in/lifestyle/benefits-of-winter-fruits-and-vegetables-to-keep-healthy-and-fresh-yourself/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit