বনসাই এর কিছু আলোকচিত্র। 10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  2 years ago 
❤❤আজ রোজ রবিবার ১৪ অগাস্ট ২০২২ খিস্টাব্দ । আজ ষড় ঋতুর (বর্ষাকাল )। ❤❤

কয়েকটি ছবি এক সাথে ।

298909098_5514926865196660_4465819743722609019_n.jpg

captured by @rahimakhatun

Device- Glalaxy A13

কেমন আছেন সবাই ?আশা করি ভালো আছেন। আমি তেমন ভালো নেই। শরীর টা তেমন ভালো যাচ্ছে না,তাই অনেক কষ্ট করে পোস্ট এবং কমেন্ট করছি। মনে হচ্ছে সব এক সাথে ধরেছে। মাথা ব্যথা ,হালকা জ্বর জ্বর আবার গ্যাস্টিক এর ও সমস্যা হচ্ছে। ছেলেটা ও একটু অসুস্থ। সর্দি লেগে লেগে। ওর সর্দি মানেই কিছু দিন ভুগবে ,সাথে আমারে ও ভুগাবে । ওষুধ খেয়ে এতক্ষণ ঘুমিয়ে কেবল উঠে পোস্ট করতে বসলাম।
বনসাই শব্দটি জাপানিজ শব্দ। অর্থাৎ তবে লাগানো। বনসাই মানে হচ্ছে গাছের প্রকৃতি বৃদ্ধি কে সীমিত করা। অর্থাৎ একটি আকৃতি রাখার জন্য নতুন নতুন কুঁড়ি কেটে দেওয়া। আসলে ছোট টপে লাগানো যায় এই জন্য। আর উচ্চতা ৪ফুট কিংবা ১ মিটারের মত রাখা হয়। আসলে ঘরের সৌন্দর্যের বাড়াতে বনসাইয়ের তুলনা নেই। বেশ ভালো লাগে দেখতে। তবে অনেক দাম। যত বেশি পুরানো, ঠিক তত বেশি দাম। আমার কাছে বেশি ভালো লাগে বাগানবিলাসীর বনসাই। বেশ সুন্দর দেখতে ফুল হলে আরো ভালো লাগে।আজকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো ,আশা করি ভালো লাগবে ,তো চলুন শুরু করা যাক

298749528_1892974800907877_304262516563542207_n.jpg
এই গাছটার নাম ফিকাস মাইকোকার্পা।

296768854_364546332353924_1598546434509881972_n (1).jpg
এডোনিয়াম বনসাই। দেখতে বেশ সুন্দর। দামটা টাও নাগালের বাহিরে। 😜

298099108_626015148945909_1512729752549611461_n.jpg
এই গাছটার নাম সাইকাস পেকটিনটা। অনেকটা নারিকেল গাছের মত। বেশ সুন্দর দেখতে।

297197992_751935645938619_2937144393783811122_n.jpg
এইটা ও এডোনিয়াম। দেখতে বেশ সুন্দর। গাছে ফুল আসে।

298555130_460840955909069_6295367258348574755_n.jpg

297232504_844069427029150_1319589787919775333_n.jpg

297583523_487527843208435_6378415634827969293_n.jpg

292559633_383903150495154_7437215513473506162_n (1).jpg

আজকে তেমন আর কিছু লিখবো না। আশা করি আপনাদের ভালো লাগবে বনসাই এর গাছ গুলা।অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

deviceGalaxy A13
LocationDhaka
Photograpy tree fair
link source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বনসাই এর গাছ গুলো আসলে দেখতে অনেক সুন্দর। এগুলো ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু বনসাই গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আসলেই বনসাই এর গাছগুলো ভালো লাগে।আপনাকেও অনেক ধন্যবাদ।

গাছটার নাম সাইকাস পেকটিনটা। অনেকটা নারিকেল গাছের মত

সত্যি আপু গাছটি আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটি নারিকেল গাছ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে দারুণভাবে উপস্থাপনা করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আসলেই নারিকেল গাছের মত দেখতে।আমার তোলা ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

খুবই চমৎকার কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আলোকচিত্র গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🌷

@tipu curate

প্রথমে বলবো আপনি অসুস্থ থাকার পরেও যে আমাদের সাথে আছেন ৷সত্যি অনেক ভালো লাগলো ৷আপনার বনসাই এর ফটোগ্রাফি ছিলে অসাধারণ ৷
আর ধন্যবাদ এতো সুন্দর করে ব্লগটি উপহার দেওয়ার জন্য ৷
সর্বোপরি আপনি সুস্থ হোন এই কামনা

আসলে অসুস্থ হলেও এখানে থাকতে ভালো লাগে।পোস্ট না করলে মনে হয় কি যেন মিস করালাম।ধন্যবাদ

দারুন কিছু ছবি তুলেছেন দিদি। প্রথম ও দ্বিতীয় ছবিটি আমার খুব ভালো লাগলো

দুইটি ছবি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

আপু আপনার মত আমিও কিছুদিন যাবত অসুস্থ খুবই কষ্ট লাগে এবং খারাপ লাগে তবুও মেনে নিতেই হবে। দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বনসাই এর আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো।

দোয়া করবেন,আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।আপনাকে ধন্যবাদ

দারুন কিছু ছবির ফটোগ্রাফি শেয়ার করেছেন। বনসাই গাছ গুলো আমার কাছে ভিশন ভালো লাগে। দেখতে বেশ সৌন্দর্য দেখায়।ফিকাস মাইকোকার্পা গাছটি আমার কাছে ভিশন ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

আমার গাছেও বনসাই ভীষণ ভালো লাগে।দাম কম থাকলে, আমি কিনে নিয়ে আসতাম।🙃🙃।ধন্যবাদ

আপনার এই আপনার ছেলের সুস্থতা কামনা করি আপু। আসলে অসুস্থ থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না। বিভিন্ন ধরনের গাছপালার ফটোগ্রাফি গুলো ভালো করেছেন। এইগুলো বেশ উপকারী গাছ যেগুলো আমরা বাড়িতে লাগিয়ে থাকি।।

আসলেই অসুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে।আমার বনসাই এর ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ভালো লাগলো।ধন্যবাদ

প্রথমেই আপনি এবং আপনার বাচ্চার সুস্থতা কামনা করছি,ভাল লাগলো যে অসুস্থ থাকার পরেও যে আমাদের সাথে আছেন,ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন

আসলে সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত। অসুস্থ হলে বুঝা যায়।আপনাকেও অনেক ধন্যবাদ।পাশেই থাকবেন🌷🌹

@tipu curate

প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দোয়া করি যেন দ্রুতই আপনি আর আপনার ছেলে সুস্থ হয়ে যান।

আর বনসাই গাছ কি সেটা আগে জানতাম না।সেদিন রূপক ভাই এর কাছ থেকে জেনেছি।আজকে দেখি দেখার ও সৌভাগ্য হয়ে গেলো। একেই বলে গোপালের কপাল।

বনসাই এর কিছু আলোকচিত্র দেখতে অনেক অসাধারণ লাগছে । আসলেই এমন ধরনের গাছ দেখতে অনেক ভালো লাগে। তবে এত সুন্দর গাছ টপে আগে কখনো দেখিনি। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

খুব চমৎকার কিছু আলোকচিত্র করেছেন আপু।
দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে প্রথম ছবিটি বেশ ভালো লেগেছে। আপু আপনি খুব সুন্দর ভাবে, ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ আপনাকে। চমৎকার কিছু বনসাই আলোক চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক সুন্দর ভাবে আপনি বনসায়ের কিছু আলোকচিত্র ফটোগ্রাফি করেছেন যা দেখে মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর ফটোগ্রফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বনসাই এর অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকদিন পর এতগুলো বনসাই একসাথে দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে।।

প্রথমেই আপনার এবং আপনার ছেলের জন্য অনেক দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপু। আর বনসাই গাছ সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার পোস্ট থেকে এবং দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

বনসাই এর কিছু আলোকচিত্র দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল।

আপনার ফটোগ্রাফি গুলোর গাছগুলোর সঙ্গে আমি অপরিচিত কিন্তু আজকে দেখে আসলেই অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর এবং নতুন ধরনের একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন এটি দেখে আমি খুবই আনন্দিত ধন্যবাদ আপনাকে।