আমি @rahimakhatun
from Bangladesh
১৯ ই অগ্রহায়ন ১৪৩১--------
৪ ই ডিসেম্বর ২০২৪
আমার ছেলের আজকে নার্সারির শেষ ক্লাস তাই তাদের নাকি পার্টি হবে তাই প্রত্যেকের কোন না কোন টিফিন নিয়ে যেতে বলেছে টিফিন শেয়ার করার জন্য। আমার ছেলে আরো এক সপ্তাহ আগ থেকেই বলে রাখছে তাকে যেন কিছু রান্না করে দেই,আসলে গ্যাস এর সমস্যার কারনে সকাল সকাল করা বেশ মুশকিল, কি আর করার শর্টকাট পাস্তা রান্না করে দিয়েছি কারেন্ট এর চুলায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি ভালো লাগবে ভেবেছিলাম ক্যাপসিকাম আর গাজর দিব, গাজর দিয়েছি ঠিক কিন্তু ক্যাপসিকাম দিতে মনে নেই।তারপর আর কি ক্যাপসিকাম ছাড়াই রান্না করেছি ,চুলন দেখে আসি।
প্রয়োজনীয় উপকরণ |
---|
উপকরন | পরিমান |
---|---|
পাস্তা | পরিমানমত |
পেঁয়াজ | ৩ টি |
চিকেন | প্রয়োজন মত |
ডিম | ২ টি |
লবন | সামান্য |
গাজর | ২ টি |
সস | প্রয়োজন মত |
টেস্টিং সল্ট | সামান্য |
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে পাস্তা এবং গাজর সিদ্ধ করে নিব।
তারপর একটি ছাঁকনিতে পানি জড়িয়ে নিব।
তেল গরম করে তাতে চিকেন গুলো দিয়ে দিবো সামান্য লবন দিয়ে।
তাতে পেঁয়াজ ও আদা রসুন পেস্ট দিয়ে দিব।
কাঁচা মরিচ ,টমেটো সস ,চিলি সস ,সয়া সস দিয়ে দিব।
ভালো করে কষিয়ে সিদ্ধ করা পাস্তা এবং গাজর দিয়ে দিব।
উল্টিয়ে পাল্টিয়ে টেস্টিং সল্ট দিয়ে দিব।
সব মিশিয়ে লবন চেক করে নামিয়ে নিব।
হয়ে গেলো মজাদার পাস্তা রেসিপি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে
ডিভাইস | Galaxy A13 |
---|---|
লোকেশন | ঢাকা |
ফটোগ্রাফি | পাস্তা এ র রেসিপি |
আপনার ছেলের নার্সারির শেষ ক্লাস তাই মজাদার নাস্তা দিয়ে পার্টি বিষয় টা বেশ ভালো লাগলো।দারুণ পার্টি নাস্তা পছন্দ করে বানিয়ে দিয়েছেন আপু।অসাধারণ লোভনীয় হয়েছে আপনার বানানো রেসিপিটি। ধাপে ধাপে চিকেন পাস্তা রেসিপিটি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজাদার স্বাদের খুবই চমৎকার একটি রেসিপি করেছেন আপনি। পাস্তা আমরা কমবেশি সবাই খাই।খুবই মুখরোচক এই খাবার অসাধারণ খেতে।ধন্যবাদ সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাস্তা আমার খুব পছন্দের একটা খাবার। ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করে। আপনি গাজর দিয়ে পাস্তা রান্না করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন রকম উপকরণ দিয়ে এভাবে মজা করে পাস্তা রান্না করলে খেতে সেই স্বাদ লাগে।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য একটি উপযুক্ত খাবার।মজাদার এই পাস্তা তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।পাস্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে এইভাবে বাসায় পাস্তা রান্না করলে সেটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। রান্নার প্রতিটা ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাস্তা রান্নার লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ব্যক্তিগতভাবে পাস্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনিও তো দেখছি অনেক লোভনীয় পদ্ধতি ব্যবহার করে পাস্তা তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ছেলেটাও পাস্তা নুডুলস এসব খেতে ভীষণ পছন্দ করে। আপনার ছেলের এবছরের শেষ ক্লাসে সবার জন্য পার্টি দিয়েছেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে বাচ্চাদের বিনোদন দেওয়া উচিত এতে করে তারা পড়াশোনায় বেশি মনোযোগী হবে।ধন্যবাদ আপু চিকেন পাস্তার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই লোভনীয় লাগছে আপনার তৈরি করা পাস্তা রেসিপিটি। চিকেন ও গাজর দিয়ে খুবই মজাদার পাস্তা রেসিপি তৈরি করেছেন দেখেই জিভে জল চলে এসেছে এবং খেতে ইচ্ছে করছে। তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে মজাদার পাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে মজাদার স্বাদের পাস্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই পাস্তা আমার খুবই পছন্দনীয় কি খাবার। যেকোনো পরিবেশের এটি অনেক সুন্দর একটি নাস্তা আইটেম। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি লোভনীয় পাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit