আমি @rahimakhatun
from Bangladesh
১ লা ডিসেম্বর ২০২৪
|
---|
অতীতকে অস্বীকার করার কোন অবকাশ নেই।অতীত অনাদও অনন্ত এবং নিরবিচ্ছিন্ন, তাকে ছোট করে কিংবা আংশিক করে দেখলে সত্য দর্শন হয় না।কিন্তু আমরা সাধারণ মানুষ অতীতের নিরবচ্ছিন্ন গতি উপলব্ধি করতে সক্ষম নই বিদায় অখন্ড কালকে তিনভাগে বিভক্ত করা হয় যেমন অতীত বর্তমান ভবিষ্যত।অতীত যা কালকে হয়েছিলো বর্তমান হলো আজকের কিংবা এখন হচ্ছে তারপর ভবিষ্যত হচ্ছে আগামীকাল যা ঘটবে।অতীতকে কখনও অস্বীকার করা যায় না ।তবে কিছু কিছু অতীত কখনই ভুলা যায় না।এই যেমন ছোটবেলার অনেক অতীত আছে যা এখন ও চোখে ভাসে।
মনে হয় বার বার অতীত ফিরে যাই।এই তো বেশ কয়েকদিন যাবত অনেক মনে পরছে আমার অতীতের কাহিনি, অতীত বলতে আমার ছোট বেলা।আমাদের হচ্ছে মধ্যবিও পরিবার।তখন আমাদের বাসা ছিলো টিনসেড বিল্ডিং। আমার পাশেই ছিলো আমার এক বান্ধবীর বাড়ি।বান্ধবী বলতে একসাথে পড়তাম।যাই হোক ওদের বাসায় যখন যেতাম ওর সাথে ওদের ছাদে উঠতাম তখন মনে হতো আমাদের যদি একটা ছাদ থাকতো তাহলে প্রতিদিন উঠতাম।যখন আমাদের ছাদ হলো তখন প্রথম প্রথম উঠতাম এরপর মনে হয় মাসে ও একবার উঠা হয় না এখন তো বছরেও একবার উঠি কিনা সন্দেহ।
আগে যখন মাথার উপর টিনশেড ছিলো তখন বৃষ্টির ভাব দেখলে চিন্তা হতো।টিনের ফুটা দিয়ে কত জায়গা দিয়ে যে পানি পরতো তার হিসেব নেই, জায়গায় পাতিল দেওয়া হতো,পানি পরার জন্য।বৃষ্টি হলে টিনের চালের আওয়াজটা বেশ ভালো লাগতো আর এখন এমন আওয়াজ বছরে ও শুনতে পাই না ।আমার মনে আছে আমি যখন ক্লাস ফাইভে পরি, আমার বোনের ছেলে তখন দুনিয়াতে এসেছে ওকে নিয়ে যখন আমাদের বাসায় আসি তখন রাতে হঠাৎ অনেক বৃষ্টি পুরো খাট জুরে পানির পানি টপ টপ করে পরছে।আমি তো ঘুমেই ছিলাম আমাকে ডেকে উঠানো হলে আমার বোনের ছেলেকে একপাশে শুয়ে রেখে পুরো খাটে পাতিলের সারি সারি আর এখন মনে হয় ঠিকমত বৃষ্টি দেখতে পাই না।
এখন সব সময়ই মনে হয় আগের মত যদি একটা টিনের ঘরে থাকতে পারতাম,তারপর মাটির চুলায় রান্না করা খাবার হয়তো শখে শখে বলছি।যাই হোক কোথা থেকে যেন কোথায় চলে আসলাম, আবোল তাবোল কাহিনী।কিছু কিছু অতীত মানুষকে আনন্দ দেয় আবার আতীত কাদায়।
কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম।আসলে প্রতিটি মানুষের জীবন এমনি।যাই হোক আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবন খুবই অদ্ভুত আপু। আমরা অতীতের ভালো দিনগুলো নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু অতীতে আমাদের সাথে হয়ে যাওয়া খারাপ থেকে আমাদের দুঃখ চিরকালই হয়ে থাকে। আমরা চাইলেও অতীতে হওয়া খারাপ ব্যাপার টা আমরা একেবারেই ভুলতে পারি না। দারুণ লিখেছেন আপু আপনি। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অতীত নিয়ে ভাবি না আবার অতীত নিয়ে ভাবতে ভালো লাগে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit