DIY- এসো নিজে করি :সিডিতে গাছ এবং ফুলের পেইন্টিং । ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।

২৮ই- ফেব্রুয়ারি, মঙ্গলবার।


এখন ষড়ঋতুর বসন্ত কাল।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

Art by @rahimakhatun
Device- samsung SM-A217F

পেইন্টিং এর প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো

আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে সিডিতে পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। এক সময় মানুষ প্রচুর সিডিতে ছবি কিংবা নাটক দেখতো /এমন কি সিডি ভাড়া করে নিয়ে মানুষ দেখতো। এখন কালের বিবর্তনে নাই বললেই চলে। এখন মানুষ ইন্টারনেটে দিয়ে বিভিন্ন এপের মাধ্যমে সহজেই বিভিন্ন কিছু দেখা যায়। যাই হোক কথা না বারিয়ে কাজের কথায় যাওয়া যাক।
Art by @rahimakhatun
Device- samsung SM-A217F

পেইন্টিং এর ছবি দেওয়া হলো

✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍

আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
Art by @rahimakhatun
Device- samsung SM-A217F

পেইন্টিং এর ছবি দেওয়া হলো

আমার শিল্পকর্ম নিয়ে কিছু কথা

ঘরের কাজ করতে যেয়ে ,একটা সিডি পেলাম। তাই ভাবলাম এটা কিভাবে কাজে লাগানো যায়। যেই ভাবা সেই কাজ। জল রং তুলি ও পেন্সিল নিয়ে বসে পারলাম। আমি প্রায় ৩ ঘন্টা দরে আঁকার চেষ্টা করি। সাথে আমার ছেলেও আঁকাআঁকি করেছে। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক।
Device- samsung SM-A217F

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো




উপকরণঃ
🔺 সিডি
🔺তুলি
🔺জল রং পেন্সিল
🔺ওয়াটার কলার রং
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

প্রথমে আমি সিডি নিয়ে ,তাতে হালকা আকাশি করে রং করবো।

২য় ধাপ

তারপর অর্ধেক আকাশি বাকি অর্ধেক সাদা করে তুলি দিয়ে রং করে নিবো।

৩য় ধাপ

তারপর শুখনো হলে আবার উপর দিয়ে কলার করে নিতে হবে।

৪র্থ ধাপ

তারপর কালো ওয়াটার রং দিয়ে ঘাসের মতো এঁকে নিবো।

৫ম ধাপ

তুলি দিয়ে জল দিয়ে এঁকে নিবো।

৬ষ্ঠ ধাপ

সবুজ কলার ওয়াটার দিয়ে একে নিবো।

৭ম ধাপ

তুলি দিয়ে সবুজ কলার জল রং দিয়ে এঁকে নিবো।

৮ম ধাপ

বিভিন্ন কালারের ছোট ছোট ফুল একে নিবো।

৯ম ধাপ

একটা গাছ এঁকে নিবো।

১০ম ধাপ

কালো রং করে দিবো।

১১ তম ধাপ

নীল রং করে নিবো। হয়ে গেলো আমার সিডি পেইন্টিং । আশা করি ভালো লাগবে। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy DIY
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি আপনি আপনার দক্ষতার পরিচয় দিলেন। এটি আমার কাছে একটি ভিন্নধর্মী পোস্ট মনে হয়েছে। সিডিতে কিভাবে পেইন্টিং করতে হয় সেটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। তাছাড়া আপনার পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

ধন্যবাদ আপনাকে,সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।আপনার জন্য ও শুভ কামনা রইল।

সিডিতে খুবই সুন্দর একটি পেইন্টিং সম্পন্ন করেছেন আপু। আপনার পেইন্টিং এর গাছ,ফুল এবং রাতের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পেন্টিং সম্পন্ন করার পদ্ধতি ও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

আসলে আমি তেমন কিছুই পারি।তবে মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার। ধন্যবাদ আপনাকে।

পেইন্টিং পোস্ট আমি অনেক দেখেছি তবে সিডি তে এভাবে গাছ এবং ফুলের পেইন্টিং আমি আজও কখনই দেখিনি। আপনার এই আইডিয়াটা আমার কাছে অনেক ইউনিট লেগেছে। আপনি অনেক চমৎকার ভাবে পেন্টিং পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার ছিল। ধন্যবাদ আপু আপনাকে এমন সৃজনশীল একটি পেইন্টিং পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার কিনা জানি না।তবে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে।ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনা জন্য

আপনার পেইন্টিং টি অত্যান্ত দুর্দান্ত হয়েছে।এক কথায় অসাধারণ আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে চিত্রকর্মটি সম্পন্ন করেছেন । এবং আমাদের মাঝে অত্যান্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকবেন ।

ধন্যবাদ ভাইয়া,,সুন্দর সুন্দর কথা বলার জন্য।আপনাকে ও আন্তরিকভাবে ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

নতুনত্ব আপনাকে সবসময় হাতছানি দেয়।তাইতো আমরা ভাল কিছু পাই।ভাল ধারনার প্রতিফলন ঘটানো হয়েছে। ভাল ছিল।

ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

💝♥️

সিডির উপর পেইন্টিং এর খুব সুন্দর একটি আইডিয়া দিয়েছেন। আমার তো কখনো মাথায় আসেনি যে সিডির উপর পেইন্টিং করা সম্ভব। যাই হোক আপনার পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে ইউনিক একটা আইডিয়া দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নতুন নতুন আইডিয়া শেয়ার করতে এবং দেখতে।আপনাদের ভালে লাগাই মানেই পোস্টের সার্থকতা ।ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।

আপনার পেইন্টিংটি এককথায় অসাধারণ হয়েছে আপু । কি সুন্দর করে সিডি তে জল রং দিয়ে পেইন্টিং করে ফেলেছেন । আপু জাস্ট মুগ্ধ করার মত ছিল । খুব সুন্দর করে পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ❤️

ভাইয়া,বেশি প্রশংসা হয়ে যাচ্ছে, 😜😜।আপনাকে ও অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য,এবং মতামত দেওয়ার জন্য।

এইভাবে সিড়িতে পেন্টিং করা যায় তা কখনো ভাবি নি। কিন্তু আপনি অনেক অসাধারণ একটি পেইন্টিং করেছেন। অনেক সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন পেইন্টিং এর মাধ্যমে। আপনার এই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। বিশেষ করে বড় গাছ টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু,আমি আপনার মত পারি না। আপনি খুব সুন্দর আঁকেন।ভালো লাগে আপনার পেইন্টিং গুলো দেখতে।ধন্যবাদ আপনাকে্

ডিস্কের উপর দারুন একটা চিত্র ফুটিয়ে তুলেছেন।।
আপনার সৃজনশীল শিল্পকর্মের তারিফ করতে হয়।।
চিত্র টা আমার কাছে খুবই ভালো লেগেছে।।
দারুণ উপস্থাপন করেছেন।।

বাহ আপু আমি তো রীতিমতো চমকে গেছি আপনার কাজ দেখে। আপনার এই কাজটি দেখে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি আপনার আপু। খুব সুন্দর করে একটা সিডির ডিস্কে এত সুন্দর করে গাছ এবং ফুলের পেন্টিং করেছেন। আসলে এটি প্রশংসার দাবিদার।অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে পেইন্টিং এবং উপস্থাপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনার পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ একটি পেইন্টিং সম্পন্ন করেছেন। আপনার পেইন্টিংয়ের গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।পেইন্টিং সম্পন্ন করার পদ্ধতিগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ওয়াও অসাধারণ হয়েছে আপু। আপনি নতুন একটি জিনিস আজকে আমাদের মাঝে শেয়ার করলেন। আমি এরকম আর্ট আগে কখনো দেখিনি। সত্যিই ইউনিক ছিল অনেক। ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

আপু প্রথমেই বলি সিডিতে চিত্রাংকন তৈরি একটি ইউনিক এবং অসাধারণ লেগেছে আমার কাছে। আপনি চমৎকারভাবে সিঁড়িতে গাছপালা এবং ফুলের চিত্রাংকন গুলো সম্পন্ন করেছেন এবং তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

ভাইয়া,সিডি সিঁড়ি হয়ে গেছে।হা হা,।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।আপনার জন্যও শুভ কামনা রইল।

এটা আমার দেখা অনেক ইউনিক ছিল সিডিতে এমন অংকন কখুনো দেখি নাই।দক্ষতা দিয়ে কাজটি করেছেন আপু দারুন হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনি অসাধারণ ড্রইং করতে পারেন। বরাবরই আপনার কাজগুলো হয় ব্যতিক্রম। আপনার পোস্ট দেখতে দেখতে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। একেতো মন মাতানো সেই গানের সিডি গুলো যেগুলো এখন আর কোথাও দেখা যায় না আর অপরদিকে রয়েছে নষ্ট সিডি দিয়ে গাড়ি বানিয়ে খেলার অভিজ্ঞতা। ছোটবেলার কথা মনে পড়ে গেল। 😇

আসলেই ছোট বেলায় সিডি দোকান থাকতে গলিতে গলিতে।এখন তো এই সব দেখাই যায় না।সিডি দিয়ে আমিও দেখিছি গাড়ি বানাতে।ধন্যবাদ আপনাকে।

আপু সিডিতে গাছ এবং ফুলের পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে আপনি কিভাবে পেন্টিং করেছেন। আপনার পেইন্টিং এর কালার অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

সিডিতে গাছ এবং ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। আপনার ইউনিক আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। আপনার আইডিয়া এককথায় দারুন ছিল। দারুন একটি আর্ট সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

সিডিতে গাছ ও ফুলের পেইন্টিং টি অসাধারণ হয়েছে। আপনার অংকন গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে ।আপনি খুবই দক্ষতার সাথে অংকন গুলো করে থাকেন। শুভকামনা রইল আপনার জন্য।