আ
মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
Device- Galaxy A137F
যাই হোক আজকে আমি প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ অনেক দিন পর আঁকাআঁকি নিয়ে হাজির হয়েছি। কি নিয়ে পোস্ট করবো তা ভাবতে ভাবতে ,পেন ও খাতা নিয়ে বসলাম। তারপর মনের মাধরী মিশিয়ে একটি পাঞ্জাবির গলার ম্যান্ডেলা আঁকলাম।এক সময় মানুষ হাতের কাজের বিভিন্ন ড্রেস পাঞ্জাবি বানাতো। বিভিন্ন কালারের সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করতো। এখনো হাতের কাজের বিভিন্ন পোশাকের মূল্য অনেক বেশি।কথা না বারিয়ে চলুন যাওয়া যাক।
✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍 |
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ |
প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো
উপকরণঃ |
🔺 খাতা |
🔺 স্কেল |
🔺 পেন্সিল |
প্রথমে পাঞ্জাবির গলার মত করে গোল শেইপ করে নিবো।
মাঝখান বরাবর দাগ টেনে নিব।
ফুল এঁকে নিয়েছি।
ডালপালা এঁকে নিয়েছি।
আরো সুন্দর করে এঁকে নিচ্ছি।
আরো ফুল ও ডালপালা এঁকে নিয়েছি।
অন্য পাশে এঁকে নিয়েছি।
ফুল এঁকে নিয়েছি।
মাঝ বরাবর বাটন এঁকে নিয়েছি।
তারপর নিজের নাম লিখে নিলাম।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
device | Galaxy A13 |
Location | Dhaka |
Photograpy | design |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অনেক সুন্দর করে খাতার মধ্যে পাঞ্জাবি গলার নকশা অংকন করেছেন। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এটা যদি পাঞ্জাবির মধ্যে করা হয় তাহলে আরো বেশি ভালো লাগবে দেখতে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সাদা পাঞ্জাবির উপরে ডিজাইনটা করেছেন, পরে দেখি খাতার মধ্যে করলেন। অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইন টা সত্যি বলতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু, এক সময় আমার বড় বোনদেরকেও দেখেছি তাদের জামাগুলোতে খুব সুন্দর নকশা তৈরি করতে, আবার পাশাপাশি আমাদের পাঞ্জাবিতেও হাতের কাজ করে দিতে। যাইহোক আপু, আপনার অঙ্কিত পাঞ্জাবি গলার নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে পাঞ্জাবির গলায় সুতো দিয়ে ভরাট কাজ করে নিলে পাঞ্জাবীটি দেখতে দারুন লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপু,পাঞ্জাবি গলার নকশা আর্ট করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এরকম ডিজাইনগুলো পাঞ্জাবির মধ্যে থাকলে পাঞ্জাবি দেখতে খুব ভালো লাগে। পাঞ্জাবি গলার নকশাটা আপনি খুব সুন্দর করে অঙ্কন করার কারনে আমি তো দেখে মুগ্ধ হয়েছি। এই ডিজাইনটা পাঞ্জাবির মধ্যে অংকন করলে অনেক সুন্দর করে ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে। এরকম ডিজাইন পাঞ্জাবির মধ্যে অঙ্কন করলে একটু বেশি সুন্দর হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit