মায়ের সাথে শপিং এ একদিন । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in hive-129948 •  2 years ago  (edited)

আমি @rahimakhatun
from Bangladesh
১৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।

৩ রা ২০২২ খ্রিস্টাব্দ ।


আমার বাংলা ব্লগের বাংলাভাষী সকল সদস্যগন কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি।


কিছু ছবি একসাথে

313075912_1807881352884650_9143673218072992434_n.jpg

captured by-@rahimakhatun

Device- Galaxy A135

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে একটু ভিন্ন রকম পোস্ট শেয়ার করবো। কিছুদিন আগে গিয়েছিলাম মায়ের সাথে শপিং করতে। আসলে শপিং করতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আর যদি মায়ের সাথে তাহলে কোনো কথায় নেই। মা আসলে তেমন শপিং এ যায় না। তবে কোকারিজ এর আইটেমের জন্য মাঝে মাঝে তার পছন্দ অনুযায়ী কিনতে যায় । বাসার চায়ের কাপ ভাঙতে ভাঙতে ২/৩ মনে হয় অবশিষ্ট আছে। আসলে একসাথে বেশ কয়েকজন মোহমান আসলে, কাপ দিয়ে আর চা দিতে পারবে না। আসলে আমাদের খালা কাঁচের জিনিস ওয়াস করতে গেলেই ভাঙ্গে।যাই হোক এই সব কথা চিন্তা করেই মাকে নিয়ে কোকারিজ এর দোকানে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আসলে কোকারিজের জিনিস পত্র দেখতে আমার খুব ভালো লাগে।মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আছি।

314028930_579576150842116_8277650252021158993_n.jpg
এইখানে বিভিন্ন রকমের শো পিস রয়েছে । ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। আমার কাছে ভালো লেগেছে তাই ছবি তুলে নিলাম । বিশেষ করে ফুলদানিগুলা বেশ সুন্দর ,কালার কম্বিনেশনটা আমার কাছে দারুন লেগেছে।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

314147393_1145149413081675_6696937157799909056_n.jpg

এইখানে রয়েছে বিভিন্ন আকৃতির ডিস । বিভিন্ন আকৃতির যেমন ওভেল, রাউন্ড ও আয়তক্ষেত্র ইত্যাদি। এই বাটি গুলা আমার কাছে বেশ ভালো লাগে। বিভিন্ন তরকারি পরিবেশন করলে দেখতে ভালো লাগে। আমি এক সেট কিনেছিলাম ১৮০০ টাকা দিয়ে ,ভালোই লাগে দেখতে মিষ্টি ।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

313289667_1476198559555460_8217449508876394935_n.jpg

এইখানে বিভিন্ন রকমের কাঁচের বাটি রয়েছে। বিভিন্ন আকৃতির ও বিভিন্ন কালারের। মিষ্টি জাতীয় জিনিস পরিবেশন করলে ভালোই লাগে। এই যেমন ফিন্নি ,সেমাই ,আইসক্রিম ইত্যাদি। আমার কাছে গোল্ডেন কালারের বাটি সেটটা বেশি ভালো লেগেছে ,কিন্তু দাম অনেক বেশি।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

313839150_685228533232742_2464651576080730651_n.jpg

এইখানে বিভিন্ন রকমের বোতল ,কৌটা ও বাচ্চাদের মামপট রয়েছে। কি কিউট কিউট মাম পট। কালার গুলো বেশ ভালো ছিলো।বাচ্চাদের সহজেই পছন্দ হবে।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

314460392_1272134183562514_7447080341483062706_n.jpg
মেলামাইনের বিভিন্ন রকমের বাটি। প্রতিদিন ব্যবহারে জন্য অনেক ভালো। ভেঙে যাওয়ার ভয় একটু কম।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

309575762_1562629677499383_8811661905525538470_n.jpg
বিভিন্ন রকমের এবং বিভিন্ন সাইজের চামচ। মেলামাইন ,প্লাস্টিক ও স্টিলের চামচ। আসলে কোকারিজ জিনিস পত্রের ও অনেক দাম বেড়ে গিয়েছে। আগের দাম আর এখনকার দাম অনেক বেশি পার্থক্য ।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

313850640_642874790842132_1242475787121958293_n.jpg

ডিনার সেট। অনেক পুরোনো ডিজাইন ,আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপর ও ছবি তুলে নিয়েছিলাম।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

307396431_479964250779009_3612624425176527991_n.jpg

এই চামচ গুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে কালার গুলো। গ্রীন সি কলারটা , বেশি সুন্দর। বেগুনিটাও সুন্দর ।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

314022519_886324735669390_4264960845274636793_n.jpg

কাঁচের জগ ,গ্লাস ও বাটি। কাচের জগগুলো বেশি সুন্দর ।

লোকেশন :স্টাফকোটার ,ডেমরা ,ঢাকা।
সময় :১০.৫৪ মিনিট।
তারিখ :২৩ অক্টোবর ২০২২।

পরে অবশ্য চায়ের কাপ কেনা হয়েছিল। আগের থেকে অনেক গুন দাম বেড়ে গিয়েছে। কি আর করার সব কিছুর দাম বেড়েছে ,কোকারিজ জিনিস পত্রের দাম অনেক গুন বাড়বে সেটাই স্বাভাবিক।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

device Galaxy A13
LocationDhaka
Photograpy friends
source

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি করে বলুন তো, সত্যিই কি মায়ের জন্য গিয়েছিলেন নাকি সামনের কেক কনটেস্টে আর একটা ধামাকা দার রেসিপি নিয়ে আসবেন সেজন্য যন্ত্রপাতি কিনতে গিয়েছিলেন? আপনাকে আমার একদমই বিশ্বাস হয় না 🤪। এরকম দোকানে গেলে ইচ্ছে করে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসি। প্রতিটা জিনিসপত্র এত সুন্দর লাগে! তবে দামের দিকে তাকালে মুখ ফিরিয়ে নিতে হয়। মাঝে মাঝে ভাবি এত চাপ নিয়ে লাভ নেই, বিয়ের সময় তো গিফট এসেই যাবে 😂😂।

আমি হতাশ হলাম, ভাই হয়ে বোনকে অবিশ্বাস। কাল কেবল কনটেস্টের জন্য পোস্ট দিলো,আর আমি আগ থেকেই কিনতে গিয়েছে। আমি আগ থেকেই সব জানি, তাই না🤣

এমনি কি আর বলি,, গভীর জলের মাছ যে আমার বোন 😉😉

হুম হুম,আমি তো মনের খবর জানি আগ থেকেই 😝

হুম হুম,আমি তো মনের খবর জানি আগ থেকেই 😝

image.png

চায়ের কাপ ভাঙতে ভাঙতে মাত্র দুই থেকে তিনটা রয়েছে, বাকি গুলা কে ভেঙেছে আপনি 😀😀না আপনার সন্তান। যাই হোক মায়ের সাথে শপিং এ গিয়ে অনেক চমৎকার কিছু কোকারিজের কালেকশন দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আমি কেমনে ভাঙ্গবো, আমি তো চা খাই না🤣।আমার ছেলে কাঁচের জিনিস ধরতে সাহস পেলে তো 😊।আমাদের খালা ভাঙ্গে 😭।

দেখেন আবার নিজে ভেঙ্গে খালার দোষ দিয়েন না😀😀

আপু আপনার সব পছন্দের এবং ভালো লাগার জিনিস দেখে আমার ভালো লেগেছে। ঠিক বলেছেন ফুলদানি গুলো দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয়। হ্যাঁ আমার চামচ সেটের ভিতর গ্রীন কালার চামচ সেট আমার বেশ ভালো লেগেছে।আপু ১৮০০ টাকা দিয়ে কেনা বাটি সেট টি আমার খুব পছন্দ হয়েছে।

আপু কিনে ছিলাম প্রায় এক বছর আগে, এখন আর ১৮০০ দিয়ে পাওয়া যায় না।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

বৈশ্বিক মন্দার কারনে সব জিনিসের দামই এখন বাড়তি।ছবি গুলো ভাল ছিল।বিশেষ করে ফুলদানি গুলো অনেক সুন্দর।এরপর গেলে আমার জন্য একটি ফুলদানি আর একটি পানির বোতল কিনে পাঠিয়ে দেবেন।আপনার শপিং এর অভিজ্ঞতা পড়ে অনেক ভাল লাগল।(বানান এ কিছু সমস্যা আছে।আরেকবার রিভাইস দিন)।ধন্যবাদ আপু আপনার শপিংয়ের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

বৈশ্বিক মন্দা শেষ হবে আল্লাহ জানে।যাই কাল ঘুম ঘুম চোখে লিখে পোস্ট করেছিলাম, তাই একটু ভুল হয়ে গেছে।ইনশাআল্লাহ আর সামনে হবে না।ধন্যবাদ আপনাকে

এই সব জায়গায় গেলে মনে হয় সব কিছুই কিনে নিয়ে আসি। আমাদের বাসাতেও প্রায় একই অবস্থা। চায়ের কাপ ভাংতে ভাংতে এখন মাত্র কয়েকটা অবশিষ্ট আছে। ভেবেছিলাম আপনার আর আন্টির ছবি দেখতে পাব। হতাশ হলাম।

হা হা,কি আর করার কাঁচের জিনিস তো ভাঙ্গার জন্যই তাই না।না আসলে আমরা ছবি তুলিনি।একে তো কোকারিজের ছবি তোলেছি,আবার আমাদের সেলফি তুলতে দেখলে দোকানদার মাইর দিবে😊।ধন্যবাদ

মায়ের সাথে শপিং করতে কার না ভালো লাগে বলেন। চায়ের কাপ ভাঙতে ভাঙতে মাত্র দুই তিনটা আছে এটা শুনে অবাক হলাম। এখন চায়ের কাপ কিনেছেন তো। যাইহোক সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন আপনি। এরকম শো পিস গুলো ঘরে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে। সবকিছুর দাম বেড়েছে তাহলে কোকারিজ জিনিসের দাম কেন বাড়বে না।

কিনেছি কিনেছি 🤣,তা হা হলে মেহমান আসলে কি দিয়ে চা দিব বলেন🤣🤣

সত্যি বলেছেন আপু বর্তমান সব কিছুর অনেক দাম বেড়েছে কোকারিজের দাম বাড়বে না কেনো।কাচের বাটি ও বিভিন্ন কালারের চামচ গুলো চমৎকার ছিল। আর বিভিন্ন আকৃতির ওভাল,রাউন্ডেড গুলো তরকারি বাড়ার জন্য দারুন হয়েছে। আপনি আপনার মায়ের সাথে দারুণ শপিং করেছেন। ধন্যবাদ আপনাকে শপিং করার মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সেটাই তো সমস্যা,দাম বেড়ে যাওয়ায় অনেকের সাধ্যের বাহিরে চলে গিয়েছে।চাইলেও মানুষ এখন সখ গুলে পূরন করতে পারছে না।ধন্যবাদ

শেষে মেস শুনে খুশি হলাম যে কাপ কিনেছেন ,তাই আজ আমার দাওয়াত আপনার বাসায় ।নতুন কাপে চা খেতে আমার খুবই ভালো লাগে।প্রথম ছবির ফুলদানি আসলেই বেশ সুন্দর।এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

এ আসছে নতুন কাপে চা খেতে,দূর হো।নতুন কাপ কিনছি সাজিয়ে রাখার জন্য🤣🤣।

আপনার থেকে আমার অবস্থা আরো খারাপ। এরকম কুকারিজের দোকানে গেলে আমি তো যা কেনার কথা থেকে তার ডাবল কিনে নিয়ে চলে আসি। কারন এগুলো দেখতে এত ভালো লাগে। আপনি ওভালসেপের যে বাটিগুলো ১৮০০ টাকায় কিনেছিলেন কত আগে কিনেছিলেন ?এখন তো দাম মনে হয় আরো অনেক বেশি। এই বাটিগুলো আসলে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ দিতে পারছি না কারণ এখন আমার কোকারিজের দোকানে গিয়ে এগুলো কিনতে ইচ্ছা করছে।

আর বলিয়েন না, আপু বাসা থেকে চিন্তা করে যাই, ঐদিকে তাকাবো না,কিন্তু চোখরে মানাতে পারি না🤪🤪।আপু আমি আরো ১ বছর আগে কিনেছু।এখন অনেক দাম বেড়ে গিয়েছে। প্রায় হাফ গুন আপু।ধন্যবাদ আপু

প্রথম ছবিতে দেওয়া শো পিস গুলো তো চমৎকার লাগছে আপু। সত্যি বাড়িতে যদি সাজিয়ে রাখা যায় অনেক সুন্দর লাগবে। এছাড়া অন‍‍্যান‍্য জিনিসের ফটোগ্রাফি গুলো ভালো ছিল। মায়ের সঙ্গে শপিং এ গিয়ে কেনাকাটা বেশ ভালোই করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

শো পিস গুলো আমারও ভালো লেগেছে,কিন্তু দাম অনেক বেশি তাই দোকানে সাজানোতেই ভালো লেগেছে 🙂🙂।

চায়ের কাপ ভাঙার কথা কি বলব আর! সবার বাড়িতে মনে হয় এক হাল।তবে মায়ের সাথে কেনা কাটা করতে যাওয়ার আনন্দ কিন্তু আলাদা। কারণ অনেক কিছু কিনতে পারা যায় মনের আনন্দে। আর আপনি যেগুলো ছবি শেয়ার করলেন তার মধ্যে কাঁচের বাসন,ফুলের ভাস এগুলো আমার খুব ভালো লেগেছে।আর এসব জিনিস কোয়ালিটি যত ভালো হবে, দামও তত বেশী হবে।

ঠিকই বলেছেন আপু,মায়ের সাথে শপিং মানেই অনেক জিনিস কেনাকাটা।কোয়ালিটি ভালো মানেই দাম ও ভালো।
ধন্যবাদ আপানকে।

শুধু ক্রোকারিজের জিনিসপত্র নয় আপু প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগের তুলনায় বেশ বাড়তি। ঠিকই বলেছেন শপিং করতে সবারই ভালো লাগে।ক্রোকারিজের জিনিসপত্র কিনতে তো আমার আরো বেশি ভালো লাগে। আপনি প্রায় সুন্দর সুন্দর জিনিসপত্র দেখিয়েছেন। বিশেষ করে সার্ভিস গুলো ভীষণ সুন্দর ছিল। আসলে এরকম দোকানে গেলে সব জিনিসপত্রই ভীষণ ভালো লাগে।

আমার তো আপু যা দেখি তাই কিনতে ইচ্ছে করে।কসমেটিকের দোকানে গেলে কসমেটিক, কাপড়ের দোকানে গেলে কাপড়।মানে সব কিছুই ভালো লাগে😝😝।

আপু আপনার পোষ্টে অনেক ‍গুলো প্রয়োজনীয় কোকারিজের ফটোগ্রাফি দেখলাম। যে গুলো আপনি আপনার মায়ের সাথে শপিং করতে গিয়ে ছবি গুলো সংগ্রহ করেছেন। প্রত্যেকটা ছবির জিনিষ পত্রই সংসারের জন্য খুব প্রয়োজন। আপু কিছু মনে করবেন না। কয়েকটি টাইপিং মিসটেক আছে। ধন্যবাদ আপু।

আপনার কেনা কাটা দেখে আমার বোনের কথা মনে পরে গেলো পিচ্ছি বোন টাকে নিয়ে কেনা কাটা করতে গেলে আমার পকেট তো ফাকা করেই আমার বিকাশ একাউন্ট অবদি খালি করে দেয় অর আবদার গুলোও ছারতে পারিনা।দারুন লিখেছেন