৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।
২২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।
রেড ক্যাবেজ ও চিজ কোন আইসক্রিমের চপ এর ফটোগ্রাফি। |
Device- Galaxy A13
আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩০ অংশগ্রহণের জন্য আমার বানানো রেড ক্যাবেজ ও চিজ কোন আইসক্রিমের চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি।আসলে কনটেস্টে অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগে ,কিন্তু ইদানিং একটু সিক ঠিকভাবে কাজ করতে পারছি না। এইবার আমি অনেক কষ্ট করে রেসিপি তৈরী করেছি। এইবার ভেবেছিলাম হয়তো অংশগ্রহণ করতে পারবো না ,দুই দিন লাগিয়ে এই রেসিপি তৈরি করেছি। আসলে কাল রাতে অর্ধেক করে তারপর আর ভালো লাগছিলো না তাই রেখে দিয়েছিলাম সকালে বাকিটুকু করবো। সকালে উঠে দেখি কাল রাতের রেসিপি পাচ্ছি না ,পরে জানতে পারলাম বাবা জানতো না আমার কাজ পুরোপুরি শেষ হয়নি সব খেয়ে শেষ করে ফেলেছে ,পরে আবার নতুন করে রেসিপি তৈরি করে ছবি তুলে তারপর লিখতে বসলাম।
আসলে কনটেস্টের জন্য রেসিপি গুলো তৈরি করা বেশ কষ্টের ,আমি যে কত বার রেস্ট নিয়ে নিয়ে তৈরি করেছি তার হিসাব নেই। রেসিপি তৈরি করে পোস্ট করতে পারছি তাই ভালো লাগছে।
উপকরন |
পরিমান |
রেড ক্যাবেজ |
১ কাপ |
আলু |
১ কাপ |
লবন |
সামান্য |
আদা রসুন |
২টেবিল চামচ |
কাঁচা মরিচ |
২/৩ টি |
পাউরুটি |
৪পিস |
সাগুর দানা |
পরিমান মত |
সাদা তিল |
পরিমান মত |
তেল |
পরিমান মত |
ডিম |
১ টি |
আটা |
২ টেবিল চামচ |
চিনি |
২ টেবিল চামচ |
চিজ
|
পরিমান মত |
আমার বাংলা ব্লগ চপ রেসিপি প্রতিযোগিতায় আজ যেন ইউনিক রেসিপির ছড়াছড়ি। এই যেমন আপনার রেসিপিটি একদম ইউনিক চপ রেসিপি। যা কখনো দেখা হয়নি আর তাই খাওয়াও হয়নি। দারুন চপ তৈরি করেছেন আপু। দেখেই তো মনে হচ্ছে খেতে ভীষণ স্বাদ হয়েছে। আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সফল হোক সেই কামনা করছি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেড ক্যাবেজ ও চিজ দিয়ে ঝাল কোন আইসক্রিমের চপ বাহ্ দারুন হয়েছে। আপনার ইউনিক আইডিয়া গুলো দেখলে ভীষণ ভালো লাগে। নতুন একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অভিনন্দন আমার বাংলা ব্লগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৷ তবে আপু একটু ভুল সেটা টাইটেলে ৩৩ আর লেখার বডি তে দেখলাম ৩০ ৷ সেটা ঠিক করে নিবেন ৷ যা হোক দারুন ছিল আপনার করা রেসেপি টি ৷ একদম নতুন ইউনিক রেসিপি ৷ আইস্ক্রিম চপ
দেখে জিভে জল এসে গেলো ৷
যা হোক অনেক ধন্যবাদ আপু ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা আপু।আপনি রেড ক্যাবেজ ও চিজ দিয়ে ঝাল কোন চপ রেসিপি শেয়ার করেছেন, খুব সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই খুব মজার হয়েছে। বাচ্চারা খুব পছন্দ করবে এমন কোন চপ দেখে।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে লোভ যেন সামলানো যাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই রেসিপিটি বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজ আপনি অনেক সুন্দর অনেক একটি চপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আইস ক্রিম স্টাইলের এরকম চপ আমি এই প্রথম দেখেছি। দেখে মনে হচ্ছে না এগুলো কোন চপ রেসিপি অনেক মজা লেগেছে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত মজার রেসিপি শেয়ার করা কিন্তু ভারী অন্যায়। আপু এত সুন্দর কোন আইসক্রিম গুলো দেখে তো খেতে ইচ্ছা করছে। সত্যি একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিযোগিতায় বিজয়ী হন এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিক চপ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রেড ক্যাবেজ ও চিজ দিয়ে ঝাল কোণ আইসক্রিমের চপ রেসিপি দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপু। এই রেসিপি তৈরির আইডিয়াটা বেশ ভালো লেগেছে আমার। চপ গুলো খেতেও নিশ্চয়ই খুব মজা হয়েছে। যাইহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন আইসক্রিমের চপ জিনিসটা যে খেতে কেমন হতে পারে সেটাই চিন্তা করার চেষ্টা করছি। কত রকমের ইউনিক রেসিপি যে দেখতে পারলাম আপনাদের কল্যাণে। খেতে কেমন হয়েছে সেটা বুঝতে পারছি না। তবে দেখতে দারুন হয়েছে আপনার রেসিপিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit