ফুলের নকশা আর্ট।

in hive-129948 •  11 days ago 

আমি @rahimakhatun
from Bangladesh

২৮ ই পৌঁষ ১৪৩১

--------

১৩ ই জানুয়ারি ২০২৫


473037747_588109023959673_6523706270823071257_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে অনেক দিন পর আর্ট করতে বসেছিলাম কালকে।তাও রাতে বসে বসে মশার কামড় খেয়ে খেয়ে আর্ট করেছি।আসলে বাবুর জন্য দিনের বেলা আমার নিজের কাজ করতে পারি না,কোন কাজ করতে নিলে সে কোলে এসে বসে থাকে।যাই হোক চলেন তাহলে ফুল দেখে আসি।

472801513_1113198590448474_3481116579401351206_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

470055548_2265650763805206_1376492939698678338_n.jpg

পেন্সিল

খাতা


১ম ধাপ

470053648_1133554380993918_92827697558686595_n.jpg

প্রথমে একটি গোল করে নিবো।


২য় ধাপ

473587325_1329944691514257_1136016222726822996_n.jpg

একটি ফুল এঁকে নিব।


৩য় ধাপ

472677171_1335489514121267_7464606912126911455_n.jpg

তারপর লম্বা লম্বা দাগ টেনে নিব।


৪র্থ ধাপ

473354121_589041237104275_4387927229604080788_n.jpg

আরেকটি ফুল এঁকে নিব।


৫ম ধাপ

470055548_1629678991296042_1286443948108032493_n.jpg

এঁকে নিব।


ষষ্ঠ ধাপ

472998262_601883642540675_5387170436144511121_n.jpg

পাতা একে নিবো আস্তে আস্তে আস্তে করে।


৭ম ধাপ

472042028_593657980062368_4562311430329562283_n.jpg

ডাল পালা একে নিয়ে ছোট ছোট পাতা একে নিব।


৮ম ধাপ

471724132_947271817364273_364347083593063084_n.jpg


৯ম ধাপ

473068890_1584327085522775_6200101901739052870_n.jpg

নাম লিখে নিব।

473068890_1584327085522775_6200101901739052870_n.jpg

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফুলের নকশা আর্টটি অসাধারণ হয়েছে। আসলে এ ধরনের নকশা তৈরি করতে অনেক সময় লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে আপনার পোস্টটি নিখুঁত মনে হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

Congratulations, your post was upvoted by @supportive.

অসাধারণ সুন্দর ফুলের আর্ট করেছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার আর্ট টি।এরকম আর্ট শাড়িতে বা জামায় করে সুতার কাজ করলে দারুণ হয়। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

আসলে আপু ছোট বাবু থাকলে এই সমস্যা। আমাদেরও একটা সময় এরকমই সমস্যা হয়েছিল। যাই হোক দারুন একটি আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

হুম ভাইয়া এই ভোরে ও উঠে বসে আছে।ধন্যবাদ ভাইয়া

আপনার হাতে আর্ট করা ফুলের দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ফুলের নকশা আর্ট করেছেন। আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। এরকম সাধারণ আর্ট ও দেখতে বেশ ভালো লাগে।

এই নকশা গুলো কিন্তু বিছানার চাদর বা বালিশে দেখতে দারুন লাগে। আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে পুরো নকশাটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে পুরো পোস্টটি বেশ নিখুত মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ফুলের নকশা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক পরিশ্রম করে নিখুঁতভাবে ডিজাইনটি করেছেন। আর এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে আপনার আর্ট।

image.png

এই ধরনের ফ্লোরাল আর্ট গুলো আমার বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ফুলের ডিজাইন করেছেন। ছোট বড় সব মিলিয়ে ফুলগুলো দিয়েছেন। দারুন হয়েছে আপনার আজকের এই ফুলের নকশা। ধন্যবাদ আপু এত সুন্দর একটা নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পেন্সিল দিয়ে চমৎকার ফুলের নকশা তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। খুব সহজে পেন্সিল দিয়ে কিভাবে এমন চমৎকার ফুলের দৃশ্য ফুটিয়ে তোলা যায় সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাধারণ একটি রুল টানা খাতার উপর আপনি চমৎকার ফুল এঁকেছেন আবার পাতা সহযোগে। এটাকে যদি জামা কাপড়ের উপর আঁকা যায় তাহলে ফ্লোরাল প্রিন্ট বলা হবে। এম্ব্রয়ডারি বা হ্যান্ড পেইন্টিং দুটো কাজেই কিন্তু ভালো লাগবে।

খুব সুন্দর ফুলের আর্ট করেছেন‌। ফুলের আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অনেক সুন্দর আর্ট করেছেন আপনি। ভালো লাগলো এমন মেহেদী ডিজাইন আটের মতো আর্ট করতে দেখে। ফুলের আকৃতিতে গড়েছেন তাই সুন্দর্য বেশি হয়েছে।

পেন্সিলের আর্টগুলো আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে চমৎকার ফুলের আর্ট করেছেন। তবে ছোট ছোট ফুলের ডিজাইনগুলোর কারণে আপনার আর্ট অসাধারণ হয়েছে। এই ধরনের আর্ট গুলো একটু সময় দিয়ে করলে দেখতে বেশ চমৎকার লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের নকশা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই ফুলের নকশা আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা ফুলের নকশা আর্ট শেয়ার করার জন্য।