১৬ ই চৈএ ১৪৩০ বঙ্গাব্দ ।
২ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
|
---|
বেশ কয়েকবছর আগে গিয়েছিলাম আগারগাঁও বৃক্ষমেলাতে।আসলে আমি এই নিয়ে দুইবার বৃক্ষমেলাতে গিয়েছি।আমার কাছে বৃক্ষমেলাতে বেশ ভালো লাগে যেতে।নতুন নতুন গাছ দেখা যায় বিভিন্ন রকমের ফুল ও ফল গাছ।আমাদের বাসা থেকে বৃক্ষমেলাতে যেতে বেশ কষ্ট কর,তবে এখন একটু সুবিধায় হবে কারন এখন মেট্রোরেল দিয়ে সহজেই যাওয়া যাবে বৃক্ষমেলাতে।কথা না বারিয়ে চলেন দেখে আসি ছবিগুলো
এই হচ্ছে আম গাছ।এই গাছ গুলো কলামের আমগাছ। অনেক অনেক আম ধরে।খুব সম্ভবত সূর্যি আম।খেতে কেমন তা জানি না তবে দেখতে বেশ দারুন লাগছে।এই গাছগুলোর অনেক দাম।এমন যদি ছাদে দুই একটা আম গাছ থাকে তাহলে আর কি লাগে।দেখেই তৃপ্তি মিটে যাবে।
এই হচ্ছে আমলকী গাছ।আমি এর আগে কখনোই আমলকী গাছ দেখিনি।আমলকীতে প্রচুর পরিমান পুষ্টিগুন রয়েছে, এছাড়া চুল পরা রোদে বেশ কার্যকর। যদিও আমলকী আমার তেমন ভালো লাগে না।তবে এর আচার খেতে অনেক ভালো।আমলকী খেয়ে পানি খেলে, পানি মিষ্টি মিষ্টি লাগে।
এই হচ্ছে করমচা গাছ। যদিও এটাকে গরীবের চেরি বলা হয়🤪🤪।তাহলে এগুলোতে শিরা দিয়ে মিষ্টি করে চেরি ফল বানানো হয়।তবে এটা বেশ টক ফল।তবে দেখতে বেশ সুন্দর।তবে পাকলে বেশ ভালো লাগে,তবে একটু কষ কষ ও লাগে।অনেকদিন যাবত খাওয়া হয়না ফলটা।দেখে বেশ লোভ লাগছিলো।
আমি বেশির ভাগ এই পর্বে আমগাছের ছবি তুলেছি।আসলে আমগুলো ঝুলানো দেখে বেশ ভালো লাগছে,মনে হচ্ছে পেরে যদি একটা খেতে পারতাম ভালো লাগতো।তবে দুঃখের বিষয় হচ্ছে এই গাছগুলো ছোয়াও নিষেধ।
এই হচ্ছে কাঁচা আম গাছ।দেখেই ছোটবেলার কথা মনে পরে গেলো কতই না কাচা আম খেয়েছি বড় হওয়ার পর কাচা আম খেতে পারছি না।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগারগাঁও বৃক্ষমেলাতে যে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফার আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলেই আম যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। আম বাগানে না গেলে হয়তো আমের সম্বন্ধে জানা যায় না । আমগুলো দেখে অনেক লোভ লেগে গেল এমন ধরনের আম ঝাল ও লবণ দিয়ে খেতে অনেক ভালো লাগে ।ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় সেখানে আসলে সবাই আমগুলো চুরি করার চেষ্টা করবে এই জন্যই সেগুলো ছোঁয়া নিষেধ। যাই হোক চমৎকার কিছু ফটোগ্রাফির মাধ্যমে সেখানকার সৌন্দর্যটা আমাদের মাঝে তুলে ধরেছেন দারুন লেগেছে আপু শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি মুগ্ধ। গাছে ধরে থাকা এরকম ফলের দৃশ্য দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখায়, বিশেষ করে আমার কাছে আপনার এই ফটোগ্রাফিক পোস্টের মাঝে করমচা গাছের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। করমচা গাছ দেখতে বেশ ভালো লাগছে সবুজের মাঝে লাল ফল গুলো বেশ ফুটে উঠেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক আগের ফটোগ্রাফি হলেও ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছে। তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃক্ষ মেলাতে গিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। বৃক্ষ মেলায় ঘুরতে গেলে ভালই লাগে নতুন নতুন গাছ সম্পর্কে জানা যায়। সূর্যি আম গুলো দেখে ভালো লাগলো। আগে কখনো দেখা হয়নি। বাকি ফটোগ্রাফি গুলোও ভালো লাগলো। আমলকি গাছে খুব সুন্দর আমলকি ধরে আছে। করমচা ফল দেখতে সুন্দর হলেও খেতে তেমন একটা ভালো লাগে না। ভালো লাগলো আপু প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে অনেক দিন পর ফলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সব গুলো ফটোগ্রাফি আপনি চমৎকার ভাবে ক্যামেরা বন্দী করছেন। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit