আমি @rahimakhatun
from Bangladesh
১৬ ই জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।
আমার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো।
ফটোশপ দিয়ে তৈরি ।
আসলে আমাদের যা আছে তা নিয়ে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা উচিত।আসলে আমাদের চাহিদার শেষ নেই। আমরা মানুষদের যত থাকে ততই লাগে। একটার পর একটা চাহিদা জন্ম নেই। এই ধরেন কোন মানুষের যদি বাড়ি না থাকে তখন মনে মনে ভাবে আমার যদি একটা বাড়ি থাকতো তাহলে ভালো হতো। যদি বাড়ি হয় তখন চাহিদা থাকে একটা যদি নিজের গাড়ি থাকতো। যখনই প্রত্যাশা অনুযায়ী না পাই তখনই নিজেকে অনেক অসুখী মনে হয়। আর যদি তেমন চাহিদা না থাকতো তাহলে অল্প কিছুই পেলে নিজেকে বেশ সুখী মনে হতো। যখন আপনি ভাববেন আমার এটা ঐটা নেই, অথচ এর এটা ওর ঐটা আছে যখন ভাববেন তখনই আপনার নিজেকে অসুখী মনে হবে।যখন আপনি কম্পেয়ার করবেন তখনই খারাপ লাগবে।আশা ছেড়ে কারো কাছ থেকে কোন কিছু পাওয়ার, চাহিদা কমিয়ে দেন।তাহলেই আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। আজ এই অব্দি ,আর লিখবো না। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। VOTE @bangla.witness as witness OR
এত শীতের মাঝে ঘরে লেপ কম্বল গা দিয়ে ঘুমাতে পারছি অথচ কিছু কিছু মানুষ আছে এত শীতের মাঝেও কাঁথা কম্বল ছাড়া রাস্তায় রাত কাটাচ্ছে।ছোট একটা ঘটনা বলি এই নিয়ে ছোট বেলা আমার বাবার মুখে শুনা, আমার বাবা বলতো এক লোক অন্যর পায়ে ভালো জুতা দেখে বেশ আফসোস করছে, বলছে সৃষ্টিকর্তা কি বানালো যে একজোড়া ভালো জুতা পরতে পারি না,ঠিক এই মহূর্তে এক পায়ে জুতা আর অন্য পা খালি করে এক লোক যাচ্ছে তখন ঐ লোকটি মনে মনে ভাবছে আমার তো তাও দুই জুতা আছে ঐ লোক তো একজুতা পরে হাঁটছে। তখন এক জুতা পরা লোকটা মনে মনে আপসোস করছে ঐ লোকের দুই পায়ে দুই জুতা যদি আমারো থাকতো,এর কিছুক্ষন পরে সে দেখলো এক লোক তার এক পা নেই অথচ লোকটি সৃষ্টি কর্তার কর্তার কাছে শুকরিয়া আদায় করছে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠানোর জন্য।
যখন আমরা আমাদের চেয়ে নিচের মানুষগুলো দিকে তাকাবো,তখনি চাহিদা এবং আশা গুলো কমে যায় । তখনই নিজেকে অনেক সুখী মনে হবে। আপনি যে কত সুখী তা আপনি হাসপাতালে গেলে বুঝতে পারবেন। অনেক অনেক টাকা থাকা সত্তেও তারা অন্যের ওপর ডিপেন্টেড। এমন ও অনেক রোগী আছে যে কিনা নিঃস্বাস নিতেও অক্সিজেনের সাহায্য নিজে হচ্ছে।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
অল্পে তুষ্ট থাকা আর নিজের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ যা কিছু দিয়েছেন, তার শুকরিয়া করা আমাদের কর্তব্য। অনেক সুন্দরকরে লেখার মাধ্যমে আপনি বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটাই তো সমস্যা আল্লাহ কত নেয়ামত দিয়েছে তা নিয়ে কখন শুকরিয়া আদায় করি না।অথচ এই নেয়ামতগুলো না থাকলে আমরা বাঁচতেই পারতাম না।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম কথা হচ্ছে আমাদের যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করা।সৃষ্টকর্তা সবাইকে যার যার মত সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন।আপনি একদম ঠিক বলছেন চাহিদা যদি কম রাখা যায় তাহলে সুখি থাকাটা আমাদের অনেক সহজ।আমার অতিরিক্ত চাহিদার কারনে যদি অন্য একজন ভোগ্য পণ্য থেকে বাদ পড়ে তাহলে সেটা বড্ড বেমানান।সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন পড়ে অনেক কিছু শিখতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা কেউ সব দিক থেকে পারফেক্ট না।একজন এইদিকে ভালো তো অন্যজন অন্যদিক থেকে ভালো।ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবশেষে ওই একটি কথাই মেনে নিতে হবে যে মানুষের চাহিদার শেষ নেই। সব সময় যদি আপনি অল্প কিছুতেই সন্তুষ্টি থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে শান্তি নেমে এসেছে আর যদি চাহিদা একের পর এক বৃদ্ধি করতে থাকেন তাহলে কখনোই শান্তি পাবেন না। একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন সল্পে শান্তি পেলেই সুখ পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের মানুষদের অনেক চাহিদা। এক টা আরেকটা চাহিদার জন্ম নেয়,যখন চাহিদা কমে যাবে তখনই নিজেকে সুখী মনে হবে।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম. আপু আপনি একটা বাস্তব কথা উল্লেখ করেছেন ৷ এটা সত্য আমাদের আশা প্রতার্শার শেষ নেই ৷ আমরা নিজের টা নিয়ে সুখে থাকতে পারি না ৷ আমরা যে অন্যের দেখি কিন্তু খবর নিয়ে দেখবেন সেও ভাবছে সুখে নেই ৷ হয়তো সেও অন্যের দেখছে ৷
সর্বোপরি আমাদের যার যেটা আছে সেটা নিয়ে সুখে থাকতে পারলেই ৷ আমি বা আপনি যে হই না কেন পৃথিবীর শ্রেষ্ঠ সুখী হবো বলে মনে করি ৷
ধন্যবাদ অনেক সুন্দর একটি টপিক তুলে ধরার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখনই অন্যর এই আছে সেই আছে নিয়ে পরে থাকবো তখনই নিজেকে বেশি অসুখী লাগবে।আর যখন যা আছে তা নিয়েই পরে থাকবো তখনই বেশ খুশি লাগবে।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যদি আমাদের যা আছে তা নিয়ে সুখী থাকি তাহলে আমাদের জন্যই ভালো। যদি আমরা একজনের কাছে একটি জিনিস আছে তা আমাদের কাছেও থাকতে হবে তা বলি তাহলে আমাদের নিজেদের অসুখী মনে হবে। আপনি প্রত্যেকটি কথাই একেবারে সত্যি বলেছেন। প্রত্যেকটি কথা আমার কাছে পড়ে ভালো লাগলো। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলে নিজেকে সবচেয়ে বেশি সুখী মানুষ মনে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এগুলা আমরা ঠিকই জানি কিন্তু কয়জনই বা মানি বলেন।সন্তুষ্ট জিনিস টা আমাদের মানুষদের কাছে খুব কম।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর লিখেছেন আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে জীবনে সুখী হতে হলে যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ঠিকই তো আমরা মানুষের জুতার দিকে তাকায় আসলে একজনের যে পাও থাকে না, সেদিকে তাকাই না কখনো। জীবনে সুখী হতে হলে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে এটাই বাস্তব, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন ভাববেন নিজের অনেক কিছু আছে অন্যদের তুলনায় তখন এমনেই বেশ ভালো লাগবে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম বলি আপনার এই পোস্ট এর টাইটেল পড়েই আমার ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন শুরুতেই সুখী হতে তেমন বেশি কিছু লাগে না। আমাদের অনেক কিছুই আছে কিন্তু আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না তাই তো আমরা অসুখী। অল্পতেই সন্তুষ্ট থাকলে আমরা সুখী হব। তাই আমাদের উচিত অল্পতে সন্তুষ্ট থাকা। অন্যের জিনিসের দিকে না তাকিয়ে নিজের জিনিসের দিকে তাকিয়ে সন্তুষ্ট থাকলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী হতে পারব। বেশ ভালো লিখেছেন পোস্ট। পোষ্টের টপিক খুবই ভাল ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমাদের সকলেরই উচিত অল্পতে সুখী হওয়া।কিন্তু আমরা অল্প তে সুখী হই না অনেক ক্ষেএেই।তাই তো নিজেকে আনহ্যাপি মনে হয়।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন সুখী হতে আসলেই বেশি কিছু লাগে না। যার যেটা আছে তা নিয়ে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে সে সুখী হতে পারবে। যার চাহিদা যতো কম থাকবে সে ততই বেশি সুখে থাকতে পারবে। আমরা দূর থেকে কোন মানুষকে হয়তো দেখে বলব যে সে কত সুখী কিন্তু খবর নিয়ে দেখলে বোঝা যাবে যে সে আসলে কতটা সুখী। আপনার আজকের পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটাই সমস্যা আমাদের,আমরা অল্প জিনিস নিয়ে সুখী হতে পারি না।সেটাই কথায় আছে নদীর ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের যা আছে আমরা তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকি তাহলে আমরাই সুখী হতে পারব। তবে আপনার বাবার মুখের কথাটি শুনে আমাদের মাঝে কথাটি শেয়ার করেছেন। জুতা নিয়ে সেই আফসোস করতে লাগলো আর এক জোড়া ভালো জুতা নেই। অথচ তার পায়ে যেগুলো জুতা আছে তা অন্য কারো কাছে হয়তো নেই। আমরা আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে বরং আমাদেরই ভালো হয়। এবং কারো সাথে তুলনা করা ও ঠিক না। সুন্দর করে আমাদের মাঝে পোস্টেটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটা থেকে একটা শিক্ষা আছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট আর নিজের দিকে তাকাতে তাহলে আর সমস্যা হবে না।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আসলে সুখী হতে হলে বেশি কিছু দরকার হয় না। যার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে সুখ আপনা আপনিই আসবে। চাহিদা কমাতে পারলেই সুখী হওয়া যাবে। খুবই সুন্দর একটি টপিক নিয়ে আজকের পোস্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সৃষ্টিকর্তা আমাদের যা নেয়ামত দিয়েছে তার শোকরিয়া আদায় করতে বললে সারাজীবন সাধনা করলে পারা যাবে না প্রোপারলি।আমরা তা নিয়েও ভাবি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাইটেলটা একদম আমার মনের কথা বলেছেন। দুনিয়ার সমস্ত মানুষ ব্যস্ত হয়ে পড়েছে যে যত পাচ্ছে তার চেয়েও পাওয়ার প্রত্যাশায়। তাই তাদের অভাব শেষ হয়না কখনো কিন্তু একটু পিছনের ভেবে দেখলে পরে দেখা যায় জীবন নির্বাহের জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। তার চেয়ে অনেক মানুষ রয়েছে যাদের অল্পতেই জীবন অতিবাহিত হচ্ছে। আপনার এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করল। সত্যি সচেতন মূলক একটা পোস্ট করেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আয় হায় আপনার মনের মত কেমনে টাইটেলটা দিতে পারলাম🤣🤣।প্রত্যাশা বেশি বিদায় দেখি কষ্ট টাও বেশি।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit