আমি @rahimakhatun
from Bangladesh
|
---|
এদিকে ভাই ভাবী ও তাদের ছেলেমেয়ে বারবার বলছে রাজশাহীতে যেতে।পরে বললাম কালকের মধ্যে যদি টিকেট কাটা যায় তাহলে যেতে পারি।বলার সাথে সাথে ভাইয়া অনলাইনে টিকেট কেটে ফেলে।এদিকে প্রচুর বৃষ্টি বাহিরে যাওয়ার মত কোন অপশন নেই। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো কোন কিছুই হয়নি। হাতে সময়ও হয়নি।পরে ভাবী ফোন দিয়ে বলে আমার আপুও নাকি যাবে।আমরা জেন যাওয়ার সময় এক কেজি ফুচকা নিয়ে যাই।এদিকে বাহিরে বের হতে পারছি না বৃষ্টির জন্য।আবার শখ করে বলেছে না নিয়ে যাই কেমনে।রাজশাহী তে ফুচকা গুলো এত বেশি মজার হয় না।
যাই হোক তারপর অন্য কাউকে ম্যানেজ করে ফুচকা আনার ব্যবস্হ হলো।যাই হোক আমরা আমরা উঠলাম, কিন্তু সিএনজি ওয়ালা কিছু দূর যেয়ে ঠিকভাবে চিনে না পরে বললাম এইদিক দিয়ে যেতে না সে অন্যদিক দিয়ে যাবে।তারপর দেখি বৃষ্টি হওয়ার কারনে সামনে দিয়ে অনেক পানি তারপর ও বললাম ঘুরাতে না সে পানি দিয়েই যাবে।বেশ মেজাজ খারাপ হচ্ছিলো,এই দিকে সিএনজি এর ভিতর দিয়ে পানি চলে আসছে। এই দিকে দেরি হয়ে যাচ্ছে।এখন দেখি সি এন জি কেমন জানি আস্তে আস্তে চলছে।পরে বুঝতে পারলে চাকায় কোন সমস্যা হয়েছে। এখন নাকি চাকা পরিবর্তন করা লাগবে।এইদিকে আমাদের হাতো খুব সময় আছে।আমরা সিএনজি ওয়ালাকে বললাম আমরা অন্য সিএনজি তে চলে যাই না সে বলছে বেশি দেরি লাগবে না।আমার তো বেশ টেনশন হচ্ছে।
মোটামুটি রাতে গুছানো কিছুটা ঠিক করি।পরের দিন মা নানান কিছু দিবে ছেলে, বউ, নায় নাতীর জন্য।এই দিকে ট্রেনে খাওয়ার জন্য কিছু রান্না করে নিয়ে যাওয়া লাগবে।আবার দিন ছোট সব মিলে সময়ে বের পাচ্ছিলাম না।ট্রেনের ছাড়ার সময় একটা এিশ এ।ভেবেছিলাম মুরগীর ফ্রাই এবং নুডলস রান্না করে নিয়ে যাবো।কিন্তু নুডলস রান্না করতে আমার বেশ সময় লেগে গিয়েছে। যাই হোক বাবা গিয়েছে আমারদের জন্য সি এন জি ঠিক করতে আর আমাদেরকে বলেছে পুরোপুরি রেডি হয়ে থাকতে।যাই হোক আমারা রেডি হয়ে নিচে নামলাম। সি এন জি নিয়ে আসলো।
তারপর আর কি আমরা সবাই সিএনজি থেকে নেমে অপেক্ষা করছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে ঠিক হলো।তারপর যাএীবাড়ি ফ্লাইওভার দিয়ে রওনা দিলো তখনও আমি বলেছিলাম নিচে দিয়ে যেতে না তাও শুনলো না সিএনজি মামা,এখন যেয়ে দেখে সায়দাবাদ ফ্লাইওভার এর নিচে নামার রাস্তা বন্ধ।সেইদিন ছুটির দিন ছিলো তাই হয়তো।তারপর আর কি গুলিস্তান দিয়ে যাওয়া লাগবে সেখানে ও জ্যাম ছিলো। এইদিকে একটা বেজে গিয়েছে। যাই হোক তারপর ঠিকমত পৌঁছেছি কিনা তা জানাবো পরবর্তী পর্বে
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | travel |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলের পরীক্ষা শেষ হয়েছে সেই সুযোগে রাজশাহী ভ্রমণ করতে গিয়েছেন। রাজশাহীতে দেখার মত অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর রাজশাহী শহরটা এমনিতে অনেক সুন্দর। আমি অনেকদিন রাজশাহীতে যাই নাই কিন্তু রাজশাহী শহরটা আমি খুব পছন্দ করি। এখানে দেখার মত চিড়িয়াখানা রয়েছে জিয়া পার্ক রয়েছে এছাড়া অন্যান্য পার্ক রয়েছে। চেষ্টা করবেন আরো অনেক সুন্দর জায়গা ভ্রমণ করতে পদ্মার পাড় আমার প্রিয় জায়গা ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চার পাঁচ দিনের সফর আরকি।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit