ফানল্যান্ড পার্কের কিছু আলোকচিত্র। 10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  2 years ago  (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

২০ ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ।

৫ই অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শরৎকাল ।

এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি ছবি এক সাথে ।

310006926_615416600049134_6237130567909817997_n.jpg

captured by @rahimakhatun

Device- samsung SM-A217F

বেশকিছু দিন যাবত বিদুৎ খুব সম্যাসা করছে।আসলে এভাবে চলতে থাকলে, বসবাস করা বেশ কষ্টসাধ্য হয়ে পরবে।আজ সেই দুপুর ১ টা দিকে বিদুৎ গিয়েছে এসছে রাত ৮.৩০ তারপর আধঘন্টা ছিলো আবার চলে গিয়েছে।এভাবে এমন করলে পোস্ট কিংবা কমেন্ট কিভাবে করা যায়।বিদ্যুৎ এর তো সম্যাসা আছেই তার উপরে মেগাবাইট গুলো ও চলাতে পারছি না বিদ্যুৎ এর কারনে নেটওয়ার্ক এর সম্যাসা হচ্ছে মনে হয়।বুঝলাম না দেশ কোন দিকে যাচ্ছে আদৌ ডিজিটাল নাকি শ্রীলঙ্কার দিকে।আর মিডিয়া গুলো যেভাবে আজাইরা নিউজ করে এতে করে প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে যায় মনে হচ্ছে। একে তো গ্যাসের সম্যাসা তারউপর বিদ্যুৎ কতদিক দিয়ে ধৈর্য ধরা যায়। আজকে ভেবেছিলাম পোস্ট করতে পারবো না। তাই আগ থেকেই মোবাইলে কিছু লিখে রেখেছিলাম এখন শুধু কপি করে পেস্ট করছি।

309574723_504119914549024_2463645226439724574_n.jpg

তখন আমার ছেলে ছোট ছিল কি যেন বলতেছিলো ,বুজতে পারছি না বিদায় হাত দিয়ে কি যেন বুঝাচ্ছে।

এই ছবিগুলো ২০২০ সালের, তখন করোনা তেমন দাপট ছিলো না।ফ্ল্যাটের সবাই মিলে পিকনিকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।পরে বাস ভাড়া করে নারায়নগঞ্জের রুপগন্জে পিকনিক করার কথা ঠিক হলো।আমরাও গিয়েছিলাম।মোটামুটি বেশ মজাই হয়েছিলো।

309428407_1141862823125261_6960118182572177559_n.jpg

বেশ ক্লান্ত ,তাই অসহায়ের মতো বসে আছে।

310113163_1773764882989285_4063566078180132311_n.jpg

এই ডাইনাসরটা দেখে তার সামনে যাবেই না ,কত করে বলছি এইটা মিথ্যা না সে ভয়ে যাবেও না ছবি ও তুলবে না।

310638573_793371238637501_9096084539423835468_n.jpg

অনেক কষ্টে দূর থেকে একটা ছবি তুলতে পেরেছিলাম।

309992198_660133068709200_374178004835910795_n.jpg

কিভাবে তাকিয়ে আসে ,যদি ওর দিকে চলে আসে।

310810214_484606253545220_5942557867752987287_n.jpg

তার বাবার সাথে ছবি।

310074533_404594318511644_1145557577117251013_n.jpg

আমি ছবি তুলছি ,আর ও হাতিটাকে দেখছে। কত যে তার প্রশ্ন।

309937799_800507494405645_4785757301995476118_n.jpg

হরিনের উপর বসে আছে।
310667804_1535949283501096_4811792834611808877_n (2).jpg

ভুতের মুখে ও ছবি তুলবে না ,এমন কি ভিতরে যাবেও না। অনেক জোর করে ছবিটা তুলেছিলাম।

সকালে খিচুড়ি,দুপুরে রোস্ট, রাইস ও গরুর মাংস আরো কি কি যেন ছিলো আর বিকালে নাস্তা।ঐখানে সবার জন্য খেলাধুলার আয়োজন করা হয়েছিলো।আমাদের মেয়েদের জন্য হাড়ি ভাঙ্গা আর চেয়ার সেটিং ছিলো।আমি দুইটাতেই পুরষ্কার পেয়েছিলাম।হাঁড়িভাঙ্গাতে তৃতীয় এবং চেয়ার সেটিং এ দ্বিতীয় হয়েছি।

বেশ কিছু রাইড ছিলো যদিও আমি উঠিনি সবগুলোতে।একটাতেই উঠে বেশ ক্লান্ত গেলেছিলো।ঘুড়াতে ঘুড়াতে অবস্থা শেষ।

আজকে এইখানেই শেষ করছি।আবার এসব অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে সেই অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

সবাইকে ধন্যবাদ


ডিভাইস samsung SM-A13F
স্থান নারাণগঞ্জ
আলোকচিত্র পিকনিক স্পট
লিংক source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টুকু সমস্যা হতেই পারে আমরা তো বছরজুড়ে বিদ্যুতের সুবিধা ভোগ করছি। তাই বলে এত অস্থির হয়ে গেলে তো আর হবে না। মানুষ মুখে যত কিছুই বলুক, একটা কাজ করে সম্পন্ন করতে সময়ের প্রয়োজন। যত যাই হোক তবে আপনাদের পিকনিক স্পটের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। দুলাভাইকে দেখে তো মনে করেছিলাম আর, যে, কিবরিয়া, হাহাহা। অসাধারণ ছিল আপনার অনুভূতিগুলো। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই আমরা এখন নেটওয়ার্ক উপর ডিপেন্ডেবল হয়ে গিয়েছি, তাই বিদ্যুৎ না থাকলে বেশ অস্হির লাগে।যাই হোক ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

আপু বিদ্যুতের কারিগরি সমস্যার সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ বর্তমান যে সমস্যাটি দেখা দিয়েছে এটা খুবই জটিল। আপনি যত কিছুই বলুন না কেন এটা সমাধান করতে অনেক সময় লাগবে। আমাদের সেই বিষয়ে ধারণা থাকা উচিত। তাছাড়া মানুষের দুর্ভোগ বর্তমান বিদ্যুতের ওপর অনেকটা নির্ভরশীল বিশেষ করে সম্পূর্ণটাই। কিছু জিনিস আছে যত কষ্টই হোক মেনে নিতেই হবে কিছুই করার থাকে না। যাইহোক, ফানল্যান্ড পার্কে দারুন সময় অতিবাহিত করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপু।

কি জানি কবে ঠিক হবে,আদৌ ঠিক হবে কিনা নাকি আস্তে আস্তে আরো খারাপ দিকে যায়।যাই হোক সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।

বিদ্যুৎ বিভ্রাটের ফলে সবাইকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। তবে যাই হোক আপু পুরনো দিনের স্মৃতিগুলো মাঝে মাঝে দেখলে অনেক ভালো লাগে। পরিবারের সবাই মিলে পিকনিক স্পটে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। আর সেখানে গিয়েও খেলায় জিতেছেন জেনে ভালো লাগলো আপু। বাবা ও ছেলেকে একসাথে দেখে অনেক ভালো লাগলো।

মাঝে মাঝে সবাই মিলে পিকনিক এ যেতে ভালোই লাগে।বাবা ছেলে থাকলে আর কিছুই লাগে না।যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।

ফানল্যান্ড পার্কের নামটি আজকে প্রথম শুনলাম। নারায়ণগঞ্জ অনেকবার গিয়েছিলাম কিন্তু এই জায়গাটির নাম জানা ছিল না বলে ঘুরে আসা হয়নি। কিন্তু আপনার মাধ্যমে এই পার্কের আলোচিত্র গুলো দেখে অনেক ভালো লাগলো।
আপনাদের সবার জন্য শুভকামনা রইল

এটা নারায়ণগঞ্জ রুপগঞ্জে। পিকনিক স্পট বেশ ছোট কিন্তু জায়গা টা বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো ।

ঠিক বলেছেন আপু কারেন্ট এর অবস্থা খুবেই খারাপ। ফানল্যান্ড পার্কের কিছু আলোকচিত্র শেয়ার করেছেন দারুন হয়েছে। ভুতের মুখের ছবিটিই ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

হা হা আসলেই ভুতের মুখটা বাচ্চাদের জন্য একটু ভয়ংকর তবে সুন্দর 🤪🤪

মানুষের জনজীবনে দুর্ভোগ অনেকটাই বিদ্যুতের উপর নির্ভরশীল। কেননা বিদ্যুৎ দিয়েই এখন প্রায় প্রত্যেকটা পজিশন চালিত হচ্ছে। যার কারণে আমরা অনেক দূর্ভোগে পড়ে যাচ্ছি বিদ্যুৎ না থাকায়।।

আপনি পার্ক ভ্রমণ করে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

এই জন্যই তো সম্যাসা, আমাদের এখন সব বিদ্যুৎ এর উপর নির্ভরশীল। সব জিনিসেই বিদুৎ লাগে।আলোকচিএ গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

সত্যি বলতে সারাদেশে বিদ্যুতের সমস্যা কাল থেকে শুনলেও আমাদের বগুড়াতে তেমন একটা প্রভাব দেখছি না আপু। সেদিক থেকে বেশ ভালোই আছি আমরা 😅। আর বাচ্চা মানুষ কি করে বুঝবে শুনি কোন আসল ডাইনোসর আর কোনটা নকল ডাইনোসর! ছোট বাবুর জন্য বেশ ভালো একটা সময় কেটেছে। আর আপনি যে খেলায় প্রাইস নেবেন এটা জানা কথা,, কিছু হতে না পারলে জোর করেই নিতেন একটা সেটাও জানি 🤪

ভাই হয়ে এমন কথা বলতে পারলেন বোনের নামে😂😂।আমি কত নিরীহ একজন মানুষ।

ভাই হয়ে বোনকে ভালো মত চিনি বলেই তো এত বড় গলায় বোনের কীর্তন করে দিলাম 😅

বোন তো ভাইয়ের মত হবেই।দেখতে হবে না কার বোন আমি🤪।কীর্তনওয়ালা ভাইয়ের বোন😝😝

আসলে আপু বিদ্যুতের সমস্যাটা এখন প্রায় সবদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপু যেহেতু আমরা সারা বছর বিদ্যুৎ ব্যবহার করছি সে ক্ষেত্রে একটু সমস্যা হলে সেটা ধৈর্য নিয়ে মোকাবেলা করা উচিত। আপনার মত আমিও গতকালকে মোবাইলে চার্জ ও দিতে পারিনি এজন্য পোস্ট, কমেন্ট সবকিছু করতে একেবারে অসুবিধা হয়ে গেছিল। আসলে কারেন্ট এখন আমাদের পেশার সাথে জড়িয়ে গেছে। কিন্তু আপনি আগে থেকে লিখে রেখেছেন এটা বেশ ভালো বুদ্ধি ছিল। আমিও মাঝেমধ্যে এরকম করে থাকি। আর ২০২০ সালের ছবি আপনার ছেলেকে বেশ কিউট লাগছে। ছোট মানুষ সত্যিই ডাইনোসর আর মিথ্যা ডাইনোসর বুঝতে পারেনি। আর ওর বাবার সাথে বেশ ভালো লাগছিল দেখতে।

আমাদের পেশার সাথে জড়িত দেখেই তো সম্যাসা তা নাহলে তো হতোই। আসলেই ছোট মানুষ তো তাই আসল নকল বুঝে না।ধন্যবাদ

ফানল্যান্ড পার্কের আলোকচিত্র দেখে খুবই ভালো লাগলো। সত্যি অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম। পরিবারের সাথে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন।

আসলেই পরিবারের সাথে বেশ ভালো সময় কাটিয়েছিলাম।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ