মজাদার স্বাদের ইলিশ ভুনা রেসিপি।

in hive-129948 •  2 years ago  (edited)

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

ইলিশ রেসিপির ছবি

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সকালে পোস্ট করতে বসবো বসবো করে কেবল বসলাম। সকাল থেকেই মাথাটা বেশ ব্যথা করছে ,সর্দি সর্দি ভাব। খুব বেশি ভালো লাগছে না ,কষ্ট করে হলেও লিখার চেষ্টা করছি। যাই হোক আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজকে ইলিশ মাছ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।

রেসিপির ছবি

আসলে ইলিশ মাছ কে যেভাবেই রান্না করা হোক না কেন ,সব ভাবেই ভালো লাগে খেতে। আর আগে ইলিশ মাছের অনেক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজ ভুনা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। বড় ইলিশ মাছ খেতে অনেক টেস্টি হয়। আর যদি মাছের ডিম থাকে ,তাহলে আর কি লাগে।ইলিশের রেসিপি তৈরি করতে খুব বেশি মসলা দেওয়ার প্রয়োজন হয় না ,বেশি মসলা দিলে ইলিশের আসল স্বাদ পাওয়া যায় না। যাই হোক আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরন পরিমান
ইলিশ মাছ ১টি মাজারি সাইজের
পেঁয়াজ প্রয়োজন মতো
তেল ৬ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
আদা রসুন পেস্ট ১ চা চামচ
কাঁচা মরিচ ৩/৪ টি
ধনে গুঁড়া প্রয়োজন মতো
কাঁচা মরিচ ৬ টি
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻
প্রথমে ইলিশের টুকরোগুলোকে হলুদ মরিচ ও লবন দিয়ে মেখে নিব।
♻♻♻২য় ধাপ ♻♻♻
একটি ফ্রাই পেনে তেল গরম করে মাছের টুকরা গুলো দিয়ে দিব।
♻♻♻৩ য় ধাপ ♻♻♻
মাছ ভাজা হয়ে গেলে ,মাছগুলো উঠিয়ে ওই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব।
♻♻♻৪র্থ ধাপ ♻♻♻
কষিয়ে নিব।
♻♻♻৫ম ধাপ ♻♻♻
সামান্য পানি দিয়ে মসলা দিয়ে কষিয়ে নিব।
♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻
কষানো হয়ে গিয়েছে।
♻♻♻৭ম ধাপ ♻♻♻
মাছগুলো দিয়ে দিয়েছি।
♻♻♻৮ম ধাপ ♻♻♻
সামান্য পানি দিয়ে দিয়েছি।
♻♻♻৯ম ধাপ ♻♻♻
প্রয়োজন মত ঝোল রেখে ,লবন চেক করে নামিয়ে নিব। তারপর আমি মাটির পেল্ট এ পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা বাসায় একটি ট্রাই করে দেখবেন। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ ভুনা রেসিপি দেখেই তো জিভে পানি চলে এলো আপু।

ইলিশের রেসিপি তৈরি করতে খুব বেশি মসলা দেওয়ার প্রয়োজন হয় না ,বেশি মসলা দিলে ইলিশের আসল স্বাদ পাওয়া যায় না।

এই কথাটি একেবারে যথার্থ বলেছেন আপু। আমিও আপনার সাথে একমত পোষণ করছি। যাইহোক আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই ইয়াম্মি হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলেই খেতে বেশ ভালোই হয়েছিলো,আসলে অনেকদিন আগে করিয়েছিলাম স্বাদটা তেমন খেয়াল নেই 😜

image.png

প্রথমে আপনার দ্রুত সুস্থতা কামনা করি।সকাল সকাল এমন ভালমন্দ খাবার দেখলেও মন ভাল হয়ে যায়।ইলিশ মাছের সাথে অন্য কোন মাছের তুলনা হয়না। এই সুস্বাদু ভুনার সাথে এখন গরম ভাত হলেই জমে যাবে। ধন্যবাদ আপু রাজকীয় মাছের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য

রেসিপি গুলো তো আগের করা, এখন কিছু করার ধৈর্য নাই। আসলেই গরম ভাতের সাথে বেশ ভালো লাগে।ধন্যবাদ

আপনার কাছে খারাপ লাগছে কিরকম সর্দি ভাব লাগছে এর সত্ত্বেও আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে ভালো লাগলো। দেখে বুঝতে পারছি বেশ মজাদার ছিল আপনার আজকের এই ইলিশ মাছের রেসিপি। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ভুনা হলে তো কোন কথা নেই। ভালো লাগলো দেখে।

সর্দি লেগে গিয়েছে, নাক দিয়ে টপটপ জল পড়ছেই তো পড়ছে😜😜।ধন্যবাদ আপনাকে

আপনি আবারো টেস্টি ইলিশ মাছ রান্না করেছেন। আগের দিন ইলিশ মাছ রান্না করে লোভ দেখিয়েছেন। সেই লোভ এখনো মাথার ভিতর ঘুরঘুর করছে। তার ভিতরে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন আপনি। যাই হোক দেখতে তো সুন্দর হয়েছে খুবই। খেতেও নিশ্চয়ই ভালো হবে। তবে তাতে আমার কি, আমার তো শুধু দেখেই মজা নিতে হবে।

আপনার সর্দি হয়েছে বেশ ভালো হয়েছে। মানুষকে লোভ দেখালে এরকমই হয়।

আপনি তো সবসময়ই তাই দোয়া করেন,আমি যেন অসুস্থ থাকি।তাই তো আপনাকে বেশি বেশি লোভ লাগাই😜😜

আপনি তো সবসময়ই তাই দোয়া করেন,আমি যেন অসুস্থ থাকি।তাই তো আপনাকে বেশি বেশি লোভ লাগাই😜😜

এখনকার ওয়েদারই এমন। সবারই সর্দি কাশি লেগে থাকে। আমি ফরিদপুর থেকে আসছি পর থেকেই কাশি। এখনো ভালো হয়নি। যাইহোক কষ্ট করে হলেও পোস্টটি করেছেন দেখে ভালো লাগলো। আর ইলিশ মাছ ভুনা সবারই খুব পছন্দ । আর এভাবে ভেজে রান্না করলে তো খেতে আরো বেশি ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আর কালারটিও বেশ লোভনীয় লাগছে দেখতে।

এখন যদি আমার কাশি হয় তাহলে খবর আছে,এমনেই কয়েকদিন আগে অপরেশন করিয়েছি।যাই হোক আপনার কাছে রেসিপি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

আপনি একদম সত্য কথা বলেছেন বড় ইলিশ মাছ আমরা খেতে সকলেই অনেক বেশি পছন্দ করি আর সেই ইলিশ মাছের মধ্যে যদি ডিম থাকে তাহলে তো আর কোন কথাই নেই। আপনার এই ইলিশ মাছ রান্নার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। এরকম রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা কষ্টসাধ্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে বড় ইলিশর স্বাদটাই অন্যরকম।ছোট ছোট ইলিশের তুলনায়। ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য।

আপনি যে কষ্ট করে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করলেন এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এখানে ভালোবাসার টান বলে একটা কথা রয়েছে। আর এটা সত্যি যে কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ করে। আর আপনার রান্নার কালারটা এত অসাধারণ হয়েছে কি বলবো। দেখেই বুঝতে পেরেছি অনেক বেশি সুস্বাদু হয়েছে।

আসলে মাঝে মাঝে কষ্ট করে হলেও পোস্ট লিখা লাগে তা না হলে ভালো লাগে না।সারাদিন পরে এতক্ষ কমেন্ট করতে বসলাম।ভালো লাগছে না।ধন্যবাদ

সত্যি আপু ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক বেশ মজার হয় খেতে। আপনার রান্নার ধাপগুলো খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা ও খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

হুম আসলেই ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন সব ভাবেই খেতে ভালো লাগে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

আপু গুরুজনেরা বলে সর্দি জ্বরে ইলিশ মাছ খেলে সর্দি কিংবা মাথা ব্যথা বেড়ে যায়। আর আপনার সর্দি সর্দি অবস্থা তারপরেও আপনি এই রেসিপি তৈরি করেছেন। তার মানে রেসিপিটি আপনি খেয়েছেনও। তাহলে কি আপনার সর্দিটা বেড়ে গেছে। যাই হোক আপু, আপনার তৈরি মজাদার ইলিশ মাছ ভুনা রেসিপিটি খুবই লোভনীয় লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক অনেক স্বাদ হয়েছে।এত মজাদার একটি রেসিপি কষ্ট করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমি তো আজ রেসিপি করিনি কিংবা খাই নি।এই রেসিপি তৈরি করেছি বেশ কিছুদিন আগে🤣।ধন্যবাদ আপনাকে।

ইলিশ মাছ পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছ ভুনা হলে আর কিছুই লাগেনা। এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ইলিশ মাছ পছন্দ করি ঠিক কিন্তু কাটার জন্য অনেক সময় খাওয়া হয় না।আসলেই এমন ভুনা গরৃ ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে

প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আপনি অনেক সুন্দর করে ইলিশ ভুনা রেসিপি করেছেন। আসলে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আসলেই ইলিশ মাছের যে কোন রেসিপি খাওয়ার স্বাদই আলাদা।আপনার কাছে রেসিপি টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ❤️❤️

ইলিশ হলো এমন এক প্রকার মাছ যেটাকে যেভাবেই রান্না করা হোক না কেন তা খেতে সুস্বাদু হবেই। বড় ইলিশ একটু বেশি সুস্বাদু হয় যদিও। ডিম ভরা ইলিশ মাছ গুলো ভাজা করে খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনার আজকে শেয়ার করা ইলিশ ভুনা রেসিপিটি বেশ দারুন লাগলো আপু।

আমার কাছে তো শুধু ইলিশের ডিম খেতে বেশ ভালো লাগে।তবে এটা ঠিক ইলিশ মাছ ভাজা খেতে বেশ বালো লাগে।ধন্যবাদ আপনাকে

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আর ইলিশ মাছ আমার এবং আমার পরিবারের সবারই খুব পছন্দের খাবার। আর সেটা যদি হয় ডিম ভরা ইলিশ তাহলে তো কোন কথাই নাই। আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে আপু। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।