আমি @rahimakhatun
from Bangladesh
৩নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে আজকে আর্ট শেয়ার করবো।অনেকদিন পর খাতা পেন্সিল নিয়ে বসেছিলাম ,আসলে ছোট বাবুরটার জন্য বসতে পারি না তাছাড়া একা হাতে সব করতে হয় তাই এমন। তাছাড়া অসুস্থ থেকে উঠেছে বেশ বিরক্ত করে খাওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে ,কারো কাছে যায় ও না ,শুধু আমার কাছেই থাকবে। যাই আজকে শুধু মাত্র পেন্সিল দিয়েই পুরো আর্ট কমপ্লিট করি। আসলে হাতের কাছে রং খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম শুধু পেন্সিল দিয়েই করি। আসলে ছেলের জন্য লুকিয়ে রাখতে হয় ,এখন এমন লুকিয়েছি যার জন্য এখন আমি নিজেই খুঁজে পাচ্ছি না। যাই হোক।
|
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
প্রথমে একটি দাগ টেনে নিলাম।
২য় ধাপ |
---|
অর্ধ বৃত্ত এঁকে ভরাট করে নিলাম।
৩য় ধাপ |
---|
পাতা পাতা এঁকে নিলাম।
৪র্থ ধাপ |
---|
বড় বড় পাতা এঁকে নিয়েছি
৫ম ধাপ |
---|
আবার বড় বড় পাতা এঁকে নিয়েছি
৬ষ্ঠ ধাপ |
---|
পাতা মধ্যে নকশা
এঁকে নিয়েছি
৭ম ধাপ |
---|
অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি
৮ম ধাপ |
---|
পেন্সিল দিয়ে লিখে নিলাম।
আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু পেন্সিল দিয়ে কত সুন্দর ফুলের নকশা ডিজাইন করলেন। ছবিটি সব শেষে সুন্দর হয়েছে। অর্ধচন্দ্রাকার না হয় এবার একবার পূর্ণচন্দ্র একে ফেলবেন। আপনি তো বেশ ভালোই আঁকেন। আরো সুন্দর সুন্দর আর্ট আমাদের উপহার দেবেন এই আশা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করেছেন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। পেন্সিল আর্ট গুলো দেখতে সবসময়ই ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার সুন্দর ফুলের ডিজাইন করেছেন। খুব সুন্দর হয়েছে। এই ফুলের ডিজাইন টি করতে অনেক সময় ও ধৈর্য, মেধা ব্যায় হয়েছে তা বুঝতে পারছি।ধাপে ধাপে ফুলের ডিজাইন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। নকশাটা অসাধারণ হয়েছে। ছোট ছোট ডিজাইন গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। এগুলো আর্ট করাও বেশ সময়ের ব্যাপার। এত সুন্দর একটি নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপু সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার ফুলের আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকার ফুলের আর্ট করেছেন আপনি। ফুলের আর্ট দেখতে সুন্দর লাগছে। এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ছোট বাচ্চারা যখন অসুস্থ থেকে সুস্থ হয় তখন তারা অনেক বিরক্ত করে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুতে। যাই হোক আজকে আপনি পেন্সিল দিয়ে খুব চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন। ছোট ছোট ফুলের ডিজাইনগুলোর কারণে নকশা আর্ট চমৎকার হয়েছে। ধৈর্য ধরে এত সুন্দর একটি নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit