ফুলের নকশা আর্ট।

in hive-129948 •  2 months ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।

৩নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

462556763_471735442578375_177058605991841761_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে আজকে আর্ট শেয়ার করবো।অনেকদিন পর খাতা পেন্সিল নিয়ে বসেছিলাম ,আসলে ছোট বাবুরটার জন্য বসতে পারি না তাছাড়া একা হাতে সব করতে হয় তাই এমন। তাছাড়া অসুস্থ থেকে উঠেছে বেশ বিরক্ত করে খাওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে ,কারো কাছে যায় ও না ,শুধু আমার কাছেই থাকবে। যাই আজকে শুধু মাত্র পেন্সিল দিয়েই পুরো আর্ট কমপ্লিট করি। আসলে হাতের কাছে রং খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম শুধু পেন্সিল দিয়েই করি। আসলে ছেলের জন্য লুকিয়ে রাখতে হয় ,এখন এমন লুকিয়েছি যার জন্য এখন আমি নিজেই খুঁজে পাচ্ছি না। যাই হোক।

462578125_540135238973797_6352599169217472344_n.jpg

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

462541960_481856761533557_6992459323957987337_n.jpg

উপকরণঃ
🔺 খাতা 🔺পেন্সিল
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

462561842_1062511242000519_3184987643495233533_n.jpg

প্রথমে একটি দাগ টেনে নিলাম।

২য় ধাপ

462550230_1285431362475349_5394700402802562066_n.jpg

অর্ধ বৃত্ত এঁকে ভরাট করে নিলাম।

৩য় ধাপ

462556790_2773772809460393_839695137839362203_n.jpg

পাতা পাতা এঁকে নিলাম।

৪র্থ ধাপ

462574344_1099282751773274_8762614051325203733_n.jpg

বড় বড় পাতা এঁকে নিয়েছি

৫ম ধাপ

462569430_1515513355828816_8745539116681086943_n.jpg

আবার বড় বড় পাতা এঁকে নিয়েছি

৬ষ্ঠ ধাপ

462557098_1009327047547866_8324935539858249991_n.jpg

পাতা মধ্যে নকশা
এঁকে নিয়েছি

৭ম ধাপ

462561805_1374721450155761_6708601166130724623_n.jpg

অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি

৮ম ধাপ

462545827_533960056266279_947506040100321877_n.jpg

পেন্সিল দিয়ে লিখে নিলাম।

462578125_540135238973797_6352599169217472344_n.jpg

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

শুধু পেন্সিল দিয়ে কত সুন্দর ফুলের নকশা ডিজাইন করলেন। ছবিটি সব শেষে সুন্দর হয়েছে। অর্ধচন্দ্রাকার না হয় এবার একবার পূর্ণচন্দ্র একে ফেলবেন। আপনি তো বেশ ভালোই আঁকেন। আরো সুন্দর সুন্দর আর্ট আমাদের উপহার দেবেন এই আশা রইল।

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

আপু আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করেছেন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। পেন্সিল আর্ট গুলো দেখতে সবসময়ই ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

চমৎকার সুন্দর ফুলের ডিজাইন করেছেন। খুব সুন্দর হয়েছে। এই ফুলের ডিজাইন টি করতে অনেক সময় ও ধৈর্য, মেধা ব্যায় হয়েছে তা বুঝতে পারছি।ধাপে ধাপে ফুলের ডিজাইন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনি খুব সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। নকশাটা অসাধারণ হয়েছে। ছোট ছোট ডিজাইন গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। এগুলো আর্ট করাও বেশ সময়ের ব্যাপার। এত সুন্দর একটি নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসাধারণ আপু সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার ফুলের আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকার ফুলের আর্ট করেছেন আপনি। ফুলের আর্ট দেখতে সুন্দর লাগছে। এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপু ছোট বাচ্চারা যখন অসুস্থ থেকে সুস্থ হয় তখন তারা অনেক বিরক্ত করে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুতে। যাই হোক আজকে আপনি পেন্সিল দিয়ে খুব চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন। ছোট ছোট ফুলের ডিজাইনগুলোর কারণে নকশা আর্ট চমৎকার হয়েছে। ধৈর্য ধরে এত সুন্দর একটি নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।