ইনডোর প্লান্টের কিছু আলোকচিত্র || 10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  2 years ago 
❤❤আজ রোজ মঙ্গলবার ২৬ ই জুলাই ২০২২ খিস্টাব্দ ও১১ ই এ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ,। আজ ষড় ঋতুর (বর্ষাকাল )। ❤❤

কয়েকটি ছবি এক সাথে ।

295618204_727846398526617_38518191732683080_n.jpg

captured by @rahimakhatun

Device- Glalaxy A13

সন্ধ্যা থেকে পোস্ট পোস্ট করবো করবো বলে কেবল বসলাম পোস্ট করার জন্য।আসলে বৃষ্টি হলেও কেমন জানি একটা জানি একটা গরম আছে। আর লোড শেডিং কথা নতুন করে কি বলবো। আজকে দুই বার ২ ঘন্টা করে ছিল না। আসলে সে দিন শুনেছিলাম ,ইলেক্ট্রিসিটি নাকি ফেরিওয়ালারা বিক্রি করবে ,কিন্তু কাস্টমার খুঁজে পাওয়া যাবে না। আসলে এই বক্তব্য শুনে চিন্তা করছি আমাদের এই খানে কবে যে ইলেক্ট্রিসিটি ওয়ালা আসবে ,আমি একটু কিনে নিতাম। আপনাদের ওই খানে পাওয়া গেলে আমাদের এই দিক পাঠিয়েন।আসলে ফেসবুক এর কল্যানে আমরা সংসদের গুরুত্বপূর্ণ কথা গুলো জানতে পারি ,না হলে তো জানতাম না ইলেকট্রিসিটি যে বিক্রি হবে। কিছু দিন যাবৎ গ্যাসের ও বেশ সমস্যা করছে ,কিছুদিন আগে বিল বাড়ানো হলো তাও যে কেন এমন করছে কি জানি। যাই হোক প্রতিদিনের মতো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে আপনাদের সাথে বৃক্ষমেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে আরো নতুন কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।

294493591_614795806631284_787350112750541378_n.jpg

এই একটা গাছটার নাম Dracaena angolensis .এইটা নাকি থাইল্যান্ডের গাছ। গাছটা বেশ সুন্দর। উপরের কালার গুলা রং করা। সুন্দরের জন্য।পরে যখন নতুন করে আবার গাছ বাড়বে নরমাল হবে। বেশ দাম গাছ গুলার। একটা ৯০০ করে দাম।

293816872_765112771493743_1141967776331768135_n.jpg

আসলে আমার কাছে ইনডোর প্লান্ট বেশ ভালো লাগে। ইনডোর প্লান্ট দিয়ে গুড় সাজালো বেশ সুন্দর লাগে। আমি প্রায় কিনি। একটু দামে কম পেলে।

295345498_447960390518026_5675341409547756483_n.jpg

তবে এই গাছটা আমার তেমন ভালো লাগে নি। তাই নাম কিংবা দাম জানি না।

294227410_529904375549255_491708665007308863_n.jpg

এই খানে কিছু ক্যাক্টাস। খুব সুন্দর,কিন্তু দাম হাতের নাগালে।

294054988_5230233593708700_7591045596801996481_n.jpg
এই গাছটা তো কম বেশি সবাই জানেন ,লাকি বেম্বো। খুব সুন্দর কাটিং করা।

295053681_1749128675438794_6793011287641047403_n.jpg
কালারিং ক্যাকটাস। গ্রাফটিং করা।

294701008_464636685095698_3281735464582470249_n.jpg

294343736_601143068075259_193278578072789915_n.jpg

293778330_365630315721868_1509009900146189399_n.jpg

294548835_1039813190055687_5749111872211175559_n.jpg
আমার ইনডোর প্লান্ট বেশ ভালো লাগে। তবে অনেক দাম এই খানে। দামের জন্য তেমন কিছুই কিনতে পারিনি।
আসলে কয়েকটা পোস্ট হবে বৃক্ষ মেলা নিয়ে। আমি বেশ কিছু গাছ কিনেছি ,সব গুলা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

deviceGalaxy A13
LocationDhaka
Photograpy tree fair
link source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে ইনডোর প্লাটের কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ইনডোর প্লান্টের ফটোগ্রাফি চমৎকার জেনে ভালো লাগলো।শুভ কামনা রইলো। ধন্যবাদ

Budding work!🌱👍 Resteemed!

thankyou plant lovers for resteemed.

ইন্ডোর প্লান্ট আমার মনের সবচেয়ে কাছের জিনিস। আমার বাসায় অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে। আমি এগুলোকে খুব যত্ন করি। এবং আমার মনে হয় এই প্লান্টগুলো আমাদের বাসার সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে। ইন্ডোর প্ল্যান্ট গুলোর খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

ইশ,আপু আপনার লিখা পড়ে তো আপনার গাছগুলো দেখতে ইচ্ছে করছে।আপু আমাকে কিছু গাছ দিয়েন😜।ধন্যবাদ

আজকে দুই বার ২ ঘন্টা করে ছিল না।

তারপরও তো কম সময়ের জন্য লোডশেডিং হয়েছে দেখছি আপনাদের ওইদিকে আপু। আমাদের গ্রামে প্রত্যেক এক ঘন্টা পর পর একঘন্টা পরে লোডশেডিং হয়ে থাকে।

চমৎকার কিছু ইনডোর প্ল্যান্টের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে আমরা সব সময় মনে করি প্লান্ট শুধুমাত্র আউটডোরে হয়ে থাকে কিন্তু ইনডোরে যে এত সুন্দর প্ল্যান্ট হতে পারে তা আপনার ফটোগ্রাফি গুলো না দেখলে হয়তো বুঝতাম না।

হুম,গ্রামে তো আগে থেকেই এই অবস্থা। তবে গ্রামে তো ঠান্ডা আছে,শহরে বাজে অবস্থা। ধন্যবাদ আপানাকে

আপনি অনেক সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টের কিছু আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে তো গাছগুলো খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার কাছেও খুব ভালো লেগেছিল,ইনডোর প্লান্টগুলো।গাছ সুন্দর হলে ফটোগ্রাফি ও সুন্দর। ধন্যবাদ

এই ফটোগ্রাফিগুলো অনেক আকর্ষনীয় হয়। আপনি ইনডোর প্লান্টের আলোকচিত্র শেয়ার করেছেন যা অসাধারণ ছিলো। আপনার প্রতিটি ছবির ফোকাস খুব ভালো ছিলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া সরাসরি তো আরো সুন্দর ছিলো।যাই হোক আলোকচিত্রের ফোকাস ভালো ছিলো জেনে ভালো লাগলো।ধন্যবাদ

ইনডোর প্লান্টের মধ্যে অনেকগুলো আমার দেখা রয়েছে,তবে কয়েকটি প্লান্ট নতুন দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

হুম হুম কিছু কিছু বেশ নতুন।বিশেষ করে থাইল্যান্ডের গাছগুলো।আপনাকে ও ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য

ভাবছি ইনডোর একটি প্লান্টের জায়গা করে সেখানে ইনডোর প্লান্ট লাগাবো কি বলেন?

হুম হুম,অব্যশই তারপর আমারে কিছু গিফট করিয়েন😜😜

প্লান্ট গুলা কোন ব্যাংকে পাঠাবো, ব্যাংকের ঠিকানা দিয়েন আপু, তাহলে ব্যাংকে পাঠিয়ে দিব উঠিয়ে নিয়েন।😀😀

ক্যাকটি মুগ্ধ

ক্যাকটাস

আমার কাছে এরকম গাছ গুলো খুবই ভালো লাগে। আমার খুবই ইচ্ছে এইরকম বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে একটি বাগান তৈরি করার। কালারিং ক্যাকটাস আমার কাছে খুবই ভালো লাগে। এক কথায় অসাধারণ ছিল আপনার প্রত্যেকটি গাছের ফটোগ্রাফি। ধন্যবাদ তুলে ধরার জন্য।

আমার তো ইচ্ছে করে ঘর ভর্তি করে দেই।সাজালে বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের অচেনা ফুল গাছের সাথে পরিচিত হতে পারলাম।। দুর্দান্ত ছিল ফটোগ্রাফি গুলো।।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

এগুলো ফুল গাছ না তো ভাইয়া।এগুলো বেশির ভাগেই ক্যকটাস এবং পাতা বাহার জাতীয়।ধন্যবাদ

ইন্ডোর প্ল্যান্টের আলোক চিত্র গুলো সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ক্যাকটাস গাছ দেখতে খুবই সুন্দর। কালারিং ক্যাকটাস গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

গ্রাফটিং করা, খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন

ইনডোর প্ল্যান্টের কিছু আলোকচিত্র দেখে সত্যি অনেক ভালো লাগলো । এরকম সুন্দর সুন্দর গাছের চিত্র দেখতে কার না ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে এগুলো কিনে আনতে পারলে আরো ভালো লাগতো।কিন্তু আজ গরীব বলে পারলাম না😜।ধন্যবাদ

ইনডোর প্লান্টের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ইনডোর প্লান্টের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম

সুন্দর মতামত। শুভ কামনা রইলো । ধন্যবাদ

অও,অসম্ভব সুন্দর ক্যাকটাসগুলি।এগুলো মরু এলাকার উদ্ভিদ।বৃক্ষমেলায় খুবই দাম বেশি হয়, তাছাড়া এর ফলগুলিও খাওয়া যায়।Dracaena angolensis এই গাছটি কেমন অদ্ভুত ধরনের আপু,মনে হচ্ছিল যেনলিপস্টিক,হি হি।ধন্যবাদ আপনাকে।

আসলেই তাই মনে হয়েছিলো আপু মানুষের মত গাছ ও লিপস্টিক দিয়েছে। হা হা।ধন্যবাদ