আমি @rahimakhatun
from Bangladesh
|
---|
যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করবো।আপনারা হয়তো জানেন আমার একটা ছোট বাবু আছে।ও এখন একটু একটু করে হামাগুড়ি দেয় মাশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে খাটের কিনারায় চলে আসে চোখেড পলকে।একদিন বিছানায় রেখে আমি শুধু হাত ধৌতে এসেছিলাম আর এই ফাঁকে বেড থেকে পরে গিয়েছে। বেশ ভয় পেয়েছে আর ব্যথাও পেয়েছে।কি আর করার তাই ভাবছিলাম ফ্লোরিং বিছানা করবো কয়েক মাসের জন্য।যদি আমার নিচে বিছানা ভালো লাগে না কারন নিচে ফ্লোরিং করলে চাদর তাড়াতাড়ি ময়লা হয় আর উঠতে বসতে কষ্ট হয়।আর পোকামাকড় থাকলে তাড়াতাড়ি বিছানায় উঠতে পারে।
যাই হোক বাবুর জন্য ভালো না লাগলেও করতে হবে।ফ্লোরিং করার পর দেখতে পেলাম দেয়ালের কিছু অংশের রং এবং প্লাস্টারের বালু পরছে,আসলে আমাদের তো নিচ তলায় থাকি যার জন্য বাহিরে অংশে বালু আছে, বালুতে পানি থাকায় সেটা ভিতরে হালকা ভেজা ভেজা থাকে যার জন্য এমন হচ্ছে। এখন একটা সমাধান দেয়ালে স্টিকার লাগাতে হবে।
অনেক খোজাখুজি পর দেখতে পেলাম দারাজে স্টিকার বিক্রি করে।তারা মাপ দিয়েছিলো (৩৫*৩৫) সেন্টিমিটার।আমি হিসাব করে চারটা অর্ডার দিলাম।আসলে দারাজে কিভাবে অর্ডার করে জানতাম না। পরে জানতাম সেখানে আইডি খুলে তারপর অর্ডার করতে হয়।আইডি খুলে অর্ডার করে দিলাম।চারটা প্রায় ৯৯৯ টাকা। অনেকদিন হলো অর্ডার করেছি কিন্তু আসার কোন নাম গন্ধ নেই।
তাই ভাবলাম হয়তো অর্ডারটা ঠিকভাবে হয়নি তাই গতপুরশো আবার করেছি। অর্ডার করার করে দেখি আগেরটা সন্ধ্যায় এসে হাজির। পরে তাড়াতাড়ি করে নতুন অর্ডার ক্যানসেল করে দেই।পরে আর কি দেয়াল টা ভালো করে পরিষ্কার করে স্টিকারগুলো লাগিয়ে দিয়েছি।স্টিকারগুলো ভালোই লেগেছে তবে কোয়ালিটির তুলনায় দামটা একটু বেশি।তবে যাই হোক আমি ডেম অংশ ঢাকতে পেরেছি তাই অনেক।তবে আরো কিছু অর্ডার করলে পুরোপুরি কমপ্লিট হতো।
তাহলে আজকে এই অব্দি।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | wall sticker. |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছোট বাচ্চা থাকলে কতো কিছু করতে হয় তা বলা মুশকিল। আপনি ঠিক বলেছেন দেয়ালটা ঢাকতে পেরেছেন এটাই অনেক। আসলে বাচ্চারা চোখের পলকেই পড়ে যায়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন, ছোট বাবু থাকলে খারাপ লাগলেও অনেক কিছু করতে হয়।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিকারগুলো ভালোই লাগছে দেখতে। জিনিসটা খুবই সুন্দর। তবে আপনি বললেন কোয়ালিটির তুলনায় দাম একটু বেশি। ফ্লোরিং আমার কাছেও ভালো লাগে না। তবে ছোট বাচ্চার জন্য আপনার করতে হয়েছে। পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিকার টা সিম্পল তবে সুন্দর কিন্তু দামটা অরেকটু কম হলে ভালো হতো।ধন্যবাদ আপু আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit