রোজা ও উমরাহ উদ্দেশ্য বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা।[10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in hive-129948 •  2 years ago 

জ রোজ সোমবার

ই এপ্রিল ২০২২ খৃস্টাব্দ

খন ষড়ঋতুর বসন্ত কাল।

আমি আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।সকল মুসলমান ভাই ও বোনদের রমজানের শুভেচ্ছা। আমরা সকলেই জানি গতকাল থেকে রমজান শুরু হয়েছে।এর ধারাবাহিকতা থাকবে এক মাস।তো রমজান উপলক্ষে কিছু কিনাকাটার ভিড় থাকে। তাছাড়া শেষের কিছু দিন দাওয়াত খাওয়া এবং দেওয়ার একটা ধুম পরে।যাই হোক আমার বাবা মা এই রোজার মাসে পবিত্র উমরাহ হজ্জ করতে যাবে,তাই তাদের জন্য রোজার ইফতার জন্য কিছু কেনাকাটা করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করবো।

20220401_202016.jpg

রোজা উপলক্ষে বাবা মায়ের জন্য সামান্য কেনাকাটা

প্রত্যেক বছর এক সাথে আমরা সকলে ইফতার করার চেষ্টা করি।এবার বাবা মায়ের সাথে অল্পকিছু দিন ইফতার করবো।ইনশাআল্লাহ। তারপর তারা ১২ তারিখ, ১০ ই রমজান উমরাহ উদ্দেশ্য রওনা দিবে।তাদের অনেক দিনের স্বপ্ন সৃষ্টিকর্তা করবেন। ইনশাআল্লাহ। শুকনো জিনিস গুলো আগ থেকেই কেনার চেষ্টা করেছি।আমার মা আবার চকলেট খেতে বেশ পছন্দ করে তাই কিনে ফেললাম।ইফতারির পরে খাবে এই জন্য,😉😉।

20220401_202116.jpg

প্রয়োজনীয় ওষুধ পএ

কিছু প্রয়োজনীয় ওষুধ আগ থেকেই কিনে ফেলেছি।ঐখানে যেনো সমস্যায় পরতে না হয়।কোনটা কি জন্য খাবে, কখন খাবে সেটাও লিখে দেওয়া হয়েছে।ও আমার ফুফু ও যাবে তাদের সাথে।আমার ফুফু অনেক খুশি, এই প্রথম তিনি যাচ্ছে হজ্জের উদ্দেশ্য, যদিও আমার বাবা মা এর আগে বড় হজ্জ করে এসেছে।যাই হোক আপনারা সকলে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন।
পৃথিবীর সবচেয়ে শেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা।
আমার কাছেও তাই। দোয়া করবেন তারা যেনো হজ্জের সকল কার্যকর খুব ভালো ভাবে সম্পূর্ণ করতে পারে।এবং সুস্থ থাকে।

আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device -samsung SM-A217F

Location -Dhaka

New_Benner_ABB-6-2.png

Logo.png

standard_Discord_Zip-1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আপনার বাবা-মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি আল্লাহ তাদের মনের আশা পূরণ করবেন এবং সহিসালামতে আবারো সকলের মাঝে ফিরে আসতে সহায়তা করবেন। তাদের জন্য শুভকামনা রইল আপু।

ভাইয়া,দোয়া করবেন।তারা জেনো সবসময় ভালো থাকে।যেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, এই উদ্দেশ্য পুরন হক।ধন্যবাদ আপনাকে।

আল্লাহ আপনার বাবা-মায়ের আশা পূরণ করুক। সেইসাথে সুস্থভাবে ওমরা হজ্জ শেষ করে বাড়িতে ফিরুক ।আপনি খুবই ভালো করেছেন আপনার বাবা-মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে। কারণ ওখানে গিয়ে হয়তো সবকিছু সুযোগ মত পাবে না। ঔষধ, ব্রাশ ইত্যাদি এগুলো সবই প্রতিনিয়ত কাজে লাগবে।

ধন্যবাদ আপু।আসলে তারা যেনো সুস্থ থাকে এই প্রত্যাশা করি।তাদের সব ইচ্ছে এবং উদ্দেশ্য গুলো পূরন হোক।হুম মোটামুটি গুছানো হচ্ছে।

বাবা মায়ের সন্তুষ্টি
সন্তানের বেহেশত,
মনটা আপনার পবিত্র
এটি তারই বহিঃপ্রকাশ।

ধন্যবাদ আপনাকে।আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন।তাঁরা যেনো সবসময় ভালো থাকে।শুভেচ্ছা রইলো।

এত ব্যস্ততার মাঝেও যে বাবা-মায়ের জন্য এতটা চিন্তা ভাবনা করেন সেটাই অনেক। আমি দোয়া করি সবার জন্য, আপনারা সবাই যেন ভালো থাকেন।

আসলেই আমরা এত ব্যস্ততা দেখায়,তাদের খোঁজ নেই না।কিন্তুু তাঁরা শুধু এতটুকুও চায় যে তাদের খোঁজ খবর নেওয়া। ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন। ভালো থাকুক সবাই।

জি আপু, আমি ও সেটাই করি সব সময়।

ভালোবাসা রইলো অবিরাম। ভাইয়া এভাবেই পাশেই থাকতে পারেন যেনো,দোয়া করি।

রোজা উপলক্ষে আপনি বাবা-মায়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন। আসলেই আমরা রমজান মাসে সবাই কিছু না কিছু কেনাকাটা করে দেই । তেমনি ভাবে আপনি আপনার পরিবারের জন্য কেনাকাটা করে সেটি আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল

পরিবারের জন্য কিছু কেনাকাটা করা করতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সাথেই থাকুন

রোজা ও ওমরা উদ্দেশ্যে মা-বাবার জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন ।আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও এক সময় এভাবে কিনে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সাধুবাদ জানাই আপনার ইচ্ছে শক্তিকে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

আপনার বাবা মার প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।ভালো লাগলো এভাবেই সারাজিবন বাবা মায়ের পাশে থাবেন আশা করছি আর মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি তাদের মনের আশা যেনো পূরণ হয়।

দোয়া করবেন, মহান সৃষ্টিকর্তা যেনো তাদের আশা পূরন করুক।শুধু তারা কেন সকলের মনের আশা পূরন হোক।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

বাবা-মা এর জন্য কিছু কিনতে পারলে নিজের আত্মা ভরে উঠে,
আঙ্কেল আন্টির জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, তেনারা যেনো খুব সুন্দর ভাবে ওমরা হজ্জ শেষ করে বাড়িতে ফিরেন, আপনার বাবা-মা এর প্রতি এমন ভালোবাসা যেনো কিয়ামত পর্যন্ত থাকে এই কামনাই করি।

আসলেই বাবা মা এর জন্য কিছু কিনতে পারলে, অনেক শান্তি লাগে। ধন্যবাদ আপনাকে। সকলের বাবা মা এর প্রতি ভালোবাসা শেষ নিশ্বাস অব্দি থাকুক। ধন্যবাদ।

ভালো লাগলো আপু। এভাবেই মা বাবার সেবা করে জান। আঙ্কেল আন্টির ওমরা যাত্রা শুভ হোক এই দোয়াই রইলো। আমাদের জন্য দোয়া করতে বলবেন ওনাদের। শুভেচ্ছা রইলো আপু।

আসলে কতটুকু বা সেবা করতে পারি,তারা শুধু আমাদেরকে দিয়ে গিয়েছেন,আমরা কিছুই দিতে পারছি না।দোয়া করবেন।ধন্যবাদ আপনাকে।

মা বাবাই হচ্ছে আমাদের একমাত্র আপনজন, যারা স্বার্থ ছাড়াই আমাদের কে ভালোবাসে। খুব ভালো লাগলো আপু আপনি আপনার মা-বাবার জন্য অনেক কিছু কিনেছেন। আসলে সন্তানরাই এভাবে মা-বাবার খেয়াল রাখলে তার মা-বাবাকে কষ্ট করতে হয় না। আপনার মা বাবার আশা পূর্ণ হোক এই দোয়া রইল। আর আপনাকে ধন্যবাদ এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টি পড়ার জন্য।আমাদের সকলের বাবা মায়ের কষ্টগুলো দূর হয়ে যাক।আমরা সব সময় তাদের খেয়াল করবো।ধন্যবাদ আপনাকে।

আল্লাহতালা আপনার বাবা মায়ের স্বপ্ন পুরন করছেন জেনে অনেক আনন্দ লাগছে সুস্থ এবং সুন্দর ভাবে উমরাহ শেষে আপনার বাবা মা দেশে ফিরে আসুক সেই কামনা করি।শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে, স্বপ্ন পূরন হোক সকল বাবা মায়ের।ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে।

আপনি অনেক সুন্দর কাজ করেছেন। আমাদের সকলের উচিত বাবা-মাকে প্রাধান্য দেওয়া কারণ বাবা মা আমাদের একমাত্র স্বার্থহীনভাবে ভালোবাসেন। রোজার মধ্যে বাবা মার জন্য কেনাকাটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

তারা শুধু আমাদের কাছ থেকে কেবল খোঁজ খবর চায়,আমরা এতটুকুও দিতে চাই না।আমাদের উচিত তাদেরকে সময় দেওয়া। ধন্যবাদ।

আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আসলে বাবা-মায়ের জন্য কেনাকাটা করার ভেতর একটা অন্যরকম তৃপ্তি কাজ করে। আপনার বাবা মার জন্য দোয়া রইল।

দোয়া কটবেন ভাইয়া,তাঁরা যেনো সহি সালামতে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে।ধন্যবাদ আপনাকে।ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।

মা বাবার জন্য যদি কিছু করা হয় তাহলে সেটি সত্যিই অসাধারণ একটি বিষয়ে। এখনও যে আপনি আপনার মা বাবার জন্য এত চিন্তা করেন তা দেখেই সত্যি অনেক ভালো লাগলো।

আসলেই। পৃথিবীর শেষ্ঠ সম্পদ হচ্ছে যার যার বাবা মা আমি মনে করি।দোয়া করবেন আপু।ধন্যবাদ আপনাকে।

আপনার পোস্ট পড়ে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে আমার ভিতর। আসলেই বাবা মার জন্য যদি কিছু কেনা যায় সত্যিই খুব ভালো লাগে নিজের কাছে। নিজের নেয়ার চাইতে নিজের পরিবারের জন্য কিছু নিতে পারলে সেটা শান্তিতে একটু ভিন্ন রকমের হয়ে থাকে।

আসলেই ঠিক,আমি প্রতি বছরেই চেষ্টা করি, তাদের জন্য নিজের সাধ্য অনুযায়ী কিছু কিনার।যদিও এর চেয়ে বেশি আমি পাই তাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।

বাবা মায়ের জন্য কেনাকাটা করলে মনে শান্তি আসে। আপনার বাবা মায়ের আশা আল্লাহ পাক পূর্ণ করুন। আমিন। অনেক অনেক দোয়া করি আপনার বাবা মায়ের জন্য । ভালো থাকবেন আপু

আপনিও ভালো থাকবেন ভাইয়া।সবার আশা পূরন হোক।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।