কিছু কেনাকাটা করতে মার্কেটে।

in hive-129948 •  3 months ago 
১৪ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

২৬জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



448666824_757922709602067_5590456959496964216_n.jpg

সকাল থেকেই আকাশ টা কেমন জানি মেঘলা মেঘলা,কিন্তু কোন বৃষ্টি নেই। কেমন জানি ভ্যাপসা ভ্যাপসা গরম।মনে হচ্ছে অন্য এলাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই দিকে নেই। এই গরম যে কবে কমনে কি জানি।গরমে আমার বাচ্চাটা বেশ অসুস্থ হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় গরমের ফোস্কা পরে গিয়েছে। এমনকি পায়ের তালুতেও।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি লাইফস্টাইল পোস্ট করবো।বেশ কিছু আগে আমার ছেলের স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে। কিছুদিন আগেই কিনেছিলাম।চেইনগুলো নষ্ট করে ফেলেছে। কি আর করার তাই বাধ্য হয়েই শপিং যেতে হয়েছে। আসলে গরমে বের হতেই বেশ খারাপ লাগে।তার উপর ছোট বাবুকে রেখে গেলেও মুশকিল আবার গরমে বের করাও মুশকিল।রেখে গেলে আমাকে খুঁজে আর কান্না করে অনবরত।তাই ভাবলাম গরমে নিয়ে যাবো না, ঘুম পারিয়ে আমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম।ব্যাগ কিনবো আর টুকটাক কিনবো।তারপর ব্যাগ খুঁজে একটা ব্যাগ কিনলাম।এখনকার ব্যাগ সব কার্টুন থাকে কিন্তু আমি চাচ্ছিলান কার্টুন ছাড়া নিব।তারপর ঘুরাঘুরি পর একটা কিনে নিলাম।তারপর ঢুকলাম।কোকারিজের দোকানে।ইচ্ছে ছিলো একটি কাঁচের হটপট কিনবোআর কিছু টুকটাক।নতুন একটি কোকারিজের দোকান দিয়েছে অনেক বড়।কোকারিজের দোকানে ঢুকলে আমার বের হতে ইচ্ছে করে না,মনে হয় সব নিয়ে আসি।তবে কোকারিজের অনেক দাম বেড়ে গিয়েছে। তাই সব নিতে মন চাইলে নেওয়া যাবে না।

448608399_1882617635586039_5822064837770910917_n.jpg

এই চাপের কাপগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিলো।ট্রে সহ কাপগুলোর দাম চেয়েছিলো ২০০০ টাকা।একটু দাম বেশি মনে হলো তাই আর দামাদামি করিনি।আর এখানের সবগুলো অলমোস্ট ফিক্সড।

448663164_754707710071017_133127403385088937_n.jpg

আমার বাসার জগটা ভেঙ্গে গিয়েছিলো তাই এখান থেকে একটি কাঁচের জগ কিনেছিলাম।দাম নিয়েছে ৭০০ টাকা।

449289951_438975065667073_6834296631655017850_n.jpg

এই হচ্ছে চামচ হোল্ডার। গোল্ডেন কালারের।দেখতে বেশ ভালো লাগছো।অনেক দিন আগে এই কালারের কিনেছিলাম কালারগুলো উঠে গিয়েছিলো,তাই এই কালারগুলোর উপর রুচি উঠে গিয়েছে। একেবারে কালো হয়ে গিয়েছে।

448669171_766403902242813_2452338007538371636_n.jpg

এই হচ্ছে শোপিছ।সেন্টার টেবিলে কিন্তু ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে।কালার টা বেশ ভালো লাগছে

448853323_2314708448866790_5316420935020979301_n.jpg

449321183_995662989048881_6083128309676714029_n.jpg

এই ল্যাম্পগুলো দেখতে আমার বেশ ভালো লাগে।বেডরুমের বেড সাইড টেবিলে রাখলে দেখতে বেশ ভালো লাগে।

আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

<>
device Galaxy A13
LocationDhaka
linksource

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বাসার জগ ভেঙ্গে গিয়েছিলো দেখে কেনাকাটা করতে গিয়েছিলেন, দেখে ভালো লাগলো আপু। আসলে আমাদের সবারই বাসার জিনিসপত্র ভাঙ্গে, এরকম ক্রোকারিজ টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ। শুভকামনা রইলো আপনার জন্য।

জগ ভেঙে গিয়েছিলো দেখে ছেলের জন্য স্কুল ব্যাগ কেনার জন্য।আপনাকে ধন্যবাদ

কোকারিজের দোকানে বাহারি সব কোকারিজ দেখলে সত্যি বের হতে ইচ্ছে করে না মন চায় সব গুলো কিনে ফেলি।আপনি চমৎকার সব আকর্ষণী ফটোগ্রাফি করেছেন। ভীষণ চমৎকার লাগছে। আসলে কালার উঠে গেলে যতো সুন্দর হোক বিশ্রি লাগে দেখতে।কাপ সেটটি সত্যি অনেক সুন্দর আপু।সব গুলোই জিনিসপত্র অনেক সুন্দর। ধন্যবাদ চমৎকার সুন্দর ফটোগ্রাফি ও বর্ণনা করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

আমারও কোকারিজের জিনিস দেখলে বেশ কিনতে মনে চায়।কালার উঠে গেলে আমারও ভালো লাগে না।ধন্যবাদ