স্বপ্নে একদিন। । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

৬ ই ফেব্রুয়ারি ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ সোমবার

কেমন আছেন সবাই ?আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ও আগের তুলনায় অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি একা একা হাঁটতে পারি ,কিছু কিছু নিজের কাজ নিজে করতে পারছি। আশা করি দুই একদিনের মধ্যেই পুরোপুরি একটিভ হবো। আজ সেলাই কাটতে এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখাতে যাবো ডাক্তারের কাছে। তাই সকাল সকাল উঠে নাস্তা খেয়ে পোস্ট লিখতে বসে গিয়েছি। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। অসুস্থতার ৩/৪ দিন আগে বাসার কাছাকাছি স্বপ্নতে গিয়েছিলাম। আসলে আমাদের বাসার একেবারে কাছাকাছি স্বপ্নের একটা আউটলেট খুলেছে। যদিও আমি তেমন সুপার শপে শপিং করে অভ্যস্ত নয় ,তবে মাঝে মাঝে যাওয়া হয়। তাই ভাবলাম কিছু কেনাকাটা আর সুপার শপ টাও দেখে আসি। বাবুকে স্কুলে ভর্তি করার পর এখন আবার তাকে বই খাতার আগে টিফিন দেওয়া লাগে ,তাই কিছু চকলেট ,উয়েফার ,বিস্কুট কিনতে কিনতে গিয়েছিলাম তখন ছবিগুলা তুলেছিলাম।

329290242_587679573216236_7646870013503629634_n.jpg

স্বপ্ন সুপার শপে যাওয়ার পর দেখলাম অনেক গুলো পন্য ডিসকাউন্ট এবং বাই ওয়ান গেট ওয়ান ছিলো।আমি মোটামুটি পুরো স্টল ঘুরে দেখলাম।

329565324_706965334455339_1864043476884802269_n (1).jpg

তবে নতুন নতুন সুপার শপ হওয়ার তাদের মানুষজন খুব কম।তবে নতুন হলে ও বেশ ভালোই ভাবেই গুছিয়েছে।

327575116_6019970794733036_6519789362483977543_n (1).jpg

সময়:রাত ৮.৩২ মিনিট।
তারিখ :১৯ জানুয়ারি ২০২৩।
লোকেশন : সারুলিয়া ,ডেমরা ,ঢাকা।

327575116_6019970794733036_6519789362483977543_n (1).jpg

সময়:রাত ৮.৩৪ মিনিট।
তারিখ :১৯ জানুয়ারি ২০২৩।
লোকেশন : সারুলিয়া ,ডেমরা ,ঢাকা।

329598129_1372740756875838_6274049217990608731_n.jpg
সময়:রাত ৮.৩৪ মিনিট।
তারিখ :১৯ জানুয়ারি ২০২৩।
লোকেশন : সারুলিয়া ,ডেমরা ,ঢাকা।

329549834_1172782910269698_3596777705351918697_n (1).jpg

স্বপ্নে দেখলাম অনেক নতুন নতুন কমফোর্টার আনা হয়েছে ,পরে দেখলাম কাপড় গুলো খুব বেশি সুবিধার ছিল না ,তাই আর কিনিনি।

329727055_707796020991486_6167503496300390092_n (1).jpg

সময়:রাত ৮.৩৪ মিনিট।
তারিখ :১৯ জানুয়ারি ২০২৩।
লোকেশন : সারুলিয়া ,ডেমরা ,ঢাকা।

329469880_958884525093847_198375037288227567_n.jpg

আমি আর আপু গিয়েছিলাম মোটামুটি আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তারপর টাকা দিয়ে সুপার শপ থেকে বের হলাম। আসলে সকালে বসলেও অনেক সময় লাগে এখন পোস্ট করতে। বেশি সময় নিয়ে বসে থাকতে কষ্ট হয়।

আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

টাইটেল তো পড়ে প্রথমে ভাবলাম যে স্বপ্নে আবার একদিন কাকে দেখলেন? কিন্তু না পোস্ট পড়ে বুঝলাম আসলে স্বপ্নে তো আপনি গেলেস শপিং করতে। হা হা হা। তবে এখন কিন্তু সুপার শপ হওয়াতে আমাদের অনেক সুবিধাই হয়েছে। আমরা সহজেই সব কেনাকাটা করতে পারি। ওই যে কথায় বলে না একের ভিত দশ। সুপার শপ হচ্ছে তাই। । আপু আপনার মত আমিও স্বপ্ন হতে মাঝে মাঝে বাই ওয়ান গেট ওয়ান এর জিনিস কিনি।

জানি তো এমন মনে হবে,তাই তো টাইটেল টা একটু ভিন্ন রকম দিলাম 😜।ধন্যবাদ আপনাকে আপু

স্বপ্ন শপিং মলটা দেখেছি সম্ভবত! বাস থেকে বসে দেখেছিলাম! অনেক বড় বাহির থেকেই দেখা যাচ্ছিল! যাক, কিছু কেনাকাটাও হলো, শপিংমল ঘুরাও হলো। তবে আপনার অসুস্থতার খবর শুনে খারাপ লাগলো। আশা করি খুব শীঘ্রই সুস্থ্য হয়ে উঠবেন।

একেক জায়গার আউটলেট একেক রকমের। আমাদের এখানে খুব বেশি বড় না,তবে গুছানো ছিলো।ধন্যবাদ

আপনার অসুস্থতার কথা শুনে খারাপ লাগলো। দোয়া করি যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম স্বপ্ন শপিংমল টি বেশ সুন্দরভাবে গোছানো ছিল। যাইহোক আপনি শপিং মলে গিয়ে মলটি ঘুরে দেখলেন এবং তার সাথে কিছু কেনাকাটা করলেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পরলাম। আসলেই দোকান টা বেশ গুছানো ছিলো।আপনাকে ধন্যবাদ

আপনি ঠিক বলছেন ইদানিং এমন সুন্দর সুন্দর আউটলেট হয়েছে সুপার শপগুলো দেখতে অনেক ভালো লাগে।এক জায়গা থেকে সবগুলো কেনা হয়ে যায় বেশ ভালো।বাচ্চাদেরকে বই খাতা ঠিক করে দেওয়ার আগে টিফিন ঠিক করে দিতে হয় এটা আরেক ঝামেলার ব্যাপার।আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে নিয়মিত হয়ে ফিরে আসেন।

আর বলিয়েন না টিফিন পছন্দ না হলে আরেক মুশকিল।আপু দোয়া করিয়েন আপু।ধন্যবাদ

আজকে জানতে পারলাম অসুস্থ হয়েছেন, ঘেঁটে ঘুটে আরো জানলাম অপারেশন করতে হয়েছে। এই ব্যাপারগুলোতে আমার সব সময় অনেক ভয় করে। যাইহোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই দোয়াই করি। ঢাকাতে নেই, থাকলে না হয় আপেল কমলা নিয়ে রওনা দিতাম 😉। স্বপ্নে সব সময় নানান অফার লেগেই থাকে। আমার তো বেশ লাগে এটা। আর প্রোডাক্ট গুলোও বেশ ভালো হয়। খালি হাতে যে আসেন নি এটাই বড় কথা 😅।

আহা,আমার আর আপনার কাছ থেকে আপেল কমলা খাওয়া হলো না,আগে যদি বলতেন আপনাকে ঢাকায় এনে তারপর ওটি তে যেতাম😉😉।

এমনি কি আর বলে,, চোর পালালে বুদ্ধি বাড়ে 😉😉