আমি @rahimakhatun
from Bangladesh
১৩ই ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে একটি ট্রাভেল পোস্ট নিয়ে হাজির হয়েছি।ট্রাভেল বলতে বানিজ্য মেলা একদিন।প্রত্যেক বছরের শুরুর দিকে ঢাকাতে একটি মেলা হয়।যেটা আন্তর্জাতিক বানিজ্য মেলা বলেই জানি।আগে মেলা হতো আগারগাঁও চীনমৈএ সম্মেলন এর কাছাকাছি। আমি এর আগে সেখানেই গিয়েছিলাম একবার।তারপর আর কখনও যাওয়া হয়নি।প্রত্যেক বছর যাবো যাবো বলে আর যাওয়া হতো না।
একেক সময় একেক সমস্যার সম্মুখীন। যেমন গত বছর এর আগে যাওয়ার কথা ছিলো কিন্তু তখন আমার ছোট একটা অপরেশন হয়েছিলো তাই আর যেতে পারিনি আর গতবছর আমার বাবুটা অনেক ছোট ছিলো এই বছর অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। বাবুকে আমার বড় বোনের কাছে রেখে গিয়েছিলাম।আসলে পূর্বাচলে কখনওই যাওয়া হয়নি।তাই কিভাবে যেতে হয় কিংবা রাস্তা কেমন আগে একবার যেয়ে দেখতে হবে তারপর আবার না হয় নিয়ে যাওয়া যাবে।যাই হোক মানুষের কাছে জানতে পারলাম আমাদের এখানে ডাইরেক্ট যাওয়া যায় সিএন জি দিয়ে। জন প্রতি ১০০ টাকা করে নেয়।
যাই হোক আমি আর আমার হ্যাসবেন্ড মিলে আর আমার ছেলে কে নিয়ে রওনা হলাম।সিএনজি করে সিএনজি উঠে বসে রইলাম।অনেকক্ষন পরে পাঁচজন হওয়ার পর রওনা হলাম।যেতেই ছিলাম ছিলাম পথ মনে হচ্ছে ফুরাচ্ছে না।বেশ দূরেই।একশত টাকা ভাড়া হিসেবে বেশ অনেকখানি দূরেই।আর রাস্তা গুলো ও বেশ খারাপ।
প্রায় এক ঘন্টার মত লেগেছে যেতে।কোন জ্যাম ছাড়াই।তারপর আমি আর ছেলে একসাথে দাড়িয়ে আছি আর ও গিয়েছে টিকেট কাটতে।আমরা যেদিন গিয়েছে খুব বেশি ভীড় ছিলো না।
যাই হোক আমরা ভিতরে ঢুকলাম।আমার উদ্দেশ্য ছিলো তেমন কিছুই কিনবো যদি অনেক বেশি পছন্দ হয় তাহলে দুই একটা কিনবো।কারন একে তো কোন কিছু কিনলে তা বহন করে নিয়ে যাওয়া কষ্ট কর।তাছাড়া দাম কোন কিছুই কম নেই আর মোটামুটি সবই পাওয়া যায় কম বেশি সব জায়গাতে।
আস্তে আস্তে সবগুলো ছবি আর আচারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো।আসলে এবার মেলায় আমি বেশিক্ষন ছিলাম না কারন বাবু রেখে গিয়েছিলাম।তবে মেলায় যেয়ে এরপর আর যাওয়ার চিন্তা নেই কারন খুবই বাজে একটি অভিজ্ঞতা ছিলো।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | location |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এ বছর এখন ও মেলায় যাওয়া হয় নি।মেলা মানেই সবার আনন্দ তবে ছোটদের আনন্দ একটু বেশি । আর আসলেই এখন সব জায়গায় সব কিছু মোটামুটি পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোথাও গেলে যদি বাজে অভিজ্ঞতা হয়, তাহলে ওখানে আমার আর যেতে ইচ্ছে করেনা। এই মেলায় আপনার অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে এটা বুঝতে পেরেছি। তবে কেন হলো এগুলো জানার জন্য অপেক্ষায় আছি। আজকে আপনি ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করে নিলেন। আশা করি পরবর্তীতে পুরো মুহূর্ত শেয়ার করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা হ্যা আপু একদিন শেয়ার করবো,ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকাল আসলেই যেন মেলার ধুম পড়ে যায়।আমি এ বছর শুধু আমাদের একটি গ্ৰামীন মেলায় গিয়েছিলাম আর কোথাও যাওয়া হয়নি। আসলে যে কোন জায়গায় ঘুরতে গেলে বেশ ভালো লাগে। কিন্তু যদি আপনার মতো বাজে অভিজ্ঞতা হয়, তাহলে আর কারো সেখানে যেতে মন চাইবে না। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাণিজ্য মেলায় ভ্রমণের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আজকে সুন্দর করে এটা আমাদের মাঝে শেয়ার করলেন। মাঝেমধ্যে এরকম মেলাগুলোতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে খারাপ অভিজ্ঞতা হলে আর কোনদিন যেতে ইচ্ছে করে না। তখন মুডটাই খারাপ হয়ে যায়। আচারের অভিজ্ঞতা মনে হচ্ছে খারাপ ছিল। যাইহোক দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit