শুঁটকি মাছের কিছু ফটোগ্রাফি। ||।10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

১১ আষাঢ় ১৪২৯বঙ্গাব্দ ২৫ শে জুন২০২২। আজ রোজ শনিবার

শুঁটকি মাছের কিছু ছবি।

287571994_734158524375770_9000204113050815782_n.jpg

captured-@rahimakhatun

Device- Galaxy A13

আজ তো বিশেষ একটি দিন দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু উদ্বোধন হলো।আশা করি দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও কমবে। সামনে ঈদে আগের মতো এখন আর বেশি সময় লাগবে না বাড়ি যেতে। যাই হোক প্রতিদিনের মত আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কিছু ব্যতিক্রম পোস্ট করবো। সেই দিন গিয়েছিলাম মায়ের সাথে শুঁটকি বাজারে। ভাবলাম কিছু ছবি তোলি। বাঙালি কিন্তু শুঁটকি চিনে না তা কি হয়। আমরা কমবেশি সকলে শুঁটকি চিনি। এবং অনেকে খুব পছন্দ ও করে। আমি নিজেও অনেক পছন্দ করি। ছোটবেলায় শুঁটকি গন্ধ একেবারেই পছন্দ করতাম না ,তবে অনেক পছন্দের। বিশেষ করে ভর্তা আমার খুব পছন্দের।

287688630_596507268428387_8724728684009848528_n.jpg

captured-@rahimakhatun

Device- Galaxy A13

বিশেষ করে আমার লইট্যা এবং নোনা ইলিশ অনেক পছন্দের। লইট্যা শুঁটকি ভুনা করলে বেশ মজা লাগে। যাই হোক ছোট বেলায় দেখতাম মা ছোট ছোট মাছ এনে ধুয়ে তারপর তার পেঁচিয়ে রোদে শুকাতো। তাছাড়া শুঁটকি বিদেশে রপ্তানি করে অনেক মানুষের ভাগ্য বদলে গিয়াছে। শুঁটকি মাছের গুনাগুন ও অনেক শুঁটকি মাছের গুনাগুন ও অনেক। শুঁটকিতে প্রচুর পরিমান প্রোটিন রয়েছে। যা দেহের জন্য অনেক উপকারী। যারা অনেক বেশি পরিশ্রম করে তাদের দেহে ক্যালোরির চাহিদা পূরণ করে। দেহের কোলেস্টরেল নিয়ন্তন রাখে শুঁটকি মাছ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুঁটকি মাছ। হরমোনের সমস্যা অনেকটা দূর করে শুঁটকি মাছ। যাই হোক কথা না বারিয়ে শুটকির কিছু ফটোগ্রাফি দেখে আসি।

288482661_857957698927143_750676966277200329_n.jpg
এই হচ্ছে নোনা ইলিশ। বড় বড় ইলিশ মাছ গুলোকে এই ভাবে কেটে লবন মেখে মাটির হাড়িতে রাখা হয়।

287092912_3162423410743690_4259916158824601052_n.jpg

লইট্যা শুঁটকি। আমার বেশ পছন্দের শুঁটকি।

287981156_325030116351892_3991781962733716206_n.jpg
খুব সম্ভবত পোয়া শুঁটকি।

288830400_1551118691949591_5593916934839252074_n.jpg
খুব সম্ভবত চান্দা শুঁটকি।

287739268_546813590258033_1516159486720384548_n.jpg
চেপা শুঁটকি ,এই শুঁটকি অনেক মানুষের প্রিয়।

287742254_783800696124865_1829450887502616764_n.jpg
কুঁচে চিংড়ি শুঁটকি।

289996451_765123914660991_2122409746523085236_n.jpg
বাশ পাতা শুঁটকি।

288454953_761745014981285_99417669411417137_n.jpg

287972029_360189779568510_368326996281458703_n.jpg
কেমন লাগলো জানাবেন । আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

ডিভাইস Galaxy A13
লোকেশনঢাকা
ফটোগ্রাফি শুঁটকি মাছ
সোর্স [source]



banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আপনি অনেক সুন্দর সুন্দর শুটকি মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আসলেই শুটকি মাছ গুলো দেখে আমি অনেক আনন্দিত হলাম ।শুটকি মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আপনার শুটকি মাছ গুলো দেখে আবার নতুন করে খেতে ইচ্ছে হল ।ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ।

এখানকার দেখি সকলে মোটামুটি সকলে পছন্দ করে ,আমার বিশেষ করে ভুনা করলে বেশ ভালো লাগে ,ধন্যবাদ আপু। পাশেই থাকবেন।

আপনার উপস্থাপন করা শুটকি মাছের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই অনেক অসাধারণ দেখাচ্ছে । বিশেষ ‌‌লইট্যা শুঁটকি‌ গুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে আমি শুটকি মাছ খেতে খুবই ভালোবাসি দেখেই মনে হচ্ছে গরম তেলে ভেজে খেয়ে ফেলি ‌🥰 ধন্যবাদ আপনাকে।

শুঁটকি কি শুধু ভেজে খাওয়া যায়,কি জানি আমি জানি না।আপনাকে ধন্যবাদ

প্রতিটি শুটকির ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে এখনই নিয়ে নিতে আপু। বিশেষ করে আমার কাছে লইট্টা মাছের শুটকি রান্না করে খেতে অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর সুন্দর শুটকি সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

আসলেই আপু লইট্যা শুঁটকি আমার অনেক পছন্দের। কিন্তু শুঁটকি দোকানে বেশ গন্ধ। হা হা। ধন্যবাদ।

আমাদের এখানেও এরকম শুটকির বাজার রয়েছে এবং আমি ফটোগ্রাফি করে রেখেছি এখনো পোস্ট করা হয়নি। আজকে আপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শুটকির ফটোগ্রাফি দেখতে পেলাম। শুটকি মাছের ফটোগ্রাফি গুলো আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন এবং খুবই সুন্দর হবে তা বর্ণনা করেছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

তাহলে তো ভালোই হলো ,আমরা অনেক আরো নতুন নতুন ফোটোগ্রাফি দেখতে পারবো। আপনার পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

তাজা জান কিভাবে মেরে ফেলে রাখছে। দেখতে যেন কেমন মনে হচ্ছে। তবে কি করার এগুলো তো খাওয়ার জিনিস, তাই ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে যা করা প্রয়োজন তাই করে থাকে।

আমরা খাই বলে তো বানায়। এখানে সবার সুবিধাথে বানায়। আমরা মাছ খেতে গেলেও তো মেরেই রান্না করি। 😜😜.

আপু আপনার মত শুটকি আমারও খুব পছন্দ। শুটকি আমার বেশ ভালো লাগে। তবে আমি কয়েক ধরনের শুটকি ছাড়া সব শুটকি চিনিনা। যেমন চিংড়ি শুটকি লইট্টা শুটকি চাঁদা শুটকি। শুটকি গুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে। আপনার মত শুটকি ভর্তা আমারও বেশ প্রিয়। আপনাকে ধন্যবাদ আপু শুটকির সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপু আমি তেমন চিনি না ,দোকানদার কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে মনে রেখে লিখতে পারলাম। হা হা। ধন্যবাদ .

আমাদের এখানে এরকম শুটকি মাছের বাজার নেই। আমার কখনো একসাথে এত ধরনের শুটকি মাছ দেখা হয়নি। আপনার মাধ্যমে অনেক ধরনের শুটকি মাছের ছবি দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

আমাদের এখানে আছে,তবে খুব বেশি বড় নয়।যদিও আমি তেমন যাই না।ঐ দিন গেলাম সুযোগে ছবি তোলে আনলাম।ধন্যবাদ আপু।

শুটকি মাছ খেতে বরাবরই আমার খুব ভালো লাগে যে কোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেয়ে থাকি আপনি বেশ কিছু প্রজাতির শুটকি মাছের সুন্দর ফটোগ্রাফি বর্ণনাসহ তুলে ধরেছেন খুবই ভালো লাগলো পড়ে

শুটকি মাছের সুন্দর ফটোগ্রাফি বর্ণনা ভালো লেগেছে যেনে ভালো লাগলো ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

আপনার মাধ্যমে আমরা শুটকি মাছের কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। কক্সবাজার ঘুরতে গিয়ে এরকম শুটকি মাছ দেখেছিলাম প্রচুর। এত সুন্দর একটি শুটকি মাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

কক্সবাজার ঘুরতে যাওয়ার সৌভাগ্য এখনো হয় নি। তাই শুঁটকিও দেখতে পারি নি। ধন্যবাদ

সেতু উদ্বোধনের খুশিতে সেতুর ফটোগ্রাফি না দিয়ে শুটকির ফটোগ্রাফি দিলেন ব্যাপারটা সন্দেহজনক, হাহাহা। দারুন ছিল আপনার অনুভূতি গুলো নানা বাড়ি তাড়াতাড়ি যাওয়া-আসা করতে পারবেন। কিন্তু সেই সাথে আমাদেরকে এত ধরনের শুটকির ফটোগ্রাফি দিয়েছেন আমি একসাথে মনে হয় এতো শুঁটকি দেখিনি। তবে যদিও শুটকি খাই না কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে ইচ্ছে করছে কিছু কিছু চুটকি খেয়ে দেখা উচিত। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

ভাই নানার বাড়ি যেতে ব্রিজ অনেক আগেই হয়ে গিয়েছে। তাই আমার কোনো লাভ নাই। হা হা

ওয়াও আপনি আজকে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শুঁটকি মাছের কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে শেয়ার করেছেন। সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

হা হা মুগ্ধ ,কিন্তু আমি ছবি তুলতে গন্ধে আমি শেষ। যাই ভালো লাগলে আমি সার্থক। ধন্যবাদ

শুটকি মাছের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে। শুটকি মাছের ফটোগ্রাফির সাথে বর্ণনা খুব দারুণ ভাবে উপস্থাপন করেছেন। অনেকেই শুটকি মাছের নাম জানেন না৷ তাদের জন্য খুব উপকারী একটি পোস্ট। ধন্যবাদ আপনাকে পোস্ট টি করার জন্য।

চমৎকার হয়েছে হয়েছে জেনে ভালো লাগলো।আমার বর্ণনা পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।

আপনি শুঁটকি মাছের কিছু ফটোগ্রাফি করেছেন। সব মাছের নাম আমি জানিনা তবে শুটকি মাছ আমার কাছে খেতে খুব ভালো লাগে। শুটকি মাছের মধ্যে অনেক ঘ্রাণ আছে যেটি আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ