from Bangladesh
২৮ অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ
১৪ ই ডিসেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ বৃহস্পতিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
<
কোন কঠিন কাজ সঠিক সময়ে সম্পাদান করতে হলে সে কাজটি আগ থেকেই বার বার করা উঠিত।এই যেমন আমরা ছোট বেলায় গনিত পরীক্ষার আগ দিয়ে অনেক বার গনিত অনুশীলন করতাম বিদায় যথা সময়ে অনেক গুলো প্রশ্নের উওর দিয়ে আসতে পারতাম আর যদি অনুশীলন না করতাম একটি অংক সমাধান করতে যেয়ে অনেক সময় চলে যেত।
কোন কাজ প্রথমে করতে গেলে ভুল হতেই পারে, ভুল হলে হাল ছাড়া একদমই ঠিক না কারন চেষ্টা এবং পূর্ণ তা একে অপরের হাত ধরেই চলে।তাই সব সময়ই আমাদের চর্চা করা উচিত।জীবনে নৈতিক উৎকর্ষতা জন্মানোর মাধ্যমে আমরা পূর্নতার পথ খুঁজে পাব।আজ যারা সফল ব্যক্তি তারা বারবার চেষ্টার কারনে সফলতা অর্জন করতে পেরেছে। ধৈর্য আর অধ্যাবস্যা সহকারে মানুষ যদি কোন কাজে পুনঃপুন অনুশীলন চালায় তাহলে একদিন না একদিন সেই লক্ষ্য পৌছানো যাবে।
কথায় আছে গাইতে গাইতে গায়ক।আমরা অনেক হঠাৎ হঠাৎ নতুন গানের শিল্পী দেখি খুব ভালো গান গায়৷ তাদের হঠাৎ করেই দেখা তারা কিন্তু একদিনে গায়ক হয়নি তারা অনবরত চেষ্টার ফলেই গায়ক হয়েছে । ঠিক একই ভাবে বিজ্ঞানী,কবি, সাহিত্যিক তারা একটু একদিনে এত নামি-দামি মানুষ হয়নি তাদের চেষ্টা এবং চর্চার ফলে এত দূর এসেছে । কবিরা যারা এত পরিচিতি তারা কিন্তু সেই কাব্যানুশীলন শুরু করে দিয়েছিলো।ঠিক তেমনি আজ যারা বিজ্ঞানী তারা আবিষ্কারের নেশায় ব্যশ করেছে ন তাদের মূল্যবান সময়।
শ্রম, চেষ্টা আর চর্চা করলে যেকোন অসাধ্য কে সাধন করা যায়।তাই তো কবি বলেছেন একবার না পারিলে দেখ শতবার।শতবার চেষ্টা করার পর সফলতা তো আসবেই।একট ছোট বাচ্চার কথা ধরেন তারা যখন নতুন হাঁটতে শিখে তারা বারবার পরে যায় কিন্তু তাও তারা থামেনি,বাচ্চারা কিন্তু বারবার চেষ্টা করে তারপর এক সময় তারা হাঁটতে হাঁটতে শিখে। ঠিক একই ভাবে কোন কঠিন কাজকে সহজ করার জন্য ছোট বাচ্চার মত বারবার করলে একটা সময় সফলতা অর্জন করা যায়।পরিশেষে বলা যায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রচুর অনুশীলন আর অধ্যবসার প্রয়োজন।
আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে ২০২১ সালের অক্টোম্বর মাস থেকে আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলে সফলতা আসবেই বলতে গেলে চেষ্টার পিছনে লুকিয়ে থাকে সফলতা। আপু আপনার আজকের পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি প্রতিটি জিনিসের পিছনে লুকিয়ে থাকে হাজার চেষ্টা। তাই আমাদের প্রতিটি কাজের প্রতি আগ্রহ থাকা উচিত। কেননা মানুষ একবারে উপরে উঠে যায় না আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে সে সফলতা অর্জন করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু চেষ্টা এবং সাফল্য একে অপরের পরিপূরক। আসলে কেউ কখনো একবারে সব কিছু পারে না। বারবার চেষ্টা করলে হয়তো কাজটা করা সম্ভব। সত্যি চেষ্টা করলে সফলতা আসবেই। কোন কিছু একবার না পারলে, দুবার না পারলে, তিনবার দেখা যাবে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপু বাস্তবতা নিয়ে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা অনেক সময় কোন কাজে যদি সফল না হই সেই কাজটি ছেড়ে দেই কিন্তু আমরা যদি সেই কাজ ছেড়ে না দিয়ে সঠিক পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সফলতা অর্জন করা যাবে। আপনি সুন্দর কিছু উদাহরণ দিয়ে বিষয় টি বুঝিয়এছেন।শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit