১৭ ই বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২ রা মে ২০২৪খৃস্টাব্দ ।
আজ রোজ বৃহস্পতিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
কয়েকটি ছবি একসাথে |
---|
আজকে পোস্ট করতে বেশ দেরি হয়ে গিয়েছে, সকাল থেকে বসবো বলে এই কাক সেই কাজে আটকে গিয়েছিলাম।তার উপর বাসার পাশে একটি মার্কেটে গেলাম বাবুর এর জন্য কিছু ড্রেস কেনার জন্য।তারপর যেই বাসায় এসে কাজে বসবো তখব দেখি নেটওয়ার্ক নেই। পরে ওয়াইফাই এর লোকদের ফোন দিলাম বললো তারা নাকি কি ফাইবার লাগাবে যার জন্য নেট আসতে দেরি হবে।কি যে একটা বিপদে পরলাম।যাই হোক এখন পোস্ট করতে বসতে পেরেছি তাতেই অনেক। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলপনা।আলপনা বলেছি অনেক গুলো রঙের কম্বিনেশন। আমি এখানে জলরং তারপর সাইনপেন ব্যবহার করেছি।আসলে সবটুকুতেই সাইনপেন ব্যবহার করতাম কাজ করতে যেয়ে দেখি আমার সাইনপেন নেই আর যা আছে তার কালি শেষ। আর এই কাজগুলো আমার ছেলে ছাড়া আর কেউ করেনি।যাই হোক চলুন দেখি আসি।
আমি আগে তেমন কিছু একটা পারতাম না ,এখন টুকটাক পারি আরকি। তাও খুব বেশি ভালো যে হয় তা না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে গোল করে এঁকে নিব।
তারপর ফুল একে নিব।
৩য় ধাপ |
---|
তারপর ফুলের ভিতরে নকশা একে নিব ।
৪র্থ ধাপ |
---|
তারপর রং করে আবার পাতা এঁকে নিয়েছি ।
৫ম ধাপ |
---|
আবার পাতা এঁকে ভিতরে নকশা এঁকে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ |
---|
রং করে নিচ্ছি ।
৭ম ধাপ |
---|
আস্তে আস্তে করে এঁকে নিচ্ছি ।
৮ম ধাপ |
---|
পাতায় রং করে নিচ্ছি ।
৯ম ধাপ |
---|
নাম লিখে নিচ্ছি।
শেষ হয়ে গেলো আমার ম্যান্ডেলা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | mandrala |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ অনেক সুন্দর আলপনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। নিজেও কিছুটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের এই অঙ্কন দৃশ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই দারুন হয়েছে আপু , দেখতে অনেক সুন্দর লাগছে আলপনাটি । আমিও একদিন বাড়িতে ট্রাই করবো। আপনাকে অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর আলপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রং করে আলপনা তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রথমত আমরা কিছুই পারি না, অনেক চেষ্টার পর পারি।আপনার এই ডিজাইনটি আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশনটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় আলপনা আর কল্পনা শব্দ দুইটা নিয়ে আমার মধ্যে খুব কনফিউশন হতো। অনেকদিন পর আবারো এই শব্দটা চোখের সামনে এসেছে। যারা ছোটবেলার স্মৃতি মনে আসলো। যাইহোক অনেক সুন্দর ফুল জাতীয় আর্ট করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রং দিয়ে অনেক সুন্দর একটি আলপনা এঁকেছেন আপু। আপনার শেয়ার করা আলপনা টি দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি আলপনা আর্ট করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে রং করার জন্য দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ওয়াইফাই লোকেদের কথা আর বলবেন না আপু। নেট চলে গেলে ওরা এসব অজুহাত নিয়ে অপেক্ষা করে শুধু দেওয়ার অপেক্ষা। আলপনা টা সুন্দর লাগছে আপু। ফুলের মতো করে তৈরি করেছেন আলপনা টা। দারুণ লাগছে। অনেক সুন্দর তৈরি করেছেন। এবং প্রথম থেকে প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন কালারের রঙিন কলম ব্যবহার করে আপনি অনেক সুন্দর করে একটা আর্ট করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আলপনা অংকন করেছেন রং করে যেটা অনেক সুন্দর ছিল। আমি দেখেছি হিন্দুদের ঘরের সামনে এরকম আলপনা অঙ্কন করতে। তারা অনেক নিখুঁতভাবে আলপনা অঙ্কন করে থাকে। যাইহোক আপনি খাতার মধ্যে অঙ্কন করলেন দেখে খুব ভালো লাগলো। আমার কাছে কিন্তু কালার কম্বিনেশনটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর একটা কালার করেছেন দেখেই মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রং দিয়ে খুবই চমৎকার একটি আলপনা করেছেন আপু।আপনার আলপনা টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে আলপনা টি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit