ছাদের কিছু ফটোগ্রাফি।

in hive-129948 •  3 months ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১২ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।

২৭ আগস্ট ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শরৎকাল ।

456033236_1835497533526903_4049055146366261286_n.jpg

আজকে সারাদিন একটু পর পর প্যাডেল না কি ব্যাটারি 😂 চলে যাচ্ছে। দশমিনিট থাকে আবার চলে যায় আবার দশ মিনিট পরেই আসে।মেয়েটা ও অসুস্থ থেকে উঠেছে বিদায় বেশি জালাতন করে।কিছুই খেতে চাচ্ছে না, খালি সারাদিন ঘ্যান ঘ্যান করে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি ছবি ফটোগ্রাফি শেয়ার করবো।আমি আজকে ছাদের ফটোগ্রাফি কিছু শেয়ার করবো।কিছু ছবি আমাদের ছাদের আর কিছু আছে আমার বাবার বাড়ির ছাদের। আমার তেমন একটা ছাদে উঠা হয় না,অনেক দিন পর পর উঠি তাই নতুন নতুন লাগে।অনেক অনেক গাছ নতুন করে দেখি।আমাদের বাসায় আমাদের বাসার খালা বিভিন্ন রকমের গাছ লাগায়। নিজেই যত্ন নেয়।প্রতিদিন পানি দেয়।বেশ যত্ন করে। এমনকি ছাঁদটা বেশ সুন্দর করে পরিষ্কার ও রাখে।ভালো লাগে দেখতে।আর আমার শশুর বাড়ির ছাদে গাছ লাগায় বেশির ভাগ আমার হ্যাসবেন্ড। কিন্তু বানরের জন্য তেমন কিছু রাখতে পারে না।এরা দলবেঁধে এসে সব কিছু নষ্ট করে দিয়ে যায়।

456269227_903063991674593_7492056190458844116_n.jpg

এই ছবিটা তুলেছিলাম আমাদের বাসার ছাদ থেকে। আমাদের বাসার খালা করলা গাছ লাগিয়েছিলেন। সেই গাছের করলা গাছের ফুল।কিছু কিছু ছোট ছোট করলা ধরেছিলো।দেখতে বেশ ভালোই লাগছিলো।খালা বেশ মাচা তৈরি করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলো।

455233884_517930897296108_8698983310606049127_n.jpg

এই ছবিটা তুলেছিলাম আমার শশুর বাড়ি থেকে।এটা হচ্ছে নয়নতারা ফুল।নয়নতারা ফুলটা দেখতে আমার বেশ ভালোই লাগে।বিভিন্ন কালারের হয়ে থাকে।আমাদের বাসায় দুই কালারের নয়নতারা রয়েছে। সাদা এবং গোলাপি কালারের ছিলো।

455657015_1219147765772161_1083167347064114198_n.jpg

456262833_1173964860561977_6916564386858025812_n.jpg

এই যে সাদা কালারের নয়নতারা ফুল।নয়নতারা গাছের তেমন একটা যত্ন লাগে না।গাছ থেকে বিচ পরলেই গাছ উঠে।আর ভালোই ফুল ধরে। তবে রোদ কম হলে বাচে না।আমার বেলকনিতে লাগিয়েছিলাম কিন্তু রোদ কম আসাতে গাছ বাচাতে পারিনি।

456274767_1034292361438592_5775159636662597301_n.jpg

456074313_1090102309381299_2658624017534182330_n.jpg

এই হচ্ছে রজনীগন্ধা গাছ।কিছুদিন আগে রাস্তা এর বাল্ব বিক্রি করতো।বেশ কম দাম ছিলো ভেবে ছিলাম হয়তো হবে ফুটবে না আমি আর কখন রজনীগন্ধা গাছ দেখিনি এই প্রথমেই দেখলাম।সেই ফুলের স্টিক দেখে বেশ ভালো লেগেছে। রজনীগন্ধা স্মেইল আমার বেশ ভালো লাগে।

455640856_2001941596931781_7949887843301317366_n.jpg

454836096_497237082909144_4412190167695151342_n.jpg

এটা হচ্ছে এলোভেরা গাছ।আমি একটা বাসার কাছে তিশটাকা দিয়ে গাছটা কিনেছিলাম,সেই থেকে অনেক গুলো গাছ হয়েছে।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার মেয়ে যেহেতু অসুস্থ হয়েছিল তাইতো খেতে চাচ্ছে না। ছোট মানুষ তো তাই একটু বেশি জ্বালায়। আপু আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ভালো লাগলো।

হুম আপু।একটার পর একটা লেগে থাকে, আজকে সকালে দেখি অনেক সর্দি লেগে গিয়েছে।

ছাদ বাগানের অনেক সুন্দর সুন্দর চিত্র ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর ফটো গুলো দেখে বেশ ভালো লাগলো এবং মুগ্ধ হলাম। ছাদ বাগানে দুই রকমের নয়ন তারা ফুল দেখতে পারলাম। তবে গোলাপী কালারের নয়ন তারা খুব ভালো লাগে।

নয়নতারা ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে।আপনাকে ধন্যবাদ

বেশ দারুন কালেকশন। নিজের বাড়ি শ্বশুরবাড়ি যেখান থেকে পেরেছেন সুন্দর সুন্দর চিত্রধারণ করেছেন। ঠিক বলেছেন নয়নতারা ফুলের মাটিতে পড়েই গাছ বের হয়ে আবার ফুল ফোটে। বেশ অনেক কিছু দেখার সুযোগ মিলেছে আপু আপনার আজকের ব্লগে। তবে এলোভেরা গাছটা দেখে বেশ মিস করলাম। এর আগে আমার একটা ছোট্ট এলোভেরা বাগান ছিল। তবে সেই জায়গাটায় ঘর নির্মাণ করা হয়েছে এমনকি সে জায়গাটায় আমি চেয়ারে বসে রয়েছি। শুধু হারিয়ে ফেলেছি অ্যালোভেরা বাগানটা। যাইহোক অনেক ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর ব্লগ।

নয়নতারা বিশেষ যত্ন লাগে না তাই বেশ ভালো লাগে।আপনাকে ধন্যবাদ

ছাদের উপরে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন.।আর ছাদের উপরে ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

আপনার কাছে ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

ছাদ থেকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। ফুলগুলোর সৌন্দর্য আরো বেশি দারুণ লাগছে দেখতে। আমার কাছে দুই কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লেগেছে। তবে এগুলোর থেকেও বেশি ভালো লেগেছে রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফি। রজনীগন্ধা ফুলের গাছ আমাদের সাথে লাগানোর ইচ্ছা আছে। ইনশাল্লাহ অবশ্যই লাগাবো।

ছেলে-মেয়ে অসুস্থ হলে মায়েদের বেশ ভোগান্তি হয়।আপনি আজ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। সুন্দর বর্ননা দিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনি দেখতেছি ছাদের উপর থেকে চমৎকার কিছু ভিন্ন রকম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে ছাদের উপর অনেকে বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফলের গাছ রোপন করে। আপনার শ্বশুর বাড়ি ছাদের উপরে আপনার হাসবেন্ড গাছ রোপন করে। তাহলে আপনাদের ওদিকে বানরে অনেক উৎপাত করে।তবে আমাদের এই দিকে বানানোর কোন পাত নেই। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।