মজাদার স্বাদের চিকেন ভুনা রেসিপি।

in hive-129948 •  25 days ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১১ ই পৌঁষ ১৪৩১

--------

২৯ই ডিসেম্বর ২০২৪


470054100_1118722982950014_1195149474970722921_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।আমার রান্নাবান্না বেশ ভালো লাগে।সেই আমি বয়লার চিকেন রান্না করেছিলাম।আসলে বয়লার চিকেন টা আমার ছেলে খুব পছন্দ করে তাই আরকি মাঝে মধ্যেই রান্না হয়,যদিও আমারও ভালোই লাগে।আসলে মাছের চেয়ে ও আমি চিকেন বেশি পছন্দ করি।আমি চিকেনটাকে মসলা মাখিয়ে তারপর ভেজে রান্না করেছি।ভেজে রান্না করলে তরকারি টা একটু মাখা মাখা হয় আরকি।যাই হোক যাওয়া যাক মূল আয়োজনে।

470053635_1715236485990453_6191210555394464323_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

471934480_1784469712365807_8522240287673406374_n.jpg


উপকরন পরিমান
মুরগী ১ টি
মসলা ২টেবিল চামচ
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
এলাচ ৩/৪ টি
দারুচিনি ২ টুকরা
তেজপাতা ২টা ২টা
জিরা ১চা চামচ ১চা চামচ
কাঁচামরিচ ৪/৫টি
ধনে গুঁড়া হাফ চা চামচ
তেল পরিমান মতো
পেঁয়াজ পরিমান মতো
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

470051903_1057607932788252_4510741222963664010_n.jpg
প্রথমে হলুদ মরিচ লবন ও সস দিয়ে দিব।


২য় ধাপ

470050576_1257631222071318_6512848773140974751_n.jpg
তারপর সব মাখিয়ে নিব।


৩য় ধাপ

470050816_381325371708907_1991736265370678485_n.jpg
তেলে ভেঁজে নিব।


৪র্থ ধাপ

462584745_889640333347212_7397131521181673092_n.jpg
আলু গুলো হলুদ মরিচ ও লবন দিয়ে মেখে নিব।


৫ম ধাপ

470050530_914275380457311_1074509592169814448_n (1).jpg

তেল গরম করে মসলা দিয়ে দিব।


৬ষ্ঠ ধাপ

464676319_1643916696527665_8272654567632584405_n.jpg
পেঁয়াজ বাটা ,আদারসুন পেস্ট দিয়ে দিব।


৭ম ধাপ

467016892_616761487462223_564885910299242867_n.jpg
হলুদ মরিচ লবন ও মসলা দিয়ে দিব।


৮ম ধাপ

470057915_1113477826945673_527638697412122034_n.jpg

সামান্য পানি দিয়ে কষিয়ে নিব।


৯ম ধাপ

471802797_1130249135466762_1092443286331695960_n.jpg

ভাজা চিকেন গুলো দিয়ে দিব।


১০ম ধাপ

470050796_1321783918824884_2779040256137173584_n.jpg
উল্টিয়ে পাল্টিয়ে দিব।


১১ তম ধাপ

467510015_608875688204676_2951057491268296351_n.jpg

ভাজা আলু গুলো দিয়ে দিব।


১২ তম ধাপ

470051935_3917722621829244_8670527832645511246_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব।


১৩ তম ধাপ

462581211_471919135929298_8478639050160501767_n.jpg
প্রয়োজনমত পানি দিয়ে দিব।


১৪ তম ধাপ

470050816_1336954027675216_3197976798441278907_n.jpg

জিরার গুঁড়া দিয়ে দিব।


১৫ তম ধাপ

462575465_1267700621043011_480611581146376282_n.jpg

লবন চেক করে নামিয়ে নিব।

470053635_1715236485990453_6191210555394464323_n.jpg
হয়ে গেলো চিকেন ভুনা রেসিপি। রেসিপি টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মজাদার চিকেন ভুনা রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। আমি চিকেন খেতে অনেক পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে রেসিপি তৈরি করেছেন, দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

image.png

আপু আমার পছন্দের রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও মাঝে মাঝে বয়লার মুরগি এনে আপনার মত এভাবে ভুনা করি। আজ কিন্তু আপনার চিকেন ভুনা রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছিল।

আপনার চিকেন ভুনা রেসিপি এতটাই লোভনীয় হয়েছে ফাইনাল আউটপুট দেখে একটু খাওয়ার ইচ্ছা জাগলো। তবে সেটা তো আর সম্ভব নয়। বয়লার চিকেন ভুনা রেসিপি বরাবরই খাওয়া হয় তবে আপনার বয়লারের চিকেন ভুনা রেসিপি দেখে নতুন করে খাবার ইচ্ছা জাগলো। চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে বাসায় তৈরি করে খাওয়ার জন্য ধন্যবাদ।

আপনার চিকেন ভুনা রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে আপু আমাদের সবাই মাছের চেয়ে চিকেন অনেক পছন্দ করে। আপনি ভেজে অনেক সুন্দর করে রান্না করেছেন।নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মজাদার স্বাদের চিকেন ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিকেন ভুনা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে রেসিপি টি।

আপু আপনি অনেক মজাদার সাথে চিকেন রান্না করেছেন দেখে খুব লোভ পাচ্ছে। এ ধরনের রেসিপিগুলো খাইতে খুব ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

বয়লার চিকেন আমাদের বাসায় খুবই কম খাওয়া হয়। কারণ আমার হাজব্যান্ড পছন্দ করেনা। তারপরও মাঝেমধ্যে আমি কিনে নিয়ে আসি। ভালোই লাগে খেতে। আপনি যেভাবে রান্না করেছেন দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিল। যেকোন চিকেন এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। দেখতেও লোভনীয় লাগছে।

আসলে বিভিন্ন কিছু তৈরি করার জন্য বয়লারটা ভালো,তাছাড়া বাচ্চারা পছন্দ করে তাই কেনা লাগে।ধন্যবাদ

চিকেন ভুনা খেতে ভীষণ সুস্বাদু লাগে। নতুন আলু দিয়ে রান্না করাতে তো খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিলো দেখে বোঝা যাচ্ছে। বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করেছেন। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

আপু আপনার চিকেন ভুনা রেসিপি দেখে জিভে জল চলে এলো। অনেক লোভনীয় লাগছে দেখতে। এ ধরনের খাবার সামনে থাকলে আর কি চাই। অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

চিকেন ভুনা কমবেশি সবাই পছন্দ করে খেতে। আপনি খুব সুন্দর ভাবে মজার রেসিপিটা উপস্থাপন করেছেন। রেসিপির কালারটা অনেক লোভনীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন। দেখে বুঝতে পেরেছি মজা করে খাওয়া হয়েছে এই খাবারটা।

চিকেন ভুনা রেসিপি দুর্দান্ত হয়েছে আপু। চিকেন এবং আলুগুলো ভেজে নিয়ে এরপর রান্না করেছেন দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। কালার অনেক লোভনীয় লাগছে আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

প্রথমে চিকেন গুলো হালকা ভেজে নিলে বেশ সুস্বাদু লাগে খেতে। চিকেনের রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা দেখেই লোভনীয় লাগছে। পাশাপাশি বেশ অসাধারণ উপস্থাপন করেছেন রেসিপি টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

আপু অনেকে মাছের চেয়ে মাংস বেশি পছন্দ করে। আপনি দেখছি চিকেন ভুনা রেসিপি করেছেন। আসলে চিকুন ভুনা খেতে অনেকে পছন্দ করে। আর এ ধরনের রেসিপি দিয়ে গরম রুটি এবং গরম পরোটা খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে রেসিপি দেখে এটিকে এখনি এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ যেভাবে আপনি আজকে এই চিকেন ভুনা রেসিপি এখানে ধাপে ধাপে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য৷