কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

আমি @rahimakhatun
from Bangladesh

২৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ ।

১১ ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

কয়েকটি ছবি একসাথে।

376358989_1350375355587788_3388863870811182371_n.jpg

Device- Galaxy A13

কাল সারাদিন ইলেক্ট্রিসিটি ছিল না,যার জন্য পোস্ট করতে পারি নি। যা ও রাতে ইলেক্ট্রিসিটি আসলো তাও লিখতে বসবো এমন সময় আবার চলে গিয়েছে। আসলে এত গরমে ইলেক্ট্রিসিটি না থাকলে বেশ কষ্টকর হয়ে যায় একে তো অসহনীয় গরম তার উপর পানির সমস্যা। ইলেক্ট্রিসিটি নাই তো পানি ও নাই। সরকারি গ্যাস এর তো অনেক সমস্যা ,যার জন্য বেশির ভাগ মানুষেরই ইলেকট্রিক চুলার উপর ডিপেন্ট করতে হয় , ইলেক্ট্রিসিটি না থাকলে সেটাও সমস্যা। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।

376349120_828758211991609_8591231032240488022_n.jpg

এই ফুলটার নাম আমি জানি না ,আপুর বাসার ছাদ থেকে এই ফুলের ছবি তুলেছি। দেখতে বেশ সুন্দর। সাদা কালার ফুল,সাদা মানেই শুভ্র।

376355765_6530551220370044_5893845908378178421_n.jpg

এইটা সম্ভবত করবি ফুল। কালার টা বেশ সুন্দর।

376355471_848450253339661_488076401541094836_n.jpg
এইটা গাঁদা ফুলের ছবি। আমরা সকলেই চিনি এই ফুলটাকে। অনেক রকম কালারের হয়ে থাকে। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Tagetes erecta .শীতকালীন ফুল। আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

374956222_269209369337459_3099324580042818666_n.jpg

376347624_1565705087298459_4546145133270941717_n.jpg

এই ফুলগুলোর ও আমি নাম জানি না ,তবে কালার বেশ গাঢ়। চোখে লাগার মত।

376360979_6881547928626121_2013097623286244270_n.jpg
এইটাকে কাটা মুকুট বলা হয়। আর অনেক কালার হয়। এই গাছে সম্পূর্ণ কাটা থাকে। দেখতে খুব সুন্দর। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Euphorbia milii

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link (Source)

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিকই বলেছেন আসলে লোডশেডিং এর এখন অনেক সমস্যাই হচ্ছে। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে নাম না জানা সাদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

image.png

আপনি অনেক সুন্দর কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন দেখছি আজকে। আমার কাছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে দেখতে। ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যার কারণে একটু বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন এটা বলতে হয়।

অনেক দিন পর আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতেছি। আসলেই রাজধানীতে লোডশেডিং হলে ভিষণ বিপদে পড়তে হয়। ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর হয়েছে। কয়েকটা ফুল নতুন দেখলাম।ধন্যবাদ আপু ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

ফুল দেখলে চোখ ফেরানো যায় না। আর যদি হয় এত সুন্দর ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথাই নেই। অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি হওয়ার কারণে মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে দেখে। আমি ফুল দেখতে এবং ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি, তেমনই ফটোগ্রাফি দেখতেও ভালো লাগে।

বেশ কিছু ফুলের খুব সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন।ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক পছন্দ হয়েছে।সবগুলো ফটোগ্রাফি ছিল দেখার মত।কিন্তু ফুলগুলো সম্পর্কে আরো একটু বিস্তারিত লিখলে ভাল হত।যাইহোক,ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনি চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে সবার থেকে কাটা মুকুট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারন আমি আগে থেকেই কাটা মুকুট ফুল পছন্দ করি।ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আসলে ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। ফুল দেখতে তো আমার এমনিতেই অনেক ভালো লাগে। কাটা মুকুট ফুলটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপু ধন্যবাদ।

ফুল হলো সৌন্দর্যের প্রতিক। ফুলকে ভালোবাসে না এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুব কমই আছে। আপু আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ ভাল ছিল।এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ওয়াও আপু অসম্ভব সুন্দরভাবে আপনি কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। ‌ আমার কাছে নাম না জানা সাদা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে ফুলের বর্ণনা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কয়েকটি ফুলের খুব রেনডম ফটোগ্রাফি করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার ফোটোগ্রাফি গুলো দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

বর্তমান সময়ে প্রচুর গরম পরছে আর এই গরমের সময়টাতেই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে আবার আসছে কিন্তু এই অল্প সময়ে রুমের মধ্যে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ছে সবারই। খুবই চমৎকার একটি ফটোগ্রাফিক পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কমিউনিটিতে এখন প্রতিটি মেম্বার সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে আপনার এই ফটোগ্রাফিক পোস্ট দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

খুবই সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণ পছন্দ হয়েছে৷ বিশেষ করে প্রথমে আপনি যে ফুলটি শেয়ার করেছেন সেটির নাম আমারও জানা নেই৷ এটি আমার অত্যন্ত বেশি পরিমাণে ভালো লেগেছে৷

মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।