আমি @rahimakhatun
from Bangladesh
১৬ নভেম্বর ২০২৪
|
---|
ঔষধ তো খেতে হয়,তার উপর হাইপাওয়ারের ব্যথার ঔষধ ও এন্টিবায়োটিক খেতে হয়।এই সমস্যা টা ঘন ঘন হচ্ছে। সমস্যা হলে আমার বেশ কষ্ট হয়।পরে আমার ভাই বললো নাক কান গলার বিশেষজ্ঞ দেখাতে। পরে ওর এক জুনিয়র ভাই আছে তার কাছে যেতে বললে।কিন্তু যখনই আমার সমস্যা হয় তখন শুনি উনি দেশের বাহিরে না হয় ঢাকার বাহিরে।বেশ মুশকিল।
গত চারদিন আগে হঠাৎ ভাই য়া বললো তার পরের দিন তার কাছে যেতে কি আর করার যেতেই হবে।উনি ঢাকা মেডিকেলে বসেন।সকার দশটায় থাকতে বললো আর রুম নম্বর বলে দিয়েছে। আমরা যেতে প্রায় চল্লিশ মিনিট লেট হয়ে যায়।আসলে ঢাকা শহর বলে কথা।যাই হোক রুমের সামনে গিয়ে ফোন দিলাম ফোন কেটে দিলো,পরে ম্যাসেজ পাঠিয়েছে তিনি রাউন্ডে আছেন।
পরে যখন ফোন ব্যাক করলো আমি পরিচয় দেওয়ার পর চিনতে পারলো।,তারপর তার রুমে বসতে বললো।আমরা বেশ কতক্ষন বসার পর উনি আসলো।পরে আমার সব সমস্যার কথা বললো।পরীক্ষার কাগজগুলো নিতে মনে নাই তবে ছবি তুলে রেখেছিলাম সেগুলো দেখালাম।উনি দেখে তারপর আমাকে বললো একটা সিটস্ক্যান করাতে।সিটস্ক্যান কিভাবে করে কেমনে করে আমার জানা নেই তাই টাকা পরিমানও ধারনা নেই কেমনে কি করবো বুঝতে পারছিলাম না।
তারপর আমরা চলে গেলাম লালবাগের ইবনে সিনাতে।ঐখানে যেয়ে জানতে পারলাম ছয় হাজার টাকা সিটস্ক্যান করতে লাগবে পঁয়এিশ পাসেন্ট কমিশন দিয়ে চার হাজারের মত লাগবে কি আর করার করতে গেলাম সেখানে সিরিয়ালে বসতে হবে একটু পরেই আমার ডাক পরলো কিন্তু আমাকে যখন রুমে নিল মেশিন দেখে আমার বেশ ভয় লাগলো।
পরে চোখ বন্ধ করে ছিলাম কিছুক্ষন পরে আস্তে আস্তে চোখ খুললাম।তারপর বললো আধাঘন্টা অপেক্ষা করতে আমরা শুধু ফ্লিম নিব বলেছিলাম তাই বললো একটু বসতে।আধাঘন্টা পরে ফ্লিম পেলাম।সাথে সাথে চলে গেলাম ডাক্তার ভাই এর কাছে উনি রিপোর্ট গুলো দেখলো দেখে বললো মাইগ্রেন আর খাদ্যনালীতে সমস্যা আছে। আর কিছু কিছু সমস্যা আছে।এক গাদা ঔষধ আর অনেকগুলো নিয়ম দিয়েছে এগুলো মানতেই হবে,তা না হলে সমস্যা থেকেই যাবে।যেগুলো নিয়ম দিয়েছে সেগুলো সব বিপরীত আমি।এতগুলো নিয়ম মেনে চলা আমার জন্য অনেক কঠিন।তারপর আ র কি করার মানতেই হবে তা না হলে বেশ কষ্ট পেতে হবে।ঔষধ গুলো ও দিয়েছে অনেক সময়ের।আমার সবচেয়ে বেশী আলসেমি লাগে।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | hospital |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গলা ব্যথা হলে কথা বলতে আসলেই বেশি সমস্যা হয়। ভালো করেছেন ডাক্তারের কাছে গিয়ে। তাছাড়া সিটিস্ক্যানের মেশিন দেখলেই কেমন ভয়ংকর লাগে। ডাক্তার মানেই তো একগাদা ঔষুধ। তারপর খেয়ে দেখেন ঔষুধগুলো সুস্থ হতে পারেন কিনা। দোয়া রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাক। এবং আপনি সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনাই করি। ছবিগুলি দেখে এই হাসপাতালটি বেশ আধুনিক বলেই মনে হল। আর ডাক্তার খুব ভালো বলেই আপনি তাকে সহজে পান না। আপনার সমস্যা আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাইগ্রেন খুব সমস্যা কর একটি রোগ। অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে না যেতে পারলে এই রোগ সহজে সারবে না। ওষুধ পথ্য এবং জীবনযাপনের নিয়মগুলো সঠিকভাবে মেনে চললেই নিরাময়ে আপনার ভৃত্য হয়ে উঠবে। আশা করব দ্রুতই সুস্থ হয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ,,এত নিয়ম মেনে চলা অনেক কষ্টের। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit