কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  4 months ago 

আমি @rahimakhatun
from Bangladesh

২০ ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।

৬সেপ্টম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শরৎকাল ।

457016966_451827061167168_173390294563874442_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি কিছু আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করবো।আজ সকালে বেশ বৃষ্টি হয়েছিলো ভেবেছিলাম বৃষ্টির কিছু ছবি তোলি কিন্তু বাবুর জন্য পারিনি।আমি উঠলেই ও কিভাবে যেন টের পেয়ে যায়।পরে আর কি ছবি তোলতে পারিনি।কতদিন হলো বৃষ্টি তে ভিজতে পারিনি।আগে আমার বৃষ্টি দেখলে তেমন একটা মিস হতো না ভেজার জন্য।আর এখন বৃষ্টি দেখতে পারি না আসলে বয়স হলে দায়িত্ব বেড়ে যায় তাই অনেক সখগুলো অপূর্ণ থেকে যায়।যাই হোক আজকে যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই ছবিগুলো আমি বৃক্ষমেলা থেকে তুলেছিলাম।এর আগে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বাকি কিছু অংশ আজ শেয়ার করবো আশা করি বেশ ভালো লাগবে।

457542451_2013017155816188_7754125172663708945_n.jpg

আমি যখন বৃক্ষমেলাতে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিলো। বৃষ্টির মধ্যে ফুলগুলো দারুন লাগছিলো। কাঠগোলাপ এর ছবিটা আমি তুলেছি। ফুলের কালার টা আমার কাছে বেশ ভালো লেগেছে।

457372485_1507470943986626_7415978409523460645_n.jpg

এই হচ্ছে আরেকটি কাঠগোলাপের ফটোগ্রাফি।সাদা কালারের। কি সুন্দর লাগছে ফুলগুলো। বৃষ্টি পড়াতে সৌন্দর্য দ্বিগুণ হয়েছে।

458302780_849458556902830_4343814822625715767_n.jpg

457706525_868074388786249_5781009399425608837_n.jpg

এই হচ্ছে বাগান বিলাসী গাছ।একটি টপে তিন কালারের বাগান বিলাসী। আমার কাছে বেশি ভালো লাগে লাল কালারেরটা।বাসার গেটের সামনে লাগালে দেখতে ভালো লাগে।

456696717_1461333184548725_1469193616562062164_n.jpg

এই হচ্ছে রানী গোলাপি বাগানবিলাসী। আগে এই কালার টাই বেশি দেখা যেতো .

457804704_1061225042027706_4886242836578649754_n.jpg

456558766_752083480321432_8046959712310566666_n.jpg

এটা হচ্ছে এডোনিয়ামের ফুল। অনেকগুলো কালার থাকে।দেখতে বেশ ভালো লাগে।

457051965_916913756930818_1895058627950493261_n.jpg

458208202_313917131767524_8444134125252731026_n.jpg

আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বারে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

সবকটি ফুলের ছবি অসাধারণ তুলেছেন। ফুল সর্বদাই এক ভালোলাগার প্রতীক। আর তার যেসব ছবি তুলে আপনি পোস্ট করলেন তা যেন মন ভাল করে দিল। দুর্দান্ত একটি চিত্রসম্বলিত পোস্ট। আপনার ফটোগ্রাফির নেশা এই পোস্ট থেকেই বেশ ভালো বোঝা যাচ্ছে। ভালো থাকুন। আরো নতুন নতুন ছবি উপহার দিন।

ঠিক বলেছেন ফুল সবর্দাই সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

আপু আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার‌ তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে কাঠগোলাপ আমার খুবই প্রিয় একটি ফুল।

আসলেই কাঠগোলাপ দেখতে বেশ সুন্দর, তাই হয়তো ছবিটা ও ভালো হয়েছে। ধন্যবাদ

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে আজকে।

ফুলের ফটোগ্রাফি সকলেরই বেশ ভালো লাগে।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। কাঠ গোলাপ ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি বেশ অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

বেশ কয়েক ধরনের কাঠ গোলাপ ফুল রয়েছে দেখছি। কাঠগোলাপ ফুল আমার ভীষণ পছন্দ। ভীষণ ভালো লাগলো আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। এডোনিয়ামের ফুল গুলো আগে সেভাবে কখনো দেখা হয়নি। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। নতুন কয়েকটা ফুল দেখতে পারলাম আজকে।

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি হওয়ার কারণে আমার কাছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। ফুলগুলোর সৌন্দর্য বেশ দারুণভাবে ফুটে উঠেছে। আর এগুলো দেখতেও অনেক ভালো লাগছে। আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আসলে বৃষ্টি পরলে ফুলের সৌন্দর্য অনেক গুন বেড়ে যায়।ধন্যবাদ আপনাকে

বাবু যেহেতু ছোট তাই তো আপনি বাবুকে নিয়ে বৃষ্টির ছবি তুলতে পারেননি আপু। তবে আপনি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে দেখতে।

আর বলিয়েন না আপু কি যে বিরক্ত করে সে।