"আগারগাঁও বৃক্ষমেলায় ভ্রমণ"

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh
১৫ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ।

২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্ত কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

334252957_953136642529458_4895686077328919175_n.jpg

captured by @rahimakhatun

Device- samsung SM-A217F

অনেকক্ষন ধরে ধরে পোস্ট লিখবো লিখবো লিখা হচ্ছিলো না। আসলো আমার বাবু একটু অসুস্থ। ঠান্ডা আর কাশি কোন ভাবেই কমছে না। চারদিকে সব বাচ্চারা অসুস্থ। তার উপর কাল ক্লাসে একটা বাচ্চা পেন্সিল দিয়ে গুঁতা দিয়েছে যার জন্য ড্রেস ছিদ্র হয়ে গায়ে লেগেছে। এখনকার বাচ্চা গুলো এত দুষ্ট। বাচ্চার মা এর কাছে বললাম ও মা উনি কোন কিছুই বললো না ,উল্টো বললো অন্য বাচ্চা নাকি তার ছেলেকে ও এমন করছে ,তাই সে আমার বাচ্চার উপর হামলা চালিয়েছে। ওনার নাকি অনেক আদরের বাচ্চা ,আমি বললাম সব বাচ্চা তার বাবা মায়ের আদরের। বেশি কিছু বলিনি ,কি বলবো উল্টাপাল্টা যদি বাচ্চার মা ই কথা বলে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বৃক্ষ মেলা যাওয়ার কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো আপনাদের সাথে।

334118958_1198085414176656_4999177217799240589_n.jpg

বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম আগারগাঁও বৃক্ষমেলাতে। আসলে আমি মোটামুটি প্রতিবছরেই যাওয়ার চেষ্টা করি। আমার কাছে নতুন নতুন গাছ দেখতে বেশ ভালোই লাগে। যদিও তেমন কেনা হয় না ,একে তো দাম বেশি চায় আর না হয় ভেজাল মিশিয়ে দেয়। ভেজাল বললাম এই কারণে ,বৃক্ষ মেলায় যে দিন গিয়েছিলাম সেইদিন আমি দুইটা ইনডোর প্লান্ট কিনেছিলাম। বাসায় রাখার বেশ কিছু দিন পর দেখি গাছগুলা মারা গিয়েছে ,পরে উঠিয়ে দেখি গাছের ডাল সুন্দর করে লাগিয়ে দিয়েছে কোন শিকড় ছাড়া ,তারপর আরেকটা ক্যাটাস কিনেছিলাম দেখি এইটাই পিন দিয়ে ফুল লাগিয়ে দিয়েছে যা আমি আগে খেয়াল করি নি আগে ,পরে বাসায় আনার পর দেখে ফুলটা নড়বড় করছে পরে দেখি পিন দিয়ে আটকানো । এই হচ্ছে আমাদের দেশের অবস্থা।

331870753_928015131707891_5928871197064136702_n.jpg

তবে এইটা ঠিক সবাই খারাপ দেয় না ,আর আগের বার আমি একটা মরিচ গাছ এনেছিলাম সেটা বেশ ভালো ছিল। আসলে গাছ দিয়ে বাসায় আসাটা অনেক কষ্টের। সিএনজি দিয়ে আসতে হয় ,একে তো তেমন সিএনজি পাওয়া যায় না ,পেলেও অনেক ভাড়া চায়। তাছাড়া আমার বাসা থেকে মোটামুটি অনেক দূরে যার জন্য গাছ কিনলে আনতে অনেক কষ্ট ,আসলে বেশির ভাগ যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা কিনে ,ছাদে গাছ লাগানোর জন্য।

334252957_1574285093090447_7265454836920312250_n.jpg

লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

334215216_592180395802489_1555687795785131749_n.jpg

লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

332016906_1177448449577214_5260207669659469141_n.jpg
লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

331874832_106959512280288_2048611950892128970_n.jpg

লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

334226769_208909091690072_7092491905043438291_n.jpg

লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

333992305_1489742704768039_7177548395341814515_n.jpg

লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।

334232133_725239625717810_4551758349880583172_n.jpg

এই ছবিটা তুলেছিলাম আমি বাস থেকে। জ্যামে ছিলাম তখন বাস এর জানালা দিয়ে তুলা ,যদিও ভয়ে ভয়ে ছিলাম ,কেউ যদি ফোনটা টান দিয়ে নিয়ে যায়।

331780727_922361015847666_5486788524507937733_n.jpg

331920634_137671815883162_9123569876082870697_n.jpg

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার ছেলে অসুস্থ জেনে খারাপ লাগলো। আসলে এখনকার বাচ্চারা এতই দুষ্ট যে স্কুলে বাচ্চাকে পাঠাতেও ভয় লাগে। কিছু কিছু গার্ডিয়ান আছে যারা বাচ্চাকে শাসন করার বদলে উল্টো আরো অন্য কিছু কথা শুনিয়ে দেয়। যাইহোক আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বৃক্ষ মেলায় গিয়েছেন এবং এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো।

আসলে সিজন পরিবর্তন হচ্ছে তাই প্রায় বাচ্চা অসুস্থ হয়ে পরেছে আপু।গার্ডিয়ান কথা বলিয়েন না,মহা মুশকিলে আছে দুষ্ট বাচ্চাদের নিয়ে।ধন্যবাদ

মেলা থেকে কিংবা বাহিরে থেকে গাছ কিনে আনলে সেগুলো কিছুদিন পর মারা যায়। আপনার গাছ কেনার অভিজ্ঞতা পড়ে খুব হাসি পেল। যে সেফটিপিন দিয়ে গাছে ফুল লাগিয়ে রেখেছে।ভাবা যায়।

আমি বেশ শখ করে গাছটি কিনেছিলাম আপু,এমন হবে ভাবতেই পারিনি
ধন্যবাদ

আপনার বাবুর অসুস্থতা শুনে অনেক খারাপ লাগলো ৷ আসলে এই সময় টা তে সবার কমবেশি অসুস্থ হচ্ছে ৷ আপনার বাবুর সুস্থতা কামনা করছি ৷
যা হোক আপনি আগারগাও বৃক্ষ মেলা থেকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু

হুম ভাই বাবুর জন্য দোয়া করিয়েন ।আগারগাঁও থেকে অনেকগুলো ফটোগ্রাফি করেছি।ধন্যবাদ

আপু আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল। ও যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাচ্চারা তো দুষ্টুমি করবে। কিছু কিছু অভিভাবক আছে যারা বাচ্চাদের দোষ গুলো কখনো ধরতে চায় না। এবং বাচ্চাদের কোন প্রকার শাসন করে না। এই অভিভাবকদের কারণে বাচ্চারা অনেক বড় দোষ করে থাকে। যাইহোক আপু বৃক্ষ মেলা অনেক সুন্দর গাছ দেখতে পেলাম । ধন্যবাদ আপনাকে

হুম,বাচ্চাদের দোষ দেখে না বিদায় ঐ সব বাচ্চা গুলো বেশি দুষ্ট হয়।মেজাজ টা বেশ খারাপ হয়ে গিয়েছিলো।

প্রতিবছর গাছে চারা কিনে থাকি আমি। বিশেষ করে যখন বৃক্ষ মেলা বসে তখন মেলা থেকে অনেক গাছ কিনে থাকি। বৃক্ষমেলায় ভ্রমণের মুহূর্ত খুবই সুন্দরভাবে অতিবাহিত করেছেন। দেখে খুব ভালো লাগলো। মেলার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মেলাতে অনেক ধরনের গাছের চারা উঠেছে দেখছি। আপনার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করি।

হুম, আপনি অনেক গাছ কিনেন, এবং গাছ লাগান।আমি প্রায় পোস্ট দেখি আপনার।মেলাতে একটু ভিন্ন রকম গাছ পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে

আপু আপনার বাচ্চাকে একটি বাচ্চা পেন্সিল দিয়ে গুতা দিয়েছে ,আপনি তার মায়ের কাছে নালিশ করলেন। সে তার আদরের বাচ্চাকে কিছু না বলুক কমপক্ষে আপনাকে তো স্বান্তনা দিতে পারতো, তা না করে বরং উল্টো তার নিজের ছেলের সাফাই গাইলেন। কি বলব কিছু বলার নাই। যাই হোক আগারগাঁওয়ের বৃক্ষ মেলা ভ্রমণ করে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো দেখে আমাদের কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

না, উনি আরো আমাকে আর আমার বাচ্চাকে এড়িয়ে গেলো,পরে আমি ক্লাস টিচারকে বলে দিয়েছি এর সাথে যেন আর বসতে না দেয়।

এখন আবহাওয়া পরিবর্তনের জন্য প্রায় বেশির ভাগ বাচ্চারাই অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলেটাও একটু অসুস্থ। আপনার ছেলের জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।যাই হোক বৃক্ষ মেলায় কখনো যাওয়া হয়নি। তবে আজ আপনার বৃক্ষ মেলার পোস্ট দেখে আর এত সুন্দর সুন্দর বৃক্ষের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগছে। আমারও গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। গাছ আমাদের এই সুন্দর পরিবেশকে রক্ষা করে।ধন্যবাদ।

আপনার ছেলের জন্যও দোয়া রইলো।আসলে আনি বৃক্ষ মেলাতে যাওয়ার চেষ্টা করি।বেশ ভালোই লাগে আমার কাছে।ধন্যবাদ আপনাকে