আমি @rahimakhatun
from Bangladesh
৭ ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ ।
২০ ই জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি জেনারেল পোস্ট করবো। আজকে আমি রঙের সাইকোলজি নিয়ে লিখবো ,অর্থাৎ কোন রং কি বহন করে তাই লিখবো। আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে।
রঙের সাইকোলজি হচ্ছে মানুষের মনের আবেগ অনুভূতি প্রকাশ করা।অর্থাৎ রং দিয়ে অনেক কিছু বুঝায়।রং হলো আলোর একটি উৎস।যা প্রতিফলিত হয়ে আমারা চোখে দেখতে পাই।রং এর ও আবেগ প্রকাশ করার ক্ষমতা রয়েছে।একেক রং একেক ভাষা বুঝায়।মূলত প্রাথমিক রং তিনটি।সেগুলো হলো লাল,হলুদ,হলুদ। এই মৌলিক রং গুলো সবার উপরে।তারপর রয়েছে সেকেন্ডারি রং তারপর রয়েছে কিছু শাখা প্রশাখা।সেকেন্ডারি রংগুলো হচ্ছে সবুজ কমলা ও বেগুনি আর প্রশাখা হলো রং এর মিশ্রন।যে কোন ডিজাইন এর ক্ষেএে রং এর ব্যবহার উল্লেখযোগ্য। পৃথিবীতে অসংখ্য রং রয়েছে।ডিজাইন এ অনেক রং ব্যবহার করা হয়।একটি ডিজাইন এর ক্ষেএে একাধিক রং ব্যবহার করা যায়।একেক রং একেক অর্থ প্রকাশ করা হয় তাই রং ও অনুপাত রয়েছে। কোথায় কোন রং কি অনুপাতে ব্যবহার করা উচিত তা জানা আব্যশক।একেক রং এ একেক অর্থ বহন করে।একটি ডিজাইন এ সব রং ব্যবহার করা যায় না।ডিজাইন অর্থপূন করতে কি রং কি অর্থ প্রকাশ করে তা একনজরে দেখি আসি।
লাল রং:লাল রং প্রেম প্রকাশ করে তা আমরা সবাই জানি।লাল রং আরো অনেক কিছু প্রকাশ করে এই যেমন স্বাস্হ্য,শক্তি,সাহস, যুদ্ধ, রাগ ইত্যাদি ও প্রকাশ করে।
গোলাপি:গোলাপি রং টা কোমল কোমল লাগে তাই না।অর্থাৎ প্রেম, দয়া, মায়া, নারীত্বের সাথে সম্পর্ক রয়েছে।
হলুদরঙ :হলুদ রং হচ্ছে সুখের রং।হলুদ রং সূর্যালোক,আলোকিত ও বসন্ত বুঝায়।কিছুদিন আগে বসন্ত আসবে তখন বেশির ভাগ মানুষ হলুদ রং এর শাড়ি পরবে।তবে মাঝে হলুদ রং নেতিবাচক প্রভাব ফেলে। এই যেমন কাপুরষ, বিশ্বাসঘাতক, শারীরিক অসুস্থ্যতা বুঝায়।
নীলরং :নীশ হচ্ছে শান্তির প্রতীক।নীল বলতে বুঝায় আকাশ, সমুদ্র,প্রশান্তি,অনুপ্রেরণা ইত্যাদি বুঝায়।তবে কোন কোন দেশে নীল মানে দুঃখ হতাশা বুঝায়।
বেগুনি রং: বেগুনি রং টাতে রাজকীয় রাজকীয় ভাব রয়েছে। বেগুনি রং বলতে আমরা বুঝি রাজকীয়,বিলাসিতা,অভিজাত্য,ক্ষমতা,সম্পদ,মর্যাদা, শান্তি বুঝানো হয়।বেগুনি রং বলতে সম্পদশালী ও জাদু ও বুঝানো হয়।
কমলা রং: কমলা রং অনেকটা হলুদ রং এর মত।কমলা রং ও আনন্দ, তাপ, উষ্ণতা, সৃজনশীলতা, উৎসাহ বুঝায়।
সবুজরং : সবুজ রং সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি।সবুজ বলতেই প্রকৃতি।সবুজ রং হচ্ছে শান্তির প্রতিনিধি। সবুজ রং বলতেই গাছপালা বুঝায়,অর্থ,সৌভাগ্য পরিবেশ সচেতনা বুঝায়।মাঝে মাঝে হিংসা ও বুঝায়।
বাদামী রং : বাদামী রং নির্ভরযোগ্য নিরাপত্তা বুঝায়।এ ছাড়া মন খারাপ, বিষন্নতা বুঝায়।
সাদারং: সাদা রং সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি।সাদা রং হচ্ছে শুভ্র,সুন্দর। সাদা রং হচ্ছে সুস্থ্যতা,পরিচ্ছন্নতা, পরিষ্কার বুঝায়।
কালোরং : কালো রং তো ভয়ংকর ভয়ংকর বুঝায়। তবে সুন্দর।কালো রং হচ্ছে হতাশা,মন্দ,অন্ধকার বুঝানো হয়।
ধূসর রং: ধূসর রং হচ্ছে ভারসাম্য,বিষন্নতা ও ক্ষতিকে বুঝায়।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতোদিন রং সম্পর্কে জানতাম কিন্তু রং এর পিছনে এত্তো মাহাত্ম্য জড়িয়ে আছে তা জানা ছিলো না।আপু আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে খুবই ভালো লাগলো।অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমিও জানতাম না পরে অনেক ঘুটাঘুটি করে জানতে পারলাম। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit