বৃক্ষ মেলার কিছু ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



আজ ষড়ঋতুর বর্ষা কাল
আজ রোজ বৃহস্পতিবার
২৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ

৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
এবং২৩ জিলক্বদ ১৪৪৩ হিজরী ।

আজকে সাপ্তাহিক হ্যাংআউট দিন। আজকে আড্ডা মাস্তি ,আর কুইজ আর দিন প্রতিবারের মতো আমি আজকে এসেছি নতুন কিছু নিয়ে। আসলে সপ্তাহ শেষে এই দিনটার অপেক্ষায় থাকি। বিশেষ করে সুপার একটিভ লিস্ট এই জন্য। যাই হোক ,আমি আজকে নিয়ে এসেছি আমার শখের কাজ ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে ফটোগ্রাফি করে থাকি।আসলে সুন্দর কিছু ফটোগ্রাফি না করলে হয় বলেন। সেই দিন গিয়েছিলাম বৃক্ষ মেলায়। প্রতি বছর শেরা বাংলা নগর বিশাল এলাকা জুড়ে এই মেলা হয়। কিন্তু গত কয়েক বছর করোনার মেলা হয় নি। এবার আবার মেলা হলো। আজকে আমি বৃক্ষ মেলায় কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

বৃক্ষ মেলার কিছু ছবি।

captured by @rahimakhatun

Device- Glalaxy A13

captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

এখানে বাস থেকে নেমে ,তারপর কিছু পথ হাটতে হয়েছে। রাস্তা বেশ সুন্দর তাই তুলে নিয়েছি।
captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

আকাশটা বেশ মেঘলা ছিল। জিরি জিরি বৃস্টি ছিল। এই খানে গাড়ি পার্কিং করা হয়। যদিও আমাদের গাড়ি নেই। তবে অনেকে গাড়ি নিয়ে যায় ,তাহলে গাছ কিনলে ,আন্তে সুবিধা হয়।
captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

এ হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ,এর পাশেই বিশাল এলাকা নিয়ে বৃক্ষ মেলা।
captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

এই হচ্ছে বৃক্ষ মেলার গেট ,অনেক মানুষ ছিল। ছুটির দিন ছিলো তাই। আসলে একেক স্টল একেক রকম সুন্দর। এই খানে গেলে আসলে আসতে ইচ্ছে করছে না। এই হচ্ছে জলজ উদ্ভিদ। আসলে তাই পদ্ম এর একটা স্ট্রল ছিল। আমাজান লিলি এর বৃষ্টির জন্য ছবি তুলতে পারি নাই।
captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

captured by @rahimakhatun
source

Device- Glalaxy A13

captured by @rahimakhatun
বৃষ্টি ভেজা গাছ গুলা আসলে কয়েকটা পোস্ট হবে বৃক্ষ মেলা নিয়ে। আমি বেশ কিছু গাছ কিনেছি ,সব গুলা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ। ধন্যবাদ সবাইকে।

শুভ রাত্রি

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার এলাকার বৃক্ষ মেলার কথা মনে পরল। কোথা দিয়ে যে মেলা শুরু হল আর শেষ হয়ে গেল জানতেই পারলাম না। বৃক্ষমেলা আমার খুবই প্রিয় একটা জায়গা। প্রতিবছরই অন্তত কয়েকটা গাছের চারা কিনি রোপন করার জন্য। যাই হোক মেলার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমারও বৃক্ষ মেলায় যেতে অনেক ভালো লাগে।আমি যাওয়া চেষ্টা করি প্রতি বছর যাওয়ার।যাই হোক ধন্যবাদ আপনাকে।

সাপ্তাহিক হ্যাংআউটে কুইজের পর্বটি আমার ভীষণ ভালো লাগে।

যাইহোক আপু আপনার ফটোগ্রাফি করে কিন্তু বেশ দারুন ছিল। আকাশ মেঘলা হওয়ায় ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য বেড়ে গেছে। আপনি কি কি গাছ কিনেছে না পরবর্তীতে অবশ্যই শেয়ার করবেন। অপেক্ষায় রইলাম আপু। ‌

আমার ও বেশ ভালো লাগে,যদিও আমি তাড়াতাড়ি লিখতে পারি না।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য

বৃক্ষ মেলার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগুলো সত্যিই অসাধারণ আমার অনেক ভালো লেগেছে।

আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।

আমাদের উপজেলা পরিষদে প্রতিবছরই বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। নতুন অনেক প্রজাতির গাছ দেখার জন্য খুব আন্দের সাথে বেড়াতে যায় সেখানে। আপনার ভ্রমণকৃত বৃক্ষ মেলা অনেক বড় পরিসরে তৈরি তাই পরিমাণেও অনেক বেশি। বুঝতে পারছি সময়টা দারুণ ভাবে উপভোগ করেছেন।

আআনন্দদায়ক মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমি ও বেশ উপভোগ করি,নতুন নতুন গাছ,ফল,ফুল বেশ সুন্দর। আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা নিবেম।

ওয়াও আপু আপনি খুব সুন্দর সুন্দর বৃক্ষের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে দক্ষতা সহকারে করেছেন। এত সুন্দর সুন্দর বৃক্ষের ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আসলে আমার কোন দক্ষতা নেই। ধন্যবাদ আপনাকে।

আপনি আজ আমাদের সাথে অল্প কিছু গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনি আমাদের আশ্বাস দিয়েছেন পরবর্তী কিছু ব্লগে বৃক্ষ মেলা থেকে কিনে আনা গাছের ফটোগ্রাফি শেয়ার করবেন সেই অপেক্ষায় রইলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

হ্যা দেখাবো। আমি কিছু ইনডোর গাছ এনেছি।ছবি তোলে দেখাব।ধন্যবাদ

আপু আপনি সর্বশেষ যে ফটোগ্রাফিতে আমাদের মাঝে শেয়ার করেছেন ফুলের সেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বৃষ্টিভেজা ছিল। আপনি বৃক্ষ মেলায় গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং অনেক গাছের ফটোগ্রাফিও করেছেন যা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। গাছ আমার এমনিতেই খুব ভালো লাগে। আশা করি আপনি কি কি গাছ কিনেছেন সেটি আমাদের মাঝে খুব দ্রুতই শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

গাছ,ফুল আমার বেশ পছন্দের জিনিস।হ্যা আপু দেখাবো দেখাবো।ধন্যবাদ আপনাকে

বৃক্ষ মেলার কিছু ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে আমার কাছে দেখতে সবথেকে ভালো লেগেছে বৃষ্টি ভেজা গাছগুলো।

আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে বৃক্ষমেলায় অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ভাবে আমাদের মাঝে আপনার মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যা,বেশ ভালো সময় কাটিয়েছি।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

চলে এসেছে বর্ষার মৌসুম এখনই সময় নানান প্রকার বৃক্ষ রোপন করার। আমি অবশ্য ফলের বৃক্ষ রোপন করতে খুবই বেশি পছন্দ করি। দেখা যাক এবার কি গাছ রোপণ করতে পারি। ভালো লেগেছে আপনার এত সুন্দর বৃক্ষ মেলার পোস্ট দেখে।

ভালো তো ফলের বৃক্ষ রোপন করলে ফল ও খাওয়ান যায়।সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।ধন্যবাদ

খুব সুন্দরভাবে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে বৃক্ষ মেলায় চিত্র তুলে ধরেছেন। সুবজে ঘেরা মনোমুগ্ধকর চারপাশ। আকাশ মেঘলা থাকায় একটি চমৎকার পরিবেশের সৃষ্টি করেছে। আপনার কেনা গাছ নিয়ে পোস্ট এর অপেক্ষায় থাকবো। আপনার জন্য শুভকামনা রইলো।

আসলেই আকাশ মেঘলা ছিলো, তাই গরম খুব কম ছিলো।বেশ ভালো লেগেছে।ধন্যবাদ

বৃক্ষ মেলা মানেই সবুজের সমাহার। ফুল বিভিন্ন রকম গাছ-গাছালির মাঝে ঘুরতে বেশ লাগে। বৃক্ষ মেলায় যাওয়া থেকে শুরু করে মেলার ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।
পরবর্তী পর্বে নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর অনেক গাছের ফটোগ্রাফি দেখতে পারবো। অপেক্ষায় রইলাম।

হ্যা অব্যশই আরো সুন্দর সুন্দর আলোকচিএ শেয়ার করবো।ধন্যবাদ আপু

আপনি বৃক্ষ মেলায় গিয়ে সবুজের সমারোহে হারিয়ে গিয়েছিলেন এবং তার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে অসংখ্য উপকারী একটি পোস্ট করেছেন। গাছ আমাদের জন্যও খুবই দরকার কারন গাছ থেকে আমরা অক্সিজেন পাই