আমি @rahimakhatun
from Bangladesh
২৭ ই ফেব্রুয়ারি ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ সোমবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।
গরুর পেট থেকে গরু জন্মালে গরু হওয়া যায় কিন্তু মানুষের পেট থেকে কি মানুষ হলে আসল মানুষ হওয়া কি যায়।হয়ত আকার আকৃতি দিয়ে মানুষ তবে কি সৃষ্টির সেরা জীব হওয়া যায়।আসলে একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তার অনেক গুলো গুন থাকা লাগে।প্রথমেই যেটা বেশি লাগে সেটা হচ্ছে আচার আচরন।
কথায় আছে আচরণ কিংবা ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়।আচার আচরন ব্যবহার গুলো প্রথমেই আমরা শিখে থাকি আমাদের পরিবারের কাছ থেকে তারপর হয়ত নিদিষ্ট বয়সে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়।শিক্ষিত হলেই কি আর ব্যবহার ভালো হয়।
আমি ছোট একটি ঘটনা বলি।বেশ কিছু দিন আগে আমি আমার বাবুকে আনতে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাই,সেখানে যেয়ে দেখি এক গার্জিয়ান বেশ রাগান্বিত। পরে জানতে পারলাম।আরেকজন গার্জিয়ান তার ছেলে প্লে তে পড়ে তাকে ক্লাস দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে কারন বাচ্চা কান্না করে।তার একটা ছোট তিন বছরের বাচ্চা আছে। তারপর আরেকজন একজন অস্বাভাবিক বাচ্চা ঐ পিচ্চি টাকে নাকি ধাক্কা দেয়,ধাক্কা দেওয়াতে পিচ্চি বাবুটা পরে যায়।বাবুটার মা এই দেখে ঐ অস্বাভাবিক বাচ্চার গালে জোরে চড় মারে যার জন্য গালে একেবারে আঙ্গুলের দাগ বসে যায়।
এই দিয়ে দুই গার্জিয়ানদের মাঝে বেশ ঝামেলা হয়।আসলে দুইটাই বাচ্চা এরা তো তেমন কিছুই বুঝে না আমারা গার্জিয়ান হয়ে কেন অন্য বাচ্চাদের গায়ে হাত তুলতে হবে।আমরা গার্জিয়ান রা যদি এত বড় ভুল করি তাহলে আমাদের থেকে বাচ্চারা কি শিখবে।
এই রকম হাজারো কাহিনী আছে।দেখতে ভদ্র মানুষ মনে হলেও তারা আসলে ভিতর দিক থেকে আসল মানুষ নয়।ঐ দিন বাবুকে নিয়ে বাসায় আসার জন্য অটোতে উঠলাম।অটোর সিটে সাধারণ ছোট বাচ্চা সহ তিনজন বসা যায়,কিন্তু একটা লোক এমন ভাবে বসে আছে তিনজন বসবে তো দূরের কথা একজনই বসতে পারছে না।
আমি বাবুকে কোলে নিয়ে বসে আছি,আমি শুধু ঐ লোকটা কে বললাম আরেকটু কি চাপা যায় খুব ভালো করে,ওরে বাবা লোকটা তো আমাকে পারে না মারই দিবে।কোথায় চাপবো জায়গা আছে নাকি আমি কি অটোর বাহিরে যেয়ে বসবো নাকও,আপনার মত মানুষের দরকার রিজার্ভ নেওয়া আরো কত কি।আমি শুধু বললাম আপনাকে আমি খারাপ কি বললাম চাপতে পারলে চাপবেন না পারলে নেই এখানে এত কথা বলার কি আছে,না লোকটা বলেই যাচ্ছে। পরে এক পর্যায়ে বললাম চুপ করেন আপনি। না সে বলেই যাচ্ছে পরে ড্রাইভার লোকটাকে নামিয়ে দিয়েছে।
বাহিরে চলতে গেলে এমন অনেক মানুষ আছে দেখতে মানুষ হলে তাদের ব্যবহার অনেক খারাপ।আসলে তারা মানুষকে মানুষ মনে করে না।আর যদি পেশায় ছোট একজন মানুষ হয় তাদের বয়স বেশী হলেও কিছু কিছু মানুষের গায়ে হাত তুলতে পরোয়া করে না।
চোখের সামনেই এমন ঘটনা অহরহ ঘটে। সেই দিন একটা ছেলে বয়স হবে আঠারো কিংবা বিশ সেই ছেলে যদি বয়স্ক কয়জন রিক্সাওয়ালার গালে কষে চড় মারে,অথচ এই মানুষগুলো কিন্তু মানুষের পেট থেকেই জন্মিয়েছে।তাই তো আমাদের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত পরিপূর্ণ মানুষ হওয়া তারপর অন্যানো,আমরা যদি মানুষেই হতে না পারি তাহলে আরো বড় বড় জায়গায় পৌঁছালে ও পরিপূর্ণ হবে না,মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয়।
পরিপূর্ণ মানুষ হলে ছোট খাট যে কোন অপরাধ করতে হলে বিবেকে অনেক বাঁধবে তাহলেই তো আমরা বিভিন্ন অপরাধ থেকে মুক্তি পাব ।
আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
এই কথাটা আসলেই সত্য যে ব্যবহারে বংশের পরিচয় । আসল ব্যবহারটা তো সন্তান পরিবার থেকেই শিখে তারপরে না হয় স্কুল। অবাক হলাম ওই গার্জিয়ানের কথা শুনে নিজের বাচ্চাকে মেরেছে জন্য অন্য বাচ্চার গায়ে এভাবে হাত তুলেছে। এরকম গার্জেনের বাচ্চাকাচ্চা কি শিখবে তাই চিন্তার বিষয়। রাস্তাঘাটে বেরোলে এরকম হাজার হাজার লোকজন দেখা যায়। বর্তমান সময়ে মানুষের মনুষ্যত্বের খুব অভাব হয়ে গিয়েছে। যাই হোক ভালো লাগল লেখাগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরাও বেশ অবাক হয়েছি উনি একজন মায়ের সমতুল্য ব্যাক্তি হয়ে কিভাবে বাচ্চার উপর হাত তুলে।উনি এমন করায় তার বাচ্চা কি শিখবে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভালো মানুষ হওয়া কঠিন কাজ। আমাদের সমাজে এরকম অনেক ভালো ভদ্র মানুষ হয়েছে যারা ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায় । কিন্তু তাদের কোন কাজে কিছু হলে তারা তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। যেমন ওই বাচ্চার মা। তারা সমাজের মানুষের কাছে অনেক ভদ্র সেজে থাকে। কিন্তু যখন তাদের কোন সমস্যা হয় তখন তারা তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। তারা কত অমানুষ এটা মানুষকে বুঝিয়ে দেয়। সমাজে সুন্দরভাবে থাকতে হলে সত্যিই ভালো মানুষের অনেক দরকার। খুব ভালো লাগলো আপনার এই পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভদ্রতার মুখোশ আর কতক্ষন ধরে রাখা যায়।খুব তাড়াতাড়ি মুখোশ উম্মোচন তো হয়।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরেছেন ৷ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব কারন মানুষের জ্ঞান ,বিবেক ,বুদ্ধিমতা ,সবকিছু দিয়েছে৷ কিন্তু তারপরেও কি মানুষ হতে পেরেছি ৷ আর এটা সত্য একজনের ব্যবহার তার আচরন তার বংশের পরিচয় করে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৃষ্টির সেরা জীব ঠিক কিন্তু আমাদের কাজ কর্মে সৃষ্টির সেরা জীব হতে পারিনি।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাথে আমিও পুরোপুরি একমত। আসলে আমাদের প্রথমে ভালো মানুষ হওয়া উচিত তারপরে আমাদের লক্ষ্য। একজন শিক্ষিত মানুষের যদি আচার-আচরণ খারাপ হয় তাহলে সে পরিপূর্ণ মানুষ হিসেবে কখনোই গড়ে ওঠেনি। মানুষের আচার-আচরণ দিয়েই তার বংশ পরিচয় সম্পর্কে জানা যায়। আপনি কিন্তু এই কথাটি ঠিকই বলেছেন আচরণ কিংবা ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়। অটোতে বসা লোকটির ব্যাপারে শুনে আমার তো মাথাই গরম হয়ে গিয়েছিল। যাই হোক বেশ ভালই ছিল লেখার টপিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কথায় আছে দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ।একজন আর্দশ লোকের ব্যবহার কখন খারাপ হয় না।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক কথা বলেছেন ভাই ভালো মানুষ হওয়া খুবই কঠি। আমার মনে হয় মানুষের ভেতরের লোভ কাজ করে লোভটা যদি মানুষ ত্যাগ করতে পারে অবশ্যই ভালো কিছু করতে পারবে এবং ভালো একটা মানুষ হয়ে উঠতে পারবে ।আমাদের সমাজ এখন শিক্ষিত সমাজ নামে স্বীকৃতি পায়।কমবেশি আমরা সকলেই শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত কয় জন আছে।প্রবাদ বাক্যে আছে ব্যবহার বংশের পরিচয়। আপনার পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা কয়জন লোভটাকে ছাড়তে পারি।লোভে পাপ হয় পাপে মৃত্যু হয়।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপনি ব্যবহার এবং বংশের পরিচয়। মানুষের আচার আচরণ কথাবার্তা দৃষ্টিভঙ্গি এবং চলাচলের ধরন দেখে বোঝা যায় আসলে ব্যক্তিরা কেমন।। মানুষ খারাপ হওয়ার পিছনে দায়ী বর্তমান সময়ে। বর্তমান সময়ের অজুহাত গুলা আমাদের সাথে এমনভাবে উঠুকুতু ভাবে জড়িত হয়ে গেছে যে কেউ যদি একা একা ভালো থাকতে চায় তাহলে থাকাটা অসম্ভব হয়ে পড়ে।।
তবে চেষ্টা করলে সব কাজে সফলতা অর্জন করা সম্ভব আর ভালো মানুষ হতে হলে অবশ্যই ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতেই হবে এর কোন বিকল্প নেই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যবহারে বংশের পরিচয়। মানুষ হওয়াটা বেশ জরুরি। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বড়দের থেকে বাচ্চারা এতসব কিছু শিখে। যদি বড়রাই বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করে তাহলে ছোটরা কি শিখবে। মানুষ হবা খুব সহজ কিন্তু মানুষের মত মানুষ হওয়া খুবই কঠিন। তার জন্য আমাদের নিজেকেই নিজেদের কাজে কর্মে তুলে ধরতে হবে। আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম ভালো মানুষ হওয়া খুব কঠিন কাজ। অনেক সুন্দর ভাবে গুছিয়ে প্রত্যেকটি কথা লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক মানুষের মত মানুষ হওয়া খুব কঠিন।আপনার মতামত গুলো বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন অনেক কিছু বা কাহিনি আমার সামনেও প্রায় প্রতিদিনই ঘটে।ঘটনাগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারিনা, শুধু বয়সের ফারাকে কিছু বলতে পারিনা।
তোরা ঝগড়া-ফাসাদ করিস না,মানুষ হ!
কথাটা এই যুগে এসে সবসময়ই ফলে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কিছু বলতে গেলেই তো বলা হবে বেয়াদব,কিন্তু যারা সত্যি সত্যি বেয়াদব তারা ঠিকই পার পেয়ে যায়।যাই হোক ভাই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু আপনি একজন ভালো মানুষ হয়ে ওঠেন খুবই কঠিন কাজ। কিন্তু যদি নিজের চেষ্টায় থাকে তাহলে কঠিন থেকে সহজে পরিণত করা যায়। ঠিক বলেছেন আপু আপনি ব্যবহার মানুষের বংশের পরিচয়। ঠিক বলেছেন আপু একজন শিক্ষিত মানুষের আচার-আচরণ যদি খারাপ হয় তাহলে সে কখনো পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে সত্যিকারি ভালো মানুষ হওয়া।কয়জনই বা ভালো মানুষ হতে পেরেছি।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সমাজে এমন কিছু মানুষ আছে যারা উপর থেকে শুধু দেখতে মানুষ কিন্তু ভিতরে একদম তারা অমানুষ। তাই আমাদের দিনশেষে মানুষ হওয়াটা খুবই জরুরী। ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমার কাছে আজকের পোস্টটি খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপরে দিয়ে দেখতে আসলেই মানুষের মত,আদৌ কি তারা মানুষ হতে পেরেছে। মানুষ হওয়ার গুনাবলি কয়জনেরই বা আছে।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন তো মানুষের আচার-আচরণ এমন হয়ে গেছে যে তার আচার আচরণ দেখে তার চৌদ্দগুষ্টি সম্পর্কে জানা যায়। আসলে মানুষের আচার-আচরণ থেকে তার বংশ পরিচয় জানা যায়। বর্তমান সময়ে মানুষ এমন হয়ে গিয়েছে যে তাদের কে চেনা যায় না। যারা উপর থেকে ভালো থাকে তারাই শেষে প্রতারণা করে। যাইহোক আপনি কিন্তু আজকে বেশ ভালোই একটি টপিক নিয়ে পোস্ট লিখেছেন। সম্পূর্ণটা পড়ে ভীষণ ভালো লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাইয়া।লোকটাকে দেখতে অনেক ভদ্রলোক মনে হয়েছিলো কিন্তু তার মুখের ভাষা শুনে আমি তো বেশ অবাক হলা।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চাকে শিক্ষা প্রতিষ্ঠান দিতে যাওয়া নিয়ে আসা এই দুটি কাজের বাইরে দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা সবচাইতে আমার বিরক্তি করে এবং নিন্দনীয় কাজ মনে হয়। আপনি ঠিক বলছেন কিছু কিছু গার্ডিয়ান আছে দেখতে অনেক ভালো মানুষের মত কিন্তু ওদের ব্যবহার এত নোংরা দেখলে খুব খারাপ লাগে। বাচ্চারা বাচ্চারা ঝগড়া করেছে এখানে গালে থাপ্পর মারার কি দরকার ছিল। আপনি ঠিক বলছেন শুধু মানুষের গায়ে চামড়া থাকলে কিংবা মানুষের রূপ ধারণ করলে হয় না। মানুষের আসল রূপ হচ্ছে তার আচারণ। বিশ্রী একটি কান্ড ঘটায় দিল দুই গার্ডিয়ান মিলে খুবই অস্বাভাবিক একটি ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই কিছু কিছু অভিভাবক কেমন জানি,তাদের কাছে মনে হয় তাদের বাচ্চা আদরের,আর বাকও বাচ্চা গুলো কিছুই না।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit