![346003019_118332847916938_6948431716678233549_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUcjoWHaKzdEq2nmSNmxA8pMHhchGNA82Wq88WEj2J7Yb/346003019_118332847916938_6948431716678233549_n.jpg)
Device- Galaxy-A13
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ অনেক দিন পর আমি নকশী কাঁথার নকশা নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আরেকটি নকশি কাঁথার নকশা নিয়ে এসেছি। নকশি কাঁথা গ্রাম বাংলার ঐতিহ্য।গ্রামের মানুষ অবসর সময়ে এক সাথে বসে নানা গল্প করে আর নকশি কথা সেলাই করে। তাই তো বলা হয়ে থাকে নকশি কাঁথার সুখ দুঃখ জড়িয়ে থাকে। এমন কি নকশি কাঁথা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে।
![346000109_3512118902404378_3792296258574256473_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQuxVA7sxwGHj8WwxcLkA9Fr4EJYTFLXFgVgpQZNC1urh/346000109_3512118902404378_3792296258574256473_n.jpg)
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
![346109098_2787530558066246_3795613306419824650_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeMDzjVDoYBKQbA7RSh8UMLeAeHD4TFcNmLpX19QpikVN/346109098_2787530558066246_3795613306419824650_n.jpg)
প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো
উপকরণঃ
🔶১. কাগজ
🔶২. জেল পেন
🔶৩. স্কেল
১ম ধাপ |
![345974781_617213633625969_6210361147871176399_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTHWBxCyHc3iHbzSubPrDvdrzwi6C6zFN4t54Bt3qQ1qE/345974781_617213633625969_6210361147871176399_n.jpg)
প্রথমে আমি চারদিকে মার্জিন করে নিব।
২য় ধাপ |
![346095028_1181267709206459_4374567589556002290_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNMnYpTqQ83ko8eThFycCYepo7qqySRCZVeNgUPNrkvTg/346095028_1181267709206459_4374567589556002290_n.jpg)
মাঝ বরাবর দাগ টেনে নিয়েছি ।
৩য় ধাপ |
![346036829_1608813549618419_6486876800107911331_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQXj6n93LezqfjCB7YvDtYH9HxB1GETTG85MYfKKotuVi/346036829_1608813549618419_6486876800107911331_n.jpg)
তারপর ফুল এঁকে নিলাম।
৪র্থ ধাপ |
![346141848_206406325503286_3506879220518412534_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcqaz7N7mhN4RWS8LycMhd638ptrnQ59po5KoaYxHhTAy/346141848_206406325503286_3506879220518412534_n.jpg)
লতাপাতা এঁকে নিয়েছি।
৫ম ধাপ |
![346098031_911172116621436_577074757152298202_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNppLS7xsQRd7qhi8Mp368ZMXjtAejVeLBxnH2UxWDYyZ/346098031_911172116621436_577074757152298202_n.jpg)
দুইপাশে এঁকে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ |
![345920413_214666894652311_5358680268887411200_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbzw4NDxAttWpdLQKquAM9F1wK91mfVFNVRy5cVb5u1r6/345920413_214666894652311_5358680268887411200_n.jpg)
চারপাশে এঁকে নিয়েছি।
৭ম ধাপ |
![345915157_253536403916395_5513119544392930785_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZpZgxGSofTKwMWTw42tBh8FXJHjL6ooZW2RmP8gUNTnT/345915157_253536403916395_5513119544392930785_n.jpg)
মাঝ বরাবর এঁকে নিচ্ছি।
৮ম ধাপ |
![346028264_2590635884431968_5148469917419642004_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmP7irmJ8YnpTTmUDbB3HSGUNgeo5XCXCUn7RT7wp3uijQ/346028264_2590635884431968_5148469917419642004_n.jpg)
মাঝ বরাবর আড়াআড়ি দাগ টেনে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। নাম লিখে নিচ্ছি।
![346000109_3512118902404378_3792296258574256473_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQuxVA7sxwGHj8WwxcLkA9Fr4EJYTFLXFgVgpQZNC1urh/346000109_3512118902404378_3792296258574256473_n.jpg)
কেমন হলো অবশ্যই জানাবেন।খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
device | samsung SM-A217F |
Location | Dhaka |
Photograpy | art |
গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশি কাঁথা। আপনি আজ খুব সুন্দর করে নকশিকাঁথার নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন,খুব ভালো লাগলো আপু।আপনার উপস্থাপনা দারুন লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশি কাঁথা নকশা আর্ট অসাধারণ হয়েছে। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চিত্রাংকনটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশি কাঁথার সুখ দুঃখ কিভাবে লুকিয়ে থাকে আজকে আপনার পোস্টের মাধ্যমে জানলাম । গ্রামের মানুষ একসাথে বসে সেলাই করে দেখে এর ভিতরে অনেক সুখ দুঃখ লুকিয়ে থাকলে ভালোই বলেছেন। আপনার নকশি কাঁথার ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর হয়েছে ।ডিজাইনটি কাথায় এঁকে সেলাই করলে ভালো লাগবে খুব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশী কাঁথায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে এবং দেখতে খুব ভালো লাগে। আপনি নকশী কাঁথার জন্য খুব সুন্দর একটি ডিজাইন অংকন করেছেন। ডিজাইন এর ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি অনেকগুলো ধাপে নকশা আঁকা সম্পন্ন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চিত্রাঙ্কন দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে নকশিখাতার চিত্র অঙ্কন করেছেন। সত্যিই অসাধারণ ছিলো, চিত্র অঙ্কন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু নকশি কাঁথার খুব সুন্দর ডিজাইন শেয়ার করেছেন। এই ডিজাইন বিভিন্ন কালারের সুতা দিয়ে কাঁথায় তুলতে পারলে দেখতে খুবই সুন্দর লাগবে। এত সুন্দর ডিজাইন দিয়ে নকশি কাঁথা সেলাই করা হয় বলেই এই কাঁথা এত সুন্দর লাগে আর সময়ও বেশি লাগে। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশী কাঁথার এরকম একটা নকশা আর্ট দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনি খুব সুন্দর ভাবে একটা নকশা আর্ট করেছেন। দেখে বুঝতে পারছি এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছিল। খুবই নিখুঁত কাজ ছিল এটি অংকন করতে সময় লাগারই কথা। প্রত্যেকটা ফুলের ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ভীষণ ভালো লাগলো আপনার আজকের এই আর্ট পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ সুন্দর একটি নকশী কাথার আর্ট তৈরি করেছেন আপনি।। নকশী কাঁথার আর্ট করার ক্ষেত্রে ফুলের চিত্র অংকন, তারপর ফুলের সাথে লতার চিত্র অঙ্কনটি আমার সাথে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশী কাঁথার খুব সুন্দর একটি নকশা আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এ নকশা দিয়ে নকশি কাঁথা সেলাই করলে দেখতে খুবই সুন্দর লাগবে। বিশেষ করে চারপাশের ফুলের ডিজাইনটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর নকশী কাঁথার নকশা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর সবাই ক্ষমা করলেও আমি করছি না। কাপড় দিয়ে নকশী কাঁথা সেলাই করা না দেখিয়ে কাগজে কেন দেখিয়েছেন শুনি? এসব ফাঁকিবাজি চলবে না। 😉😉। ডিজাইনটা তো ভালোই লাগছে। একটা সত্যিকারের নকশী কাঁথা এভাবে সেলাই করে আমাকে গিফট্ করবেন। মনে যেন থাকে 🥰🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার নকশি কাঁথার আর্টটি খুব সুন্দর হয়েছে। এরকম ডিজাইন করে নকশি কাঁথা সেলাই করলে খুব ভালো লাগবে দেখতে ডিজাইনটির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। যা দেখে খুব সহজে এ ডিজাইনটি করা যাবে ধন্যবাদ আপু নকশি কাঁথার সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আমাদের মাঝে দারুন একটি আর্ট করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। আপনার এত সুন্দর আর্ট প্রতিভা আমাকে মুগ্ধ করলো। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তাই অনেক খুশি হয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit