ভালো মানুষ চেনা বড় দায়।

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১১ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ রবিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



girl-g43dd59407_1920.jpg

source

আমরা মানুষেরা বেশ অদ্ভুত। সৃষ্টির সেরা জীব হয়ে ও চরিত্রের দিক থেকে কি আসলেই আমরা সেরা ?কি জানি আমার কাছে এর সঠিক কোন উত্তর নেই। তবে হ্যাঁ সবাই কিন্তু এক না। কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু সৎ মানুষের বদনাম। কি বুঝতে পারছেন না ,আচ্ছা ব্যাপার গুলো বুঝিয়ে দিচ্ছি একটা ঘটনা দিয়ে। বেশ কিছু দিন আগে আমাদের বাসায় একটা মেয়ে আসে। এসে বললো আমার মা কে আন্টি আপনার সাথে একটু কথা বলা যাবে ,আমার মা বেশ সহজ সরল মানুষ। সে মেয়েটির কথা শুনতে বেশ আগ্রহ। সেই দিন আমি নিজেও বাসায় ছিলাম। মেয়েটা বেশ স্মার্ট ,কথা গুলো ও বেশ শুদ্ধ।

যাই হোক আমরা এইটাও বলে দিলাম আশেপাশে কারো কাছে চাইলে বাকি টাকা হয়ে যাবে। আর পারলে আমি পরে বিকাশ করে দিবো ,নাম্বার দিয়ে যেতে। মেয়েটিও ও নাম্বার দিয়ে যায়। মেয়েটির বাবুর অপরেশন ছিলো বৃহস্পতিবারে আমি আর আগে মঙ্গলবারে টাকা ম্যানেজ করে ৫০০০ টাকা পাঠাই। মেয়েটা পরে আমাকে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারে ফোন দেয় ,আরো কিছু টাকা দেওয়ার জন্য আমার হাতে ওই মুহুতে আর কোনো টাকা ছিল না ,তাই বলে দিলাম আমার কাছে তো এখন আর নেই ,পরে হলে না হয় আবার দিবো।

এখন কোনো রকম যেন ম্যানেজ করে বাবুর অপরেশন টা করে। একটা মজার ব্যাপার হচ্ছে আমি যতবার মেয়েটার কাছে ফোন দেই কিংবা মেয়েটা দেয় কখনোই কোন সময়ই বাবুর কান্না কিংবা গলা শুনতে পাই না। যদি বলি বাবু কোথায় তখন ও বলে বাবু হসপিটালে আর ও বাসায় আসে রেস্ট নিতে। আমার তখন মাথায় নেই একটা মা বাবু অসুস্থ হয়ে যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে সে কি করে বাসায় আসে ঘুমানোর জন্য কিংবা রেস্ট নেওয়ার জন্য। যাই হোক তেমন একটা গুরুত্ব দেয় নি। আরো বেশ কিছুদিন পর আবার ফোন দিলো আবার অল্প কিছু টাকা দেওয়ার জন্য ,আমি ও যথারীতি কিছু টাকা কালেক্ট করে পাঠাই। তারপর আমি একবার জিজ্ঞাসা করলাম বাবু কেমন আছে ,অপরেশন হয়েছে কিনা সে বেশ সুন্দর করেই বললো বাবু এখন ভালো আছে ,বাবুকে নিয়ে বাসায় চলে গিয়েছে । আমি শুনে বেশ খুশি হলাম। যাক কষ্ট হলেও যে বাবু ভালো আছে।

একদিন আমাকে আবার ফোন দেয় ,আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে ,আমি ও জিজ্ঞাসা করি খুব স্বাভাবিক ভাবে আমরা কথা বলতে থাকি । বলতে বলতে এক পর্যায়ে মেয়েটি বলছে তার বোনের বিয়ে ঠিক হয়েছে ,তাকে যেন কিছু টাকা দিয়ে সাহায্য করি। খুব ভালো একটা ছেলে পেয়েছে ,মোটামুটি ৪০/৫০ জন লোক খাওয়াবে তার জন্য টাকা লাগবে। কথা গুলো শুনে আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে গেলো ,মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিয়ে প্রোগ্রাম করা লাগবে। টাকা না থাকলে তো দুই একজন মিলে ঘরোয়া ভাবে বিয়ে হলেই হয় ,যদি ছেলে ভালো হয়। তাছাড়া এখন না হয় মানুষের কাছ থেকে টাকা নিয়ে বড় প্রোগ্রাম করলো ,পরে কেমনে কি করবে। তারপর ও বাসায় আসাতে আমার আপু ৫০০ টাকা দিয়ে দিয়েছিলো। তারপর ও সে রীতিমতো আমাকে আবার ফোন দেয় আরো কিছু টাকা দেওয়ার জন্য।

একটা পর্যাযে আমার খুব বিরক্ত লেগে যায়।তারপর ও মাথা ঠান্ডা রেখে আমি বলি একদিন তার বাসায় যেয়ে দেখে আসবো লোকেশন টা দিতে ,আমার কাছে মনে হলো এই কথা বলাতে সে বেশ ভয় পেয়ে গেলো। যদিও কথাটা মজা করে বলেছিলাম ।এখন আর ফোন দেয় না। আমি এখনো জানি না মেয়েটা কি ফেক ছিল ,নাকি সত্যি ছিল। আর সত্যিই হতো আমি প্রায় বলতাম ছেলেটাকে যেনো নিয়ে আসে একদিন কখনোই আনে নি ,আর বাসায় যাওয়ার কথা বলাতে কেন ভয় পেলো। এমন কি কখন ভিডিও কল ও রিসিভ করে না। আসলে দুনিয়াটা এখন এমন হয়ে গিয়েছে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে বুঝা যায় না। তাই তো কিছু কিছু মানুষের জন্য যারা সত্যি সত্যি বিপদে আছে ,তার ঠিক ভাবে সাহায্য পায়না ।

আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলতে বর্তমান সময়ের মানুষগুলো বড়ই অদ্ভুত, এই অদ্ভুত মানুষ গুলোর দুটো চেহারা একটা থাকে পর্দার ভেতরে আর একটা পর্দার আড়ালে। তবে আর যাই বলুন বর্তমান সময়ের মানুষগুলো অভিনয়ে অনেক বেশি পারদর্শী সবাই সবার মত অভিনয় করে সামনের দিকে‌ এগিয়ে যাচ্ছে। খুবই চমৎকার একটি পোস্ট আপনি তুলে ধরেছেন যে পোস্ট পড়ে বোঝা গেল মেয়েটি একদমই ফেক এবং মিথ্যা বলছে। আসলে এরকম কিছু কিছু মানুষ দেখা যায় রাস্তাঘাটে, তাদের কথা শুনে মনে হয় যেন কথাগুলো সত্য কিন্তু ভেতরে ভেতরে তারা মিথ্যুক।

এটা ঠিক বর্তমান মানুষ গুলো অভিনয়ে বেশ পারদর্শী, যা দেখে বুঝার কোন উপায় নেই।

image.png

আপু একদম ঠিক বলেছেন সব মানুষ এক রকম না তবে কিছু অসৎ মানুষের জন্য সৎ মানুষের বদলাম হয়। আপনার পোস্ট পড়ে এটা বুঝতে পারলাম মেয়েটি ফেক ছিল। তা না হলে মেয়েটির বাচ্চা সুস্থ হলে নিয়ে আসতো। আসলে মেয়েটি বুঝে গিয়েছে আপনাদের কাছে টাকা চাইলে যেভাবেই হোক বের করে দিবেন। হয়তো আপনি মজা করে বলেছেন তার বাসায় যাবেন কিন্তু সে এই কথায় ভয় পেয়ে যায়। তারজন্যই আর যোগাযোগ রাখেনি। আপু মাঝে মাঝে একটু কড়া কথা বলতে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

তাই তো সৎ মানুষ চেনা অনেক কঠিন।হ্যা কেন যে ভয় পেলো আজও বুঝলাম না।এখন আর আমাকে ফোনও দেয় না।

ঠিকই বলেছেন আমরা মানুষেরা খুব অদ্ভুত প্রাণী। গিরগিটি এবং আকাশের চেয়েও বেশি রং বদলাতে পারি প্রয়োজন স্বার্থে। এজন্যই তো কবি বলেছেন পৃথিবীটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা।।
মানুষ চেনা বড় দায় আর সব সময় ক্ষতি করলে কাছের মানুষগুলাই বেশি করে থাকে এজন্য খুব সাবধানে জীবন ধারণ করতে হবে অনেক ভালো ছিল আপনার লেখাগুলো বাস্তবতা মুখী এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে।।

কথায় তো আছে, মানুষ বদলায় কারনে অকারনে বদলায়।ভাই উনি তো আমার পরিচিতি ছিলো না।ধন্যবাদ

সত্যি মানুষ খুবই অদ্ভুত। কে কখন যে আমাদের ক্ষতি করে যায় তা আমরা বুঝিনা। আমরা সব সময় মানুষ চিনতে ভুল করি এটা কিন্তু সত্যিই সব মানুষ এক না কিন্তু সেই মানুষগুলোর মধ্যে কয়েকটি অমানুষ থাকে যারা গিরগিটির মতো রং বদলায়। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারলাম। আপনি খুবই ভালো লিখেছেন এটি। আমার কাছে এরকম পোস্টগুলো ভীষণ ভালো লাগে।

ভাই য়া কি বুঝলেন বলেন তো🤣🤣।আমি তো কিছুই বুঝলাম না। হা হা

প্রথমেই বলবো মানুষ এখন এতো সহজ সরল আর নেই। প্রথমত কাউকে টাকা দেয়া কিংবা সহযোগিতা করলে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। আমি নিঃসন্দেহে বলতে পারি মেয়েটা সবকিছু মিথ্যা বলছে। কারন সন্তানের অসুস্থতার সময় কোন মা কখনো বাসায় বিশ্রাম নিতে পারে না।
সেটা বাদ দিন , আমি আমার সন্তানের অসুস্থতার সময় এক মাস হাসপাতালের চেয়ারে বসে নির্ঘুম রাত কাটিয়েছি।

তাই বলবো এরকম কাউকে দেখলে ভালোভাবে যাচাই করে টাকা দেবেন।

ভাইয়া এখানে সরল আর গরলের কথা না।মেয়েটা যেভাবে তার বাচ্চা আর স্বামীর কথা বলছিলো,যা বিশ্বাস না করে উপায় নেই। বেশ স্মাট কথাগুলো, এমন মানুষ যে এমন হবে কোন বুঝার উপায় নেই। যাই হোক আমি তো আর পুরোপুরি কনফ্রাম না সে কি আসলেই ফেক ছিলো।ধন্যবাদ

আপা তো ঠিক বলেছেন এমন কিছু মানুষের আজারা সত্যি অসহায় বিপদে আছে তারা আসলে সাহায্য পায় না এরাই মানুষের বিশ্বাস এভাবে নষ্ট করে দেয়। মেয়েটি বারবার টাকা চাওয়াতে আমার কাছে মেয়েটাকে ফেক মনে হয়েছে। ঠিক বলেছেন একটা মেয়ে বাবুকে রেখে কি ভাবে বাসায় আসে রেস্ট করতে, ঘুমাতে!! সব টাকা খাওয়ার ধান্দা।

আসলেই কিছু কিছু সত্যি সত্যি অসহায় মানুষেরা সাহায্য পায় না,শুধু মাএ ভেজাল মানুষের জন্য।ধন্যবাদ

এ ধরণের ঘটনা আমাদের সমাজে এখন অহরহ ঘটছে। ইমোশনাল ব্লাক মেইল করে মানুষ ঠকাচ্ছে। আর এই সব ভন্ডদের কারণে প্রকৃত অসহায় মানুষেরাও বঞ্চিত হচ্ছে। অসহায় মানুষের পাশে অবশ্যই আমাদের দাড়াতে হবে ,ভন্ডদের বয়কট করতে হবে। গুরুত্বপূর্ণ এই পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কে যে ভন্ড আর কে যে আসল সেটাই বুঝি না।তবে ভন্ডদের কারনে সৎ মানুষের অনেক কষ্ট, তারা সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।

পোস্ট পড়েই বোঝা যাচ্ছে ওই মেয়ে ফ্রড ছিল। আপনি ভুল করে প্রথমবার টাকা দিয়েছেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় বার টাকা দেওয়া আপনার ঠিক হয়নি। আপনি আসলেই বোকা, তা না হলে টাকা দেওয়ার আগে সবকিছু দেখে শুনে নিতেন। আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করেছেন এটা খুবই মহৎ কাজ, তবে সেই টাকা যদি সঠিক লোকের কাছে না যায় তাহলে তো সেই টাকা দেওয়ার কোন মূল্যই থাকলো না।

আমি তো মেয়েটাকে চিনিই না কিভাবে জানবো সে ফ্রড।তার বাচ্চার হার্টের সমস্যা তের হাজার টাকার টান তাই আমি সামান্য সাহায্য করার চেষ্টা করেছিলম।দাড়ান মানুষ চেনার জন্য আগে আপনার কাছে পাঠাবো।

মানুষ যদি চেনাই যেত,তাহলে দুনিয়াতে এত প্রবলেম না।তবে এটা ঠিক বলেছেন কিছু খারাপ মানুষের জন্য সৎ মানুষদের বদনাম হয়।এটা তো সন্দেহ জনক ই একজন মা কি করে বাসায় থাকে,যখন তার সন্তান অসুস্থ।আবার বাবুর কান্না/গ
কথার শব্দ পাওয়া যায়না কখনো।ভিডিও কল ধরেনা আবার বাসায় যাওয়ার কথা বলাতে ভয় পায়। ফ্রট মেয়েটা।এসব ফ্রট দের জন্যও ভালো মানুষ গুলো সাহায্য থেকে বঞ্চিত হয়।ভালো লিখেছেন আপনি।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

এটা তো টাকার দেওয়ার পর একটু একটু চিন্তা করেছিলাম,তবে মাথায় তেমন কিছু আসেনি তখন। আসলে কি জানেন,যে যতটুকু করে সে ঠিক ততটুকুই পায়।দুইদিন আগে কিংবা পরে।ধন্যবাদ আপনাকে।

কিছু কিছু খারাপ মানুষের কারণে ভালো মানুষগুলোরও বদনাম হয়। খারাপ মানুষগুলো অল্প সময়ের মধ্যে তাদের রং বদলায়। বিভিন্ন ধরনের কৌতুহল সৃষ্টি করে এমনভাবে কথা বলবে যেন সে সত্য কথাটি বলতে লাগলো। এসব খারাপ মানুষ গুলোর জন্য ভালো মানুষ গুলোর ও দাম থাকেনা । এই ধরনের পোস্ট গুলো পড়তে ভালো লাগে এবং অনেক কিছু জানা জাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

হ্যা আপু,কোনটা সত্যি বলে আর কোনটা মিথ্যা বলে আমরা সাধারণ মানুষেরা বিভ্রান্ত হয়ে যাই।তাদের জন্যই ভালো মানুষদের সমস্যা।ধন্যবাদ

পুরো ঘটনাটা পড়ে আমার কাছে মনে হয়েছে মেয়েটি ফেক। বেশি অবাক লেগেছে তার বাবু অসুস্থ সে বাসায় এসে রেস্ট নিচ্ছে। আবার ভিডিও কল ধরছেনা। এবং বোনের বিয়ের জন্য সাহায্য চাচ্ছে। সব মিলে পুরোটাই ফেক ছিল মনে হচ্ছে। এখন যদি কোনো অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চাই তাহলে তো আপনার মনে হতেই পারে ফেক। আপনার উচিত ছিল মেয়েটির বিষয়ে একটু খোঁজ নেওয়া। শুভকামনা রইল আপনার জন্য ।

আসলেই তখন যে কেন মাথায় আসলো না,আমি ভেবেছিলাম হয়ত সারারাত ঘুমাতে পেরেনি তাই তো একটু রেস্ট নেওয়ার জন্য এসেছে।আসলে পজিটিভ দিক ভেবেছিলাম 🙃🙃