১৫কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ <p৩১ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ মঙ্গলবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
বেশ কিছুদিন আগে আমি একটা জিনিস দেখে বেশ অবাক হলাম।একটা শিশু সর্বোচ্চ বয়স পাঁচ বছর হবে সে লেগুনার হেল্পারের কাজ করছে।এমনকি সে ঠিক ভাবে হিসাব ও জানে না।শুধু প্যাসেন্জার থেকে টাকা তুলে।বেশ খারাপ লাগলো ছেলেটাকে দেখে।কতটা কষ্ট হলে এতটুকু বাচ্চাকে এমন ঝুকিপূর্ণ কাজে দেয়।সে বয়সে তার মাঠে ঘাটে খেলে বেড়ানোর কথা সে বয়সে সে পরিবারের দায়িত্ব নিচ্ছে।
এমন আরো উদাহরণ আছে, মা অসুস্থ বাবা ফেলে রেখে গিয়েছে অথচ বাচ্চাটা মায়ের অসুখের টাকা যোগার করার জন্য পার্কে পার্কে বিভিন্ন কিছু বিক্রি করে।কোন কোন বাবা মা তো বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়।বেশ কিছু দিন একটা মেয়ে এসেছিলো টাকা সাহায্য চাইতে আমি ওর মায়ের কথা জিজ্ঞেস করাতে সে বললো তার মা নিচে দাড়িয়ে আছে,তাকে পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য কতটুকু বিবেকহীন হলে মানুষ এমন করে অথচ সে কাজ করে তার বাচ্চার খরচ চালাতে পারে আসলে তাদের কোন আত্মসম্মান নেই। তারা চিন্তা করে কাজ করার চেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ভিক্ষা করা ভালো।
আসলে জনসংখ্যা বৃদ্ধির কারন হচ্ছে মূল কারন।সন্তান সংখ্যা বেশি হওয়ার কারনে ঠিকভাবে খরচ বহন করতে পারে না তখনই বাচ্চাদের কাজে লাগিয়ে দেয়।অন্যদিকে স্বার্থপর কিছু মানুষ আছে কম টাকার বিনিময়ে শিশুদের কাজে নেয়, এবং কাজে নিয়ে বিভিন্ন ঝুকিপূর্ণ কাজ করিয়ে থাকে।
অল্প বয়সে অধিক পরিশ্রমের কাজ এবং পুষ্টিকর খাবারের অভাবে অকালে ঝরে পরছে অনেক শিশুই।তাছাড়া বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে বিভিন্ন শিশু।চুরি ছিনতাই এর মত বিভিন্ন অপরাধমূলকাজে।
একবার কমলাপুর রেল স্টেশন থেকে বের হওয়ার পথে আমার ব্যাগ এর চেইন খুলে মোবাইল নিতে চেয়েছিলো এর মধ্যেই আমার হ্যাসবেন্ড দেখে ফেলেছে। একটা ছোট ছেলে আমার কাছে বেশ অবাক লাগলো।তাদেরকে বিভিন্ন অপরাধ মূলকে কাজের ট্রেনিং দেওয়াই।তা না হলে ছোট ছোট বাচ্চাদেরকে বিকলাঙ্গ করে ভিক্ষা করিয়ে থাকে।
আমরা যদি সবাই মিলে এক হয়,তাহলে আমরা এই শিশুশ্রম বন্ধ করতে পারি।ফুলের মত শিশুদেরকে পারি শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের মুখে হাসি ফুটাতে।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন একটি বিষয় নিয়ে আজ আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। সত্যি বলতে আমাদের চারপাশে এখন শিশু শ্রমের সংখ্যা বেড়েই যাচেছ। পরিযেবারের অভাবের কারনে ছোট ছোট শিশুরা নেমে পড়ছে পথের মাঝে। আবার কিছু কিছু ছেলেমেয়েরা নিজেকে নিয়ে যাচেছ অপরাধের দিকে। সব মিলিয়ে শিশু শ্রম হলো আমাদের জন্য ক্ষতিকরক। তাই শিশু শ্রম থেকে আমাদের কে সমাজের ছোট ছোট অসহায় বাচ্চা গুলো কে বাঁচানো প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। এই তো দু'দিন আগের কথা হঠাৎ করে পিছন থেকে একটি রিক্সাওয়ালাকে যেতে দেখলাম আর তাকাতে দেখি খুব ছোট একটি ছেলে রিকশা চালিয়ে চলে গেল। তার বয়স হয়তো পাঁচ কিংবা ছয় বছর হবে। এই দৃশ্য দেখে আমার কাছে অনেক খারাপ লেগেছিল। তারা পেটের দায়ে অল্প বয়সে রাস্তায় নেমে আসে। এই সমস্যার একটাই কারণ জনসংখ্যা বৃদ্ধি। ধন্যবাদ আপু শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit