১৯কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ <p৪ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ শনিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
ডাক্তার তাড়াতাড়ি দেখানোর পর ভাবলাম কিছু কেনাকাটা আছে ,আবার নিউমার্কেট টা ও কাছাকাছি আছে মার্কেট এ একটু ডু মেরে আসবো। যেই ভাবা সেই কাজ আমরা রিকশা নিয়ে চলে গেলাম নিউ মার্কেট এ। মোটামুটি সেই দিন রাস্তায় জ্যাম কম ছিল তাই আমরা তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। আসলে নিউমার্কেট এ সব রকমের জিনিস পাশাপাশি তাই কেনাকাটা করে আরাম আছে।
আমরা প্রথমে নিউমার্কেট এর ১ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকতেই বাচ্চাদের খেলনার দোকান। অনেক রকমের খেলনা। আসলে এগুলা বাচ্চারা দেখলে তাদের মাথা নষ্ট তো হয় সাথে অভিভাবকের মাথায় নষ্ট হওয়ার উপক্রম। ভাগ্যিস ছেলেকে নিয়ে যায়নি।
এই হচ্ছে মেয়েদের অর্নামেন্স আইটেম। আসলে এগুলা দেখলে যে কোন মেয়েদের কিনতে ইচ্ছা করে। অনেক রকমের চুড়ি ,মেয়েদের চুলের ব্যান্ড ,মেয়েদের ঘড়ি আরো নানান কিছু। দেখতে বেশ ভালোই লাগে।
নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেম। অনেক রকমের জিনিস এইখানে রয়েছে। আসলে এগুলা দেখলেই কিনতে ইচ্ছা করে।
বিভিন্ন ডিজাইনের জামা। ওয়ান পিছ হিসেবে বিক্রি করা হয়। রেডিমেড জামা পায়জামা পাওয়া যায়।
বিভিন্ন সাইজের জুতা ,এবং বিভিন্ন ডিজাইনের জুতা ছোট বড় সকলের জুতা পাওয়া যায়। আসলে রেনডম ব্যবহারের জন্য জুতাগুলো বেশ ভালোই।
এই হচ্ছে পাপোশ। নানা ডিজাইনের নানা রঙের পাপোস। বিভিন্ন সাইজের রো রয়েছে। বেশ ভালোই লাগে দেখতে।
আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A13F |
---|---|
Location | Dhaka |
Photograpy | নিউমার্কেট |
link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ডাক্তার দেখানোর পর নিউমার্কেটে উপস্থিত হয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ফটোগ্রাফি গুলো। আপনার এই ফটোগ্রাফি গুলোর জন্য অনেক কিছু দেখার সৌভাগ্য হলো আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিউ মার্কেটে কেনাকাটার অনেক ধৈর্যের একটা বিষয়, আমি খুব সম্ভবত একবার শপিং করতে গিয়েছিলাম। খুব বেশি পরিমাণ সতর্ক থাকতে হয় এখানে শপিং করার ক্ষেত্রে তা না হলে দোকানদার অনায়াসেই আপনাকে ঠকাতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ব্যস্ততম সময় পার করেছেন দেখছি। আসলে আপু বাচ্চারা খেলনা দেখলে পাগল হয়ে যায় নেওয়ার জন্য আমরা হয়তো ছোটবেলা এটাই করতাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাক্তার দেখাতে গিয়ে নিউমার্কেটেও ঘুরে এসেছেন দেখে ভালো লাগলো। নিউমার্কেটে গেলে আসলেই একসঙ্গে সব জিনিস পাওয়া যায়, আবার দাম একটু কম থাকে। কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি ভিড় থাকে এজন্য আমার তেমন একটা যাওয়া হয় না। যাইহোক ভালোই ঘোরাফেরা করেছেন মার্কেটে দেখছি। ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit