আমি @rahimakhatun
from Bangladesh
৬ ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ ।
১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
কাল অনেক জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে ,যদিও আমাদের এই খানে বৃষ্টি হয়নি তবে অনেক ঠান্ডা পরেছে। যদিও রোড উঠেছে ,কিন্তু কোন তাপ নেই। শীতে কম্বল এর নিচে থেকে বের হতে মন চায় না। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে লাইফস্টাইল পোস্ট করবো। বেশ কিছু দিন আগে বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। হঠাৎ একটি এক্যুরিয়াম এর দোকান চোখে পড়লো। আমি শখের বসে কয়েকটি রঙিন মাছ পালন করি। আমার একটা মিনি এ্যাকুরিয়াম আছে।কিন্তু বেশ কিছুদিন হসপিটালে থাকার কারনে এবং যত্ন না নেওয়ার কারনে সব মাছ মরে গিয়েছে। পরে আর কেনা হয়নি তার উপর অনেক শীত পরেছে। আমার ছেলে বেশ কয়েকদিন যাবত বায়না করছিলো তাকে কিছু মাছ কিনে দিতে।এর আগে ওরে মাছ কিনে দিয়েছিলাম ও মাছের এ্যাকুরিয়ামের ভেতরে লোশন ঢেলে দিয়েছে আর মাছগুলো মারা গিয়েছে। এখন বলছে আর লোশন ঢালবে না।যাই হোক গিয়েছিলাম এ্যাকুরিয়ামের দোকানে। কিছু মাছ দেখতে দেখলাম অনেক রকম আছে আবার ছোট ছোট সুন্দর সুন্দর এ্যাকুরিয়াম রয়েছে।দাম মোটামুটি অনেক কিন্তু সুন্দর। জারের মধ্যে লাইট লাগানো ছিলো আর্কষণ করার জন্য দেখতে বেশ ভালো লাগছিলো। কিন্তু শীতের কারনে কিনি নি একটু গরম পরলে কিনবো তা না হলে আমার ছেলে সারাক্ষণ পানি হাতাবে।এর আগে মাছকে ডালিম দিয়েছিলো খাওয়ার জন্য।
এই সাদা লাইটগুলো লাগানো ছিল বিদায় সুন্দর লাগছিলো।
এ্যাকুরিয়াম সাজানোর জন্য অনেক রকমের ফুল
এ্যাকুরিয়াম এর ডেকোরেশন গুলো অনেক ভালো ছিল।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
link | source |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, সুন্দরই তো দেখলাম, তা গিফটটা কবে দিবেন সেটাতো বললেন না হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিফট দিবো নাকি নিবো তাই ভাবছি। বড় ভাই বলে কথা 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit