চেআপনারা হয়তো অনেকেই জানেন আগারগাঁও তে একটি মেলা হচ্ছে, তা হলো বৃক্ষ মেলা।প্রত্যেক বছরেই এই মেলা হয়ে থাকে।আমিও চেষ্টা করি এই মেলাতে যেতে,কারন আমার কাছে বিভিন্ন রকমের গাছ দেখে বেশ ভালোই লাগে। তাছাড়া বিভিন্ন প্রকল্প দেখেও আমার বেশ ভালো লাগে,তাছাড়া বিভিন্ন ধরনের ফল ছোট ছোট গাছে হয় তা আমার দেখতে বেশ ভালো লাগে। যাই হোক গত দুই বছর যাবত যেতে পারিনি আমার মেয়ের জন্য।এবারো যাব কি যাব না দ্বিধা দ্বন্দ্বে ছিলাম।কারন বাবু বেশ ছোট ওকে কোলে নিয়ে গাছ দেখা কিংবা ছবি তুলা বেশ কষ্টকর।যাই হোক ফেসবুক খুললেই দেখি বৃক্ষ মেলা, তাই আর লোভ সামলাতে পারিনি,গত শুক্রবারে যাওয়ার কথা ছিলো কিন্তু যাইনি বাসা একেবারে খালি ছিলো, তাই একেবারে বাসা খালি করে যায়নি।আজ যেহেতু বাহিরে ঠান্ডা ঠান্ডা ছিলো তাই ভাবলাম আজকেই যাবোতাই সকাল সকাল উঠে আগে মেয়ের খাবার রান্না করতে বসলাম,তারপর দেখি মেয়ে উঠে গিয়েছে। মেয়ে আবার আমার কোল ছাড়া কিছু বুঝে না।যাই হোক ওকে কোলে নিয়ে ছেলের জন্য ও খাবার রেডি করছি।যাই ছেলেকেও উঠালাম।ওদেরকে খাইয়ে রওনা দিলাম বৃক্ষমেলার উদ্দেশ্য। বের হয়েছি,দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, পরে আমি ছাতা নিয়ে বের হলাম।পরে সিএনজি ঠিক করলাম।ভেবেছিলাম মেট্রোরেল এ যাবো কিন্তু আর যাইয়া হয়নি।আমি কিছু ছবি তোলেছি।
চলন্ত গাড়ি থেকে এই ছবিটা তোলা।আমার এই ধরনের রাস্তা বেশ প্রিয়।কোন ঝামেলা নেই।এটা আমাদের এই দিকে উড়াল সেতু।
রাস্তার বা দিকে থেকে এই ছবিটা তোলা।আসলে রাস্তার পাশে মানুষ হাটার জন্য সুন্দর ফুটপাত করা হয়েছে।চাইলেও মানুষ মেন রাস্তায় যেতে পারবে না আবাড গাড়ি গুলো ফুটপাত দিয়ে যেতে পারবো না।রাস্তা থেকে ফুটপাত টা বেশ বড়
এই হচ্ছে আরেকটি ছবি,
এই হচ্ছে আমাদের এই দিকে একটি ক্যানেল পাড়।এখানের পানিগুলো বেশ পরিষ্কার। এখানের পানি গুলো পিউরিফাই করে এই পানি গুলো ওয়াসার হিসেবে দেয়।অনেক বছর ধরেই এমন অবস্থা । এখানে পানির পউরিফাই করে
এই হচ্ছে সরকারি চুক্ষহাসপাতাল।অনেক বড় এরিয়া নিয়ে তৈরি।আমাদের একটি কাজ ছিলো তাই তাই চক্ষু হাসপাতালে যাওয়া হয়েছে, তারপর আমরা রিকসা ভাড়া করে বৃক্ষমেলাতে।
বেশ সুন্দর একটি গাছ।আমার কাছে বেশ ভালো লাগে .আসলে আমি ঘুৃমে পড়ে যাচ্ছি।আরো কিছু অনুভূতি প্রকাশ করতে পারছি না,এমন কি কোথায় আছি তাও জানতা৷তাই অল্পতেই শেষ করলাম।যাই হোক আরেকদিন সময় নিয়ে অনুভূতি প্রকাশ করবো। কোন একসময় বৃক্ষ মেলার দ্বিতীয় পর্বে।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit