আমি @rahimakhatun
from Bangladesh
১০ ই জানুয়ারি ২০২৫
যদিও ফ্রেন্ড রা বেশ মজা করতো আমার এই ল্যাপটপ নিয়ে।যাই হোক সেই স্বপ্ন পূরন হলো এখানে কাজ করার মাধ্যমে। আগে হ্যাসবন্ড এর ডেস্কটপ দিয়ে কাজ করতাম।ও যখন বাসায় থাকতো না তখন কারন ওর তো পিসিতে কাজ করা লাগতো।তারপর আস্তে আস্তে টাকা জমানো শুরু করলাম। আমার টার্গেট ছিলো এখানে কাজ করে যখন ল্যাপটপ কেনার টাকা জুগার করতে পারবো ঠিক তখনই কিনবো এর আগে না।অনেক সময় হ্যাসবেন্ড পিসি কাজ শেষ করে জমা করে আমাদের বাসায় বেড়াতে যেতাম যেন কাজ গ্যাপ না হয়।তারপর নিদিষ্ট সময়ে হ্যাসবেন্ড কে বলতাম যেন পোস্ট এ চাপ দিয়ে পোস্ট করে দেয়।তারপর আমি ফোনে চেক করতাম।আসলে অনেকে ফোনে পোস্ট করতে পারে আমি কেন জানি পারি না।যাই হোক অনেক দিন পর দেখি মোটামুটি ল্যাপটপ কেনার টাকা হয়ে গিয়েছে।
তারপর সাথে সাথে চলে গেলাম।আইডিটি ভবনে।সেখান থেকে পরিচিত আঙ্কেল এর কাছ থেকে ল্যাপটপ সম্পর্কে জেনে hp কেনার ইচ্ছে হলো।তারপর নেভিব্লু কালারের কিনে নিলাম একান্না হাজার টাকা দিয়ে।আমাকে অব্যশ বলেছিলো এই টাকায় ডেস্কটপ নিলে আরো ভালো হতো।আসলে আমি যেহেতু বাসায় আসা যাওয়া করি তাই আমার ল্যাপটপের কাজ বেশি।যাই হোক কিনে নিলাম। নতুন নতুন মাঝে মাঝে গ্রাফিক্স এর কাজ ও করি।
কিন্তু সমস্যা হলো দেড় বছর পর।একদিন এক আন্টি এসেছিলো কথা বলার জন্য,হঠাৎ তার হাত লেগে পানি পড়ে যায় ল্যাপটপের উপর।সাথে সাথে ল্যাপটপ বন্ধ হয়ে যায়।নিয়ে গেলাম পরের দিন সেখানেই। বললো ঠিক করাতে প্রায় ৩ হাজার টাকার মত লাগবে কি আর করার দিয়ে আসলাম।তখন ঈদের সময়।দেখা গিয়েছে এখন না দিলে পেতে পেতে ঈদের পর।
যাই হোক দিয়ে আসলাম। ঠিক তিনদিন পর হাতে পেলাম ল্যাপটপ।বেশ ভালোই কাজ করছিলো ঠিক দেড় মাস পরেই আবার সমস্যা হয়ে গেলো।এবার তো আবার দিয়ে আসলাম।কিন্তু এবার আর ঠিক হলো না।কি আর করার আবার টাকা জমিয়ে এই ল্যাপটপ কিনলাম।এবার টা কিনলাম সিলভার কালারের।এবার প্রায় ৬২০০ হাজার দিয়ে কিনে নিলাম।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | laptop |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজে টাকা জমিয়ে নিজের টাকায় নিজের ইচ্ছা পূরণ করার মধ্যে অন্যরকম আনন্দ অনুভূত হয়। আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পেরেছিলেন এটা শুনে খুবই খুশি হলাম। তবে আপনার আগের ল্যাপটপ নষ্ট হওয়ার কথা অনেক আগেই আরো একটি পোষ্টের মাধ্যমে পড়েছিলাম। যাইহোক এবার যেহেতু আগের থেকেও ভালো ল্যাপটপ কিনেছেন তাই আশা করি সাবধানে ব্যবহার করবেন। আপনার জন্য শুভকামনা করছি আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাইয়া নিজের টাকায় কোন কিছু কিনতে পারার অনুভতিই আলাদা। আপনাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইচপি ল্যাপটপ আমার কাছেও ভালো লাগে। যদিও আমি সবসময় স্যামসাং এর ল্যাপটপ ব্যবহার করে থাকি। যাইহোক ৬২,০০০ টাকা দিয়ে ল্যাপটপ কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কেনার অনুভূতিটাই অন্য রকম। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit