ফুলের নকশা আর্ট।

in hive-129948 •  10 days ago 
১২ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

২৪জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

448602405_1933089110477352_5927607335666483759_n.jpg

একে তো গরমে অস্থির অবস্থা, তার উপর ফেসবুক খুললেই সাপের আতংকে। এখন বাসায় কেন জানি ভয় লাগে রাতে তো অন্ধকারে পা ফেলতে ভয় লাগে। আমার মনে হয় সাপের চেয়েবেশি ছাড়াচ্ছে মিথ্যা খবর।আসলে সাপ আমাদের উপকার ও করে ফসলী জমির ক্ষতিকর ইদুর খেয়ে ফেলে।সাপ মেরে ফেললে ইদুঁরের সংখ্যা বেড়ে যাবে তখন ফসলের ক্ষতি হবে এতে করে ফসলের পরিমান কমে যাবে।যা এদেশের মানুষের জন্য ক্ষতিকর।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করবো আপনাদের সাথে।

448667128_458472153585993_9038564780861040180_n.jpg

মাঝে মাঝে আঁকা আকি চেষ্টা করি।আজকে আঁকতে বসেছিলাম মেয়েকে সামনে রেখে ও তো পেনগুলো দেখে পাগল হয়ে গিয়েছে, কোনটা রেখে কোনটা ধরবে দিশা পাচ্ছিলো না।বেশ প্যারা নিয়েই আর্ট করলাম।বিভিন্ন কালার পেন দিয়ে বিভিন্ন কালার দিয়ে আর্ট করেছি।এই আর্ট গুলো জামার ফ্রন্ট সাইটে ফ্রেবিক্স দিয়ে আঁকলে দেখতে বেশ ভালো লাগবে।

448667128_458472153585993_9038564780861040180_n.jpg

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

448601953_1375673076438866_6655796145961566351_n.jpg

উপকরণঃ
🔺 খাতা 🔺সাইনপেন
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

448568670_7647921258661173_9039937292641927190_n.jpg

প্রথমে একটি ফুল একে নিয়েছি।

২য় ধাপ

448808574_2151490628560119_6746803509692228712_n.jpg

আবার বড় করে ফুল একে নিয়েছি।

৩য় ধাপ

/>

448546190_1015197206920788_3362413809333164060_n.jpg

ডাবল করে এঁকে নিয়েছে।

৪র্থ ধাপ

448655329_986729969669760_7515620661525013688_n.jpg

দুইটা পাতা এঁকে নিয়েছি।

৫ম ধাপ

448880827_461833623143906_6697849785364145033_n.jpg

এঁকে নিয়েছি ।

৬ষ্ঠ ধাপ

448870959_482331080827208_3423090875514665215_n.jpg

কয়েকবার পাতা ও ফুল এঁকে নিয়েছি।

৭ম ধাপ

448715573_990571588948749_673195980748118078_n.jpg

পাতা এঁকে নিব।

৮ম ধাপ

![448625876_445677681678534_392748058670414984_n.jpg](

নাম লিখে নিচ্ছি ।

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautiful pattern :)

ঠিক বলেছেন আপু এখন সব জায়গায় সাপ নিয়ে আলোচনা। সাপ অবশ্যই আমাদের উপকারী প্রাণী ইদুর খেয়ে ফেলে ও কৃষকদের উপকার করে থাকে তাই সাপ মারা ঠিক নয়।আপনি চমৎকার সুন্দর ফুলের নকশা আর্ট করেছেন। ভীষণ সুন্দর ও চমৎকার হয়েছে আপনার ফুলের নকশা টি।ধাপে ধাপে ফুলের নকশা পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আল্লাহর জানে পরিবেশের না জেন কি হয়।আপনাকে ধন্যবাদ

image.png

সুন্দর ফুলের নকশা আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছেঋ ভিন্ন ভিন্ন রঙে ফুটিয়ে তুলেছেন যার কারণে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলেই ভিন্ন রঙ দেওয়াতে আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

আপু আপনি খুব সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল করার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের নকশা মেহেদি দিয়ে হাতে পড়লে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

কালারফুল নকশা আপনার কাছেও ভালো লেগেছে জেনে আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ

অনেক সুন্দর একটা নকশা অংকন করে আপনি আমাকে শেয়ার করেছেন আপু। আপনারা অংকন করার এই নকশা গুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। ব্যক্তিগতভাবে বিভিন্ন জিনিস অঙ্কন করতে আমারও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি তেমন কিছু পারি না।তবে টুকটাক করার চেষ্টা করি।আপনাকে ধন্যবাদ

ফেসবুক খুললেই সাপের আতংকে।

কথাটা একেবারে ঠিকই বলেছেন আপু। সত্যি সাপের চেয়ে বেশি মিথ্যা ছড়াচ্ছে। ফুলের নকশা টা বেশ দারুণ আর্ট করেছেন আপনি। খুবই চমৎকার লাগছে আর্টটা দেখতে। প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা।

আজকাল তো আমি এই সাপ নিয়ে স্বপ্ন ও দেখি😆😆

ভিন্ন ভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। আপনার আর্ট করা ফুলের নকশাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর বিশেষ করে বেশ কয়েকটি রংয়ের সাইন পেন ব্যবহার করার জন্য একটু বেশি ভালো হয়েছে।

আপনার কাছে আর্ট টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

কালারফুল কলম দিয়ে অনেক সুন্দর করে একটা আর্ট আপনি আজকে করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম ফুলের নকশা আর্ট গুলো অনেক ভালো লাগে দেখতে। এরকম ফুলের নকশা গুলো জামার নিচের অংশে অংকন করে সেলাই করা হলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কালারফুল ভাবে অঙ্কন করাতে আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই ফুলের নকশাটা অঙ্কন করেছেন আপনি।

আসলেই জামাতে একেঁ রঙ করলে দেখতে বেশ ভালো লাগবে।আপনাকে ধন্যবাদ

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সুন্দর করে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আর্টগুলো করার পর সঠিকভাবে ফটোগ্রাফি করা লাগে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

ফটোগ্রাফি ভালো করে করেছি কিনা জানি না তবে চেষ্ঠা করি ভালো করার জন্য।আপনাকে ধন্যবাদ

আপু, ফেসবুকে আমিও দেখলাম আপনাদের বাংলাদেশে বেশ সাপের আতঙ্ক বেড়েছে। তাছাড়া এটা আপনি ঠিক কথাই বলেছেন, এই সাপগুলো ইঁদুর খেয়ে ফসলের অনেক উপকারী করে। এগুলো মেরে ফেললে আমাদেরই ক্ষতি। যাইহোক, আপনার আজকের এই পোস্টটিতে শেয়ার করা ফুলের নকশার এই আর্টটি খুব সুন্দর হয়েছে। এই আর্টটি করার সময় বিভিন্ন কালারের সাইনপেন ব্যবহার করার কারণে আর্টটি দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে আর কি।

উপকার করে ঠিক কিন্তু কৃষক দের যে কামড় দেয় ধান কাটার সময় তাই সকলে ভয়ে আছে।ধন্যবাদ

ভালো এবং খারাপ দুই দিকই রয়েছে আপু এগুলোর।

রাত্রেবেলা আপু আমার কাছে ভয় লাগে এখন। সাপের কথা শুনে শুনে পা ফেলতে রাত্রেবেলা খুব ভয় লাগে। যাইহোক আজকে আপনি সাইনপেন দিয়ে খুব সুন্দর ফুলের নকশা করেছেন। তবে আপনার ফুলের নকশার মধ্যে পাতা এবং ফুল গুলোর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের আর্ট গুলো বার বার দেখতে মন চায়।

আমারও বেশ ভয় লাগে রাএি বেলা।বিশেষ করে ওয়াসরুমে যেতে।আপনাকে ধন্যবাদ

ফুলের নকশাটা খুবই সুন্দর হয়েছে আপু। বিভিন্ন কালারের কলম ব্যবহার করেছেন যার কারণে অনেক ভালো লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরো ডিজাইন টা আর্ট করেছেন। দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করার জন্য।

হঠাৎ কেন জানি মনে হলো বিভিন্ন কালারের পেন ব্যবহার করার জন্য তাই করলাম।

আপু বর্তমান সময়ে বাংলাদেশের সাপের ভয় আতঙ্ক। তবে সাপের চেয়ে গুজব বেশি ছড়াচ্ছে মানুষ। আজকে আপনি অনেক সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। তবে ফুলের নকশাটি সাইনপেন দিয়ে করার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এবং আপনার ফুলের নকশার মধ্যে পাতাগুলো দেওয়ার কারণে সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেল। অসাধারণ একটি ফুলের নকশা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ঠিক বলেছেন, সাপের চেয়ে মানুষ বেশি গুজব ছড়াচ্ছে। আসলেই বাংলাদেশ বলে কথা।ধন্যবাদ

খুবই সুন্দর একটি ফুলের নকশা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি আর্ট দেখে খুবই ভালো লাগলো৷ একেবারে নিখুঁতভাবে আপনি সবগুলো ডিজাইন দিয়েছেন এবং এখানে আপনি রং দেওয়ার কারণে এটি যেভাবে সুন্দর হয়েছে রঙের সংমিশ্রণগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

নিখুত হয়েছে কিনা জানি না তবে চেষ্টা করেছি সুন্দর করার জন্য।আপনাকে ধন্যবাদ