কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  last year 

আমি @rahimakhatun
from Bangladesh
২৯ ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ ।

১২ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

423422322_237710559403501_779547883543770164_n.jpg

আজকে পোস্ট লিখতে লিখতে বেশ দেরি হয়ে গিয়েছে আসলে আমার বাবুটা বেশ অসুস্থ দুইদিন যাবত। আবহাওয়া পরিবর্তনের কারনে অর্থাৎ এই ঠান্ডা এই গরমের কারনে বেশ জ্বর সর্দি আর পেট খারাপ হয়ে গিয়েছে। মুখে তো আর বলতে পারে না বেয় কান্নাকাটি করেছে, এমনকি রাতে ও ঘুমাচ্ছে না।পরে সর্দির জন্য এলার্টল দিয়েছে ডাক্তার আর নেবুলাইজার দিতে বলেছে। এলার্টল খাওয়াতে সর্দিটা কমেছে কিন্তু অনাবরত ঘুমাচ্ছে খাচ্ছে না।এখন কিছুটা ভালো আগের তুলনায় আলহামদুলিল্লাহ। তাই বেশি কিছু লিখবো না, আজকে কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আসলে আমি তেমন ভালো ফোটোগ্রাফি করতে পারি না ,তাও চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফোটোগ্রাফি করতে। আসলে সেইদিন গিয়েছিলাম বোনের ছেলের সাথে কাছাকাছি একটি রেস্টুরেন্ট এ ,রেস্টুরেন্ট এর পাশেই একটি নার্সারি দিয়েছে নতুন। মনে মনে ভাবলাম নার্সারি তে গিয়ে কিছু গাছ দেখি আর কিছু ছবি তুলি। যেই ভাবা সেই কাজ গিয়ে কিছু ইনডোর গাছ দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই নেয় নি ,তারপর কিছু ছবি তুলছিলাম কিন্তু নার্সারি ওয়ালা বেশ ক্ষেপে গিয়েছে কেউ নাকি গাছ কিনে না সবাই ছবি তুলে নিয়ে যায়। এখন থেকে নাকি ছবি তুলার জন্য টাকা নিবে হা হা। যাই জোক আসলে এই খানে অনেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে।অনেকের ফটোগ্রাফি গুলো দেখতে আমার বেশ ভালোই লাগে।আর মনে মনে ভাবি কবে যে আমি পারবো এমন সুন্দর ফটোগ্রাফি করতে।যাই হোক এর আগে প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম ,এখন তার ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। কথা না বারিয়ে যাওয়া যায় মূল ছবিতে।

423454597_948682429455471_1431059993617451944_n.jpg

এইটা হচ্ছে ক্যাকটাস ফুল। ক্যাকটাস গাছের ফুল তেমন একটা দেখা যায় না তবে যেইটা হয় সেটা দেখতে বেশ সুন্দর।

423600157_409302364837047_3130632465614244922_n.jpg

এইটা হচ্ছে এডোনিয়াম ফুল। এই গাছের ফুল টা বেশ সুন্দর। বিশেষ করে কালার টা।

423619298_697340365929261_4218822995542164886_n.jpg
এই হচ্ছে ক্যাকটাস গাছ। গাছের সমারোহ। সবগুলো একসাথে দেখতে অনেক ভালো লাগছে। যদিও অনেক দাম ক্যাকটাস।

423686916_1416535752287641_6791077256120324693_n.jpg

এই হচ্ছে এডোনিয়ামের গাছ। আরেকটা ফুলের কালার।

423599818_932236195146022_4143952466818518643_n.jpg

423221607_396041553076869_104121590726716506_n.jpg

এই হচ্ছে এডোনিয়ামের গাছ। গাছের সমারোহ। সবগুলো একসাথে দেখতে অনেক ভালো লাগছে। যদিও অনেক দাম ক্যাকটাস।

423221307_1632882234117773_6602277533687028189_n.jpg
এই হচ্ছে এডোনিয়ামের গাছ। আরেকটা ফুলের কালার। এইটা হচ্ছে রানী গোলাপি।

423422524_385690704207458_8866990525676066262_n.jpg
এই হচ্ছে ক্যাকটাস গাছ। গাছের সমারোহ। সবগুলো একসাথে দেখতে অনেক ভালো লাগছে। যদিও অনেক দাম ক্যাকটাস।

423422504_1476686002938714_5029487060577415269_n.jpg

আসলে কিছু কিছু ফুলের সুবাস না থাকলে ফুল দেখলে মন ভালো হয়ে যায়।আসলে ফুল মানেই মিষ্টি

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flower
linksource

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি পোস্ট দেখে সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।
সেই সাথে নতুন আইডিয়া পেয়ে থাকি ভালো ফটোগ্রাফি করার জন্য।
আপনার ফটোগ্রাফি পোস্ট খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং পঞ্চম নাম্বার ফটো অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

image.png

আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কোন কাজ করে শান্তি পাওয়া যায় না ।তারপরও আপনার বাচ্চা আগের তুলনায় এখন একটু সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো ।তবে নার্সারিতে গিয়ে সবাই ফটোগ্রাফি করে কেউ গাছ নেয় না বিষয়টা বেশ মজার লেগেছে আমার কাছে। তবে ফুল গাছগুলো কিন্তু চমৎকার ছিল। এডেনিয়াম ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। ধন্যবাদ।

সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে বেশ ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ফুল ভালোবাসাটা এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। আমি ফুল খুব ভালোবাসি। তার মাঝেমধ্যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করি।

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

এখন ঋতু পরিবর্তনের সময় তাই সবাই কম বেশি অসুস্থ হচ্ছে। আপনার বাচ্চার জন্য সুস্থতা কামনা করছি আপু। আজকের ফটোগ্রাফি পর্বে দারুন দারুন কিছু ছবি শেয়ার করেছেন বিশেষ করে ভিন্ন ধরনের গাছ আর ফুলের সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

অনেকগুলো ফুল দেখলাম, ক্যাকটাস গাছ আমার ভালোই লাগে কিন্তু কখনো এই গাছের ফুল দেখা হয়নি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে ক্যাকটাস গাছের ফুল দেখলাম।

আপনার বাবুর জন্য সুস্থতা কামনা করছি। আবহাওয়া পরিবর্তনের জন্য এ ধরনের সমস্যা প্রায় সবারই হচ্ছে।
আর নার্সারিতে গিয়ে গাছ গাছালি না কিনে শুধু ছবি তুলে চলে আসলে তো নার্সারিওয়ালা রেগে যাবেই। ছবি তোলার জন্য টাকা চাওয়াটা বেশ মজার ছিল আপু। যাই হোক , আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতেও মনটা অনেক ভালো লাগে।

আপনি তো দেখছি অনেক সুন্দর করে কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। এক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। এরকম জায়গা গুলোতে গেলেই ইচ্ছে করে সব গাছ কিনে নিয়ে আসি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমি বেশ ভালোই উপভোগ করেছি। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ক্যাকটাস ফুলটি দেখতে অসাধারন লাগছে। তবে এডোনিয়াম ফুলটি আমি এই প্রথম দেখলাম। লাল রঙের হওয়াতে দেখতে চমৎকার লাগছে। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি ফুল দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

আপনি তো বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে।এডোনিয়াম ফুল এর ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখে সুন্দর লেগেছে। বিভিন্ন রকমের ফুল এবং গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবকিছুর সৌন্দর্য এত বেশি ভালো লেগেছে যে, ইচ্ছে করছিল মোবাইল থেকে বের করে এগুলো নিয়ে আসি। বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ দেখলাম। ক্যাকটাস ফুল কিন্তু সত্যি খুবই সুন্দর দেখতে। ক্যাকটাস গাছের ফুল আমি আগে কখনো দেখিনি আজ প্রথম বার দেখলাম।